ETV Bharat / city

Rasika Jain Death Case: রসিকার মৃত্যুর দেড় বছর পর স্বামী তুষারকে গ্রেফতার করল সিট

মৃত্যুর দেড় বছর পর রসিকা জৈনের (Rasika Jain Death Case) স্বামীকে গ্রেফতার করলেন দময়ন্তী সেনের নেতৃত্বাধীন সিটের সদস্যরা (Damayanti Sen led SIT)৷ আলিপুর থেকে গ্রেফতার করা হয়েছে তুষার জৈনকে (Tushar Jain arrested)।

Damayanti Sen led SIT arrests husband Tushar Jain in Rasika Jain Death Case
মৃত্যুর দেড় বছর পর রসিকার স্বামীকে গ্রেফতার করল সিট
author img

By

Published : Jul 14, 2022, 11:03 AM IST

কলকাতা, 14 জুলাই: আলিপুরের শিল্পপতির মেয়ে রসিকা জৈনের (Rasika Jain Death Case) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর অবশেষে গ্রেফতার হলেন স্বামী । তাঁকে গ্রেফতার করলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা (Damayanti Sen led SIT)।

গতকালই রসিকা জৈনের স্বামী তুষার জৈন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নিজের আগাম জামিনের জন্য আবেদন জানান । কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় । এরপরেই আলিপুর থেকে গ্রেফতার করা হয় তুষার জৈনকে (Tushar Jain arrested)।

দেড় বছর আগে শিল্পপতির মেয়ে রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে । পরিবারে তরফ থেকে দাবি করা হয় স্বামীর অত্যাচার এবং মানসিক ও শারীরিক নির্যাতনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে । এর পরেই আলিপুর থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের হয় ৷ পরে হাইকোর্টেও মামলা করা হয় বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার দেওয়া হল দময়ন্তী সেনকে

এরপর হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল দময়ন্তী সেনের নেতৃত্বে রাজ্য পুলিশের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠিত হয় । সেই সিটের তদন্তকারী আধিকারিকরা গতকাল রাতে আলিপুর থানা এলাকার ডিএল খান রোডে তুষার জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ৷ তখনই তাঁকে গ্রেফতার করেন রাজ্য পুলিশের সিটের সদস্যরা ।

গত বছরের ফেব্রুয়ারি মাসে আলিপুরের রসিকা জৈনের শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয় । প্রথম থেকেই রসিকার বাপের বাড়ির সদস্যরা অভিযোগ করে আসছিলেন যে, তার শ্বশুরবাড়ির সদস্যরা এবং তাঁর স্বামী তাঁকে মানসিক এবং শারীরিক অত্যাচার করতেন, তার ফলেই রসিকার মৃত্যু হয়েছে । কিন্তু শ্বশুরবাড়ির তরফে স্পষ্টভাবে দাবি করা হচ্ছিল যে রসিকা আত্মহত্যা করেছেন । এরপরেই গোটা ঘটনাটি কলকাতা হাইকোর্টের নজরে আনা হয় ।

কলকাতা, 14 জুলাই: আলিপুরের শিল্পপতির মেয়ে রসিকা জৈনের (Rasika Jain Death Case) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর অবশেষে গ্রেফতার হলেন স্বামী । তাঁকে গ্রেফতার করলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা (Damayanti Sen led SIT)।

গতকালই রসিকা জৈনের স্বামী তুষার জৈন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নিজের আগাম জামিনের জন্য আবেদন জানান । কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় । এরপরেই আলিপুর থেকে গ্রেফতার করা হয় তুষার জৈনকে (Tushar Jain arrested)।

দেড় বছর আগে শিল্পপতির মেয়ে রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে । পরিবারে তরফ থেকে দাবি করা হয় স্বামীর অত্যাচার এবং মানসিক ও শারীরিক নির্যাতনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে । এর পরেই আলিপুর থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের হয় ৷ পরে হাইকোর্টেও মামলা করা হয় বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার দেওয়া হল দময়ন্তী সেনকে

এরপর হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল দময়ন্তী সেনের নেতৃত্বে রাজ্য পুলিশের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠিত হয় । সেই সিটের তদন্তকারী আধিকারিকরা গতকাল রাতে আলিপুর থানা এলাকার ডিএল খান রোডে তুষার জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ৷ তখনই তাঁকে গ্রেফতার করেন রাজ্য পুলিশের সিটের সদস্যরা ।

গত বছরের ফেব্রুয়ারি মাসে আলিপুরের রসিকা জৈনের শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয় । প্রথম থেকেই রসিকার বাপের বাড়ির সদস্যরা অভিযোগ করে আসছিলেন যে, তার শ্বশুরবাড়ির সদস্যরা এবং তাঁর স্বামী তাঁকে মানসিক এবং শারীরিক অত্যাচার করতেন, তার ফলেই রসিকার মৃত্যু হয়েছে । কিন্তু শ্বশুরবাড়ির তরফে স্পষ্টভাবে দাবি করা হচ্ছিল যে রসিকা আত্মহত্যা করেছেন । এরপরেই গোটা ঘটনাটি কলকাতা হাইকোর্টের নজরে আনা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.