কলকাতা, 26 সেপ্টেম্বর: ডেঙ্গির প্রকোপ পুজোর সময় যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা গ্রহণ করল । রাজ্য স্বাস্থ্য দপ্তরের হেড কোয়ার্টার স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমের মাধ্যমে পুজোর সময় ডেঙ্গি নিয়ন্ত্রণের রাশ ধরে রাখা হবে বলে জানানো হয়েছে । এই সময় কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও এই কন্ট্রোল রুম কাজ করবে । এর পাশাপাশি, পুজোর সময় মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির ইনডোর এবং আউটডোরে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত আপৎকালীন কোনও সংকট দেখা দিলে, তা সামাল দিতেও এই কন্ট্রোল রুম প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে ।
আগামী 2 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি । উৎসবের সময় স্বাভাবিক কারণে ছুটির মেজাজ থাকে । এ দিকে, ডেঙ্গির মরশুম থাকে নভেম্বর মাস পর্যন্ত । তার উপর, শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গির কারণে 19 জনের মৃত্যু হয়েছে । চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে 11 হাজার । যদিও, বেসরকারি মতে চলতি বছরে ডেঙ্গিতে মৃত্যু এবং আক্রান্তের এই সংখ্যা আরও অনেক বেশি । উত্তর 24 পরগনার হাবড়া, অশোকনগর, গাইঘাটা, বনগাঁ, স্বরূপনগর, বারাসত, ব্যারাকপুর সহ অন্য কয়েকটি স্থানে ডেঙ্গির সব থেকে বেশি প্রকোপ দেখা গিয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দফায় দফায় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । রাজ্যের অন্য স্থানেও ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে।
কিছু দিন আগে বৃষ্টি হয়েছিল । তার জেরেও ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিল চিকিৎসকদের বিভিন্ন মহল । মাঝে মাঝে বৃষ্টি হলেও ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে । নতুন করে কোনও কোনও স্থানে ডেঙ্গির সংক্রমণ দেখা যাচ্ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে শুরু হচ্ছে উৎসবের মরশুম । এই পরিস্থিতি ডেঙ্গির মোকাবেলার বিষয়টি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য পুজোর সময় স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে নজরদারি রাখা হবে বলেও জানা গিয়েছে ।
আগামী 2 অক্টোবর থেকে 15 অক্টোবর সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যভবনে চালু থাকবে এই কন্ট্রোল রুম । যে সব স্বাস্থ্য আধিকারিকের অধীনে নিয়ন্ত্রিত হবে এই কন্ট্রোলরুমের কাজকর্ম, তাও ঠিক করে দেওয়া হয়েছে ।
উৎসবের সময় যাতে কোনও প্রাকৃতিক বিপর্যয় অথবা, জরুরি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়, তার জন্য চালু থাকে এই কন্ট্রোল রুম । স্বাস্থ্যভবনের এই কন্ট্রোলরুম থেকে প্রতিটি জেলায় স্বাস্থ্য দপ্তরের হেড কোয়ার্টারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হয় ।
ডেঙ্গির সাম্প্রতিক পরিস্থিতির বিষয়টি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ডেঙ্গির পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তার জন্যেও এই বছর কাজ করবে কন্ট্রোল রুম ।" এ দিকে, ডেঙ্গির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যের বেশ কয়েকটি স্থানকে গুরুত্ব দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা বলেন, "উত্তর 24 পরগনার হাবড়া, গাইঘাটা, বনগাঁ । নদিয়ার হরিণঘাটা এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ারকে ফোকাসে রাখা হয়েছে ।" একই সঙ্গে তিনি বলেন, "চলতি বছরে ডেঙ্গির পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে ।"