কলকাতা, 14 জুলাই: আলিপুরের শিল্পপতির মেয়ে রসিকা জৈনের (Rasika Jain Death Case) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর অবশেষে গ্রেফতার হলেন স্বামী । তাঁকে গ্রেফতার করলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা (Damayanti Sen led SIT)।
গতকালই রসিকা জৈনের স্বামী তুষার জৈন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নিজের আগাম জামিনের জন্য আবেদন জানান । কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় । এরপরেই আলিপুর থেকে গ্রেফতার করা হয় তুষার জৈনকে (Tushar Jain arrested)।
দেড় বছর আগে শিল্পপতির মেয়ে রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে । পরিবারে তরফ থেকে দাবি করা হয় স্বামীর অত্যাচার এবং মানসিক ও শারীরিক নির্যাতনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে । এর পরেই আলিপুর থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের হয় ৷ পরে হাইকোর্টেও মামলা করা হয় বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার দেওয়া হল দময়ন্তী সেনকে
এরপর হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল দময়ন্তী সেনের নেতৃত্বে রাজ্য পুলিশের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠিত হয় । সেই সিটের তদন্তকারী আধিকারিকরা গতকাল রাতে আলিপুর থানা এলাকার ডিএল খান রোডে তুষার জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ৷ তখনই তাঁকে গ্রেফতার করেন রাজ্য পুলিশের সিটের সদস্যরা ।
গত বছরের ফেব্রুয়ারি মাসে আলিপুরের রসিকা জৈনের শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয় । প্রথম থেকেই রসিকার বাপের বাড়ির সদস্যরা অভিযোগ করে আসছিলেন যে, তার শ্বশুরবাড়ির সদস্যরা এবং তাঁর স্বামী তাঁকে মানসিক এবং শারীরিক অত্যাচার করতেন, তার ফলেই রসিকার মৃত্যু হয়েছে । কিন্তু শ্বশুরবাড়ির তরফে স্পষ্টভাবে দাবি করা হচ্ছিল যে রসিকা আত্মহত্যা করেছেন । এরপরেই গোটা ঘটনাটি কলকাতা হাইকোর্টের নজরে আনা হয় ।