ETV Bharat / city

Khela Hobe New Edition বাইরে থেকে বর্গী এল চটির হাওয়ায় ভেসে গেল, নয়া সংস্করণে খেলা হবে

সামনেই পঞ্চায়েত ভোট। যা মিটলে দেশে চব্বিশের লোকসভা নির্বাচনের দামাম ৷ দেশের মসনদ থেকে বিজেপিকে হটাতে তৃণমূল কংগ্রেসের অস্ত্র এবারও সেই খেলা হবে স্লোগানই ৷ তবে এবার বাংলার সঙ্গে দেশের প্রেক্ষিত নিয়ে লেখা গান বা কবিতার প্রেক্ষিত আলাদা। জাতীয় প্রেক্ষিত নিয়েই খেলা হবে পার্ট টু সামনে আনছেন দেবাংশু (Debangshu Bhattacharya to reveal the new version of Khela Hobe)।

Etv Bharat
খেলা হবের নব সংস্করণ লিখলেন দেবাংশু
author img

By

Published : Aug 30, 2022, 4:13 PM IST

Updated : Aug 30, 2022, 5:20 PM IST

কলকাতা, 30 অগস্ট: ঘরোয়া আলোচনায় অনেক বিজেপি নেতাই বলে থাকেন, একুশের বিধানসভা নির্বাচনে এক স্লোগানেই বাজিমাত করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যে স্লোগান ছিল 'খেলা হবে' (Khela Hobe Slogan)। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই স্লোগানের জনক তিনিই। তবে এই 'খেলা হবে' স্লোগানের উপর সর্বাধিক চর্চিত গান বা কবিতা যাই বলা হোক না কেন, সেটি লিখেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সামনেই পঞ্চায়েত ভোট। এই ভোট মিটলে দেশে চব্বিশের লোকসভা নির্বাচনের দামামা। দেশের মসনদ থেকে বিজেপিকে হটাতে তৃণমূল কংগ্রেসের অস্ত্র এবারও সেই 'খেলা হবে' স্লোগানই ৷ তবে বাংলার সঙ্গে দেশের প্রেক্ষিত নিয়ে লেখা গান তথা কবিতার প্রেক্ষিত আলাদা। জাতীয় প্রেক্ষিত নিয়েই 'খেলা হবে' পার্ট টু সামনে আনছেন দেবাংশু (Debangshu Bhattacharya to reveal the new version of Khela Hobe)।

তাৎপর্যপূর্ণভাবেই নতুন সংস্করণে অনেক কিছুই বদলে যাচ্ছে। মুকুল-শোভন-সব্যসাচীকে নিয়ে মূল কবিতায় যে অংশটি ছিল, সেটি নয়া সংস্করণ থেকে বাদ পড়ছে ৷ কারণ ফুল বদলে এই তিন নেতাই যে এখন বিজেপি থেকে বাইরে। মুকুল রায় এবং সব্যসাচী ইতিমধ্যেই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। আর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় পদ্ম শিবিরের থেকে দূরত্ব তৈরি করে কখনও কালীঘাটে, আবার কখনও নবান্নে ঢুঁ মারছেন ৷ খুব স্বাভাবিকভাবেই তাঁরা 'খেলা হবে'-র নয়া সংস্করণ থেকে বাদ পড়েছেন ৷ তাহলে কী থাকছে নতুন সংস্করণে ?

চব্বিশের লোকসভা নির্বাচনকো সামনে রেখে লেখা এই ভার্সনে থাকছে একুশের সাফল্য। যেভাবে মোদি-শাহ বারংবার এরাজ্যে এসেও তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্তু করতে ব্যর্থ হয়েছিল, সেটাই তুলে ধরা হবে নব সংস্করণে। নয়া সংস্করণে লেখা হচ্ছে, 'বাইরে থেকে বর্গী এল, চটির হাওয়ায় ভেসে গেল। দিল্লি এবার আসছি তবে, বন্ধু আবার খেলা হবে...। লক্ষ্মী মায়ের ভান্ডারেতে । মা কাকিমা উঠল মেতে । কুত্‍সা করে কী আর হবে ? আবার তো সেই খেলাই হবে ! ফন্দি এঁটে কষ্ট দিলে এক পা ভেঙে আটকেছিলে। দুর্গা এবার দিল্লি যাবে । অসুর তোমার খেলা হবে !'

আরও পড়ুন: অমিত শাহকে বাংলা মডেল থেকে শিক্ষা নিয়ে দিল্লিকে নিরাপদ করার পরামর্শ অভিষেকের

খুব তাৎপর্যপূর্ণ নয়া এই সংস্করণ প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের নেতা দেবাংশু বলেছেন, "একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ে লড়াই সবাই দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য লড়াইয়ের আদর্শ। আমার বিশ্বাস এবারের লড়াইয়ে চব্বিশে মোদিকে দিল্লি ছাড়া করবেন তিনি। তাই দিল্লিতেও এবার খেলা হবে।" জানা গিয়েছে, দেবাংশু বাংলাতে এই সংস্করটি লিখলেও আগামিদিনে এর হিন্দি অনুবাদও করা হতে পারে। ফলে এই মুহূর্তে যতই সিবিআই-ইডি সক্রিয় থাকুক। দেড় বছর বাকি থাকতেই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তৃণমূল কংগ্রেস।

কলকাতা, 30 অগস্ট: ঘরোয়া আলোচনায় অনেক বিজেপি নেতাই বলে থাকেন, একুশের বিধানসভা নির্বাচনে এক স্লোগানেই বাজিমাত করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যে স্লোগান ছিল 'খেলা হবে' (Khela Hobe Slogan)। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই স্লোগানের জনক তিনিই। তবে এই 'খেলা হবে' স্লোগানের উপর সর্বাধিক চর্চিত গান বা কবিতা যাই বলা হোক না কেন, সেটি লিখেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সামনেই পঞ্চায়েত ভোট। এই ভোট মিটলে দেশে চব্বিশের লোকসভা নির্বাচনের দামামা। দেশের মসনদ থেকে বিজেপিকে হটাতে তৃণমূল কংগ্রেসের অস্ত্র এবারও সেই 'খেলা হবে' স্লোগানই ৷ তবে বাংলার সঙ্গে দেশের প্রেক্ষিত নিয়ে লেখা গান তথা কবিতার প্রেক্ষিত আলাদা। জাতীয় প্রেক্ষিত নিয়েই 'খেলা হবে' পার্ট টু সামনে আনছেন দেবাংশু (Debangshu Bhattacharya to reveal the new version of Khela Hobe)।

তাৎপর্যপূর্ণভাবেই নতুন সংস্করণে অনেক কিছুই বদলে যাচ্ছে। মুকুল-শোভন-সব্যসাচীকে নিয়ে মূল কবিতায় যে অংশটি ছিল, সেটি নয়া সংস্করণ থেকে বাদ পড়ছে ৷ কারণ ফুল বদলে এই তিন নেতাই যে এখন বিজেপি থেকে বাইরে। মুকুল রায় এবং সব্যসাচী ইতিমধ্যেই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। আর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় পদ্ম শিবিরের থেকে দূরত্ব তৈরি করে কখনও কালীঘাটে, আবার কখনও নবান্নে ঢুঁ মারছেন ৷ খুব স্বাভাবিকভাবেই তাঁরা 'খেলা হবে'-র নয়া সংস্করণ থেকে বাদ পড়েছেন ৷ তাহলে কী থাকছে নতুন সংস্করণে ?

চব্বিশের লোকসভা নির্বাচনকো সামনে রেখে লেখা এই ভার্সনে থাকছে একুশের সাফল্য। যেভাবে মোদি-শাহ বারংবার এরাজ্যে এসেও তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্তু করতে ব্যর্থ হয়েছিল, সেটাই তুলে ধরা হবে নব সংস্করণে। নয়া সংস্করণে লেখা হচ্ছে, 'বাইরে থেকে বর্গী এল, চটির হাওয়ায় ভেসে গেল। দিল্লি এবার আসছি তবে, বন্ধু আবার খেলা হবে...। লক্ষ্মী মায়ের ভান্ডারেতে । মা কাকিমা উঠল মেতে । কুত্‍সা করে কী আর হবে ? আবার তো সেই খেলাই হবে ! ফন্দি এঁটে কষ্ট দিলে এক পা ভেঙে আটকেছিলে। দুর্গা এবার দিল্লি যাবে । অসুর তোমার খেলা হবে !'

আরও পড়ুন: অমিত শাহকে বাংলা মডেল থেকে শিক্ষা নিয়ে দিল্লিকে নিরাপদ করার পরামর্শ অভিষেকের

খুব তাৎপর্যপূর্ণ নয়া এই সংস্করণ প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের নেতা দেবাংশু বলেছেন, "একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ে লড়াই সবাই দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য লড়াইয়ের আদর্শ। আমার বিশ্বাস এবারের লড়াইয়ে চব্বিশে মোদিকে দিল্লি ছাড়া করবেন তিনি। তাই দিল্লিতেও এবার খেলা হবে।" জানা গিয়েছে, দেবাংশু বাংলাতে এই সংস্করটি লিখলেও আগামিদিনে এর হিন্দি অনুবাদও করা হতে পারে। ফলে এই মুহূর্তে যতই সিবিআই-ইডি সক্রিয় থাকুক। দেড় বছর বাকি থাকতেই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তৃণমূল কংগ্রেস।

Last Updated : Aug 30, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.