ETV Bharat / city

Dalian Metro Rail Rake : দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু হল চিনা রেকের ভাগ্য পরীক্ষা

author img

By

Published : Apr 29, 2022, 10:54 AM IST

চিনের ডালিয়ান শহর থেকে অত্যাধুনিক মেট্রো রেক এসেছিল শহরে ৷ লকডাউন পর্বে তাতে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে ৷ পরে পরীক্ষা বন্ধ করে দেওয়া ৷ আবারও সেই মেট্রো রেকের পরীক্ষা চালানো হচ্ছে কলকাতায় (Dalian Metro Rail Rake) ৷

Kolkata Metro News
কলকাতা মেট্রো রেল

কলকাতা, 29 এপ্রিল : গ্লোবাল টেন্ডারের মাধ্যমে 2019 সালে চিনের ডালিয়ান শহর থেকে জাহাজে করে কলকাতায় আসে একটি প্রোটোটাইপ রেক । 2020 সালে লকডাউন শুরুর সময় সেই রেকটিকে পরীক্ষামূলক ভাবে চালানো হয় । তবে বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাতে । কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা অসম্পূর্ণ রেখে চিনা সংস্থার আধিকারিকেরা দেশে ফিরে যান । এরপর একটা দীর্ঘ সময় কেটে গিয়েছে । রেকটির পরীক্ষা বা ট্রায়াল রান করা হয়নি । এর ফলে প্রোটোটাইপ রেকটিতে আর কী কী সংস্কার করার বা যোগ করার প্রয়োজন, তাও জানা যায়নি (Dalian Metro Rail Rake testing starts in Kolkata) ।

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন-এর (Research Design and Standards Organization, RDSO) আধিকারিকরা, মেট্রোরেলের আধিকারিক এবং চিনা সংস্থার আধিকারিকেরা বর্তমানে শহরে । ফের শুরু হয়েছে প্রোটোটাইপ রেকটির পরীক্ষা-নিরীক্ষা । মেট্রোর যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরে রাতের দিকে নিয়মিত চলছে পরীক্ষামূলক দৌড় । ধাপে ধাপে শুরু হবে অসিলিয়েশন (oscillation test) পরীক্ষাও । এছাড়া যাত্রী স্বচ্ছন্দ ও সুরক্ষার দিকগুলোও খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে আরডিএসও-তে । এরপর চূড়ান্ত ছাড়পত্র মিললে দেশে আনা হবে বাকি 13টি ডালিয়ান রেক ।

চিন থেকে আসা মেট্রো রেক নিয়ে জানালেন কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ

আরও পড়ুন : Kolkata Metro Rail : এবার মেট্রোর প্ল্যাটফর্মের দেওয়ালেও পড়বে বিজ্ঞাপন

কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ বলেন, "ডালিয়ান থেকে কলকাতা মেট্রোয় 14টি রেক আসার কথা ছিল । তার মধ্যে একটি প্রোটোটাইপ রেকের আবার পরীক্ষা শুরু হয়েছে । তবে এতে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছিল । আবারও আরডিএসও রেকটির পরীক্ষা চালাচ্ছে । তাই সব পরীক্ষায় পাশ করলে তবেই বাকি রেকগুলি রাজ্যে আসবে ৷ কারণ আমাদের কাছে যাত্রী সুরক্ষাই হল সর্ব প্রথম ।"

কলকাতা মেট্রো রেলের নন-এসি রেকগুলি বাতিল করে তার পরিবর্তে ঝাঁ চকচকে অত্যাধুনিক ডালিয়ান রেকের অর্ডার দেওয়া হয় । 2015 সালে মেট্রো রেল চিনের ডালিয়ানে অবস্থিত সিআরসিসি (CRRC) সংস্থাকে 14 টি রেকের অর্ডার দেয় । এই রেকগুলির সবক'টাই 8 কোচের । এর মধ্যে 2019 সালে একটি রেক আসে । দিনে দিনে যাত্রী সংখ্যা বাড়লেও আপাতত চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি-র (Integral Coach Factory, ICF) নির্মিত মেধা রেকই কলকাতা মেট্রোর ভরসা ।

কলকাতা, 29 এপ্রিল : গ্লোবাল টেন্ডারের মাধ্যমে 2019 সালে চিনের ডালিয়ান শহর থেকে জাহাজে করে কলকাতায় আসে একটি প্রোটোটাইপ রেক । 2020 সালে লকডাউন শুরুর সময় সেই রেকটিকে পরীক্ষামূলক ভাবে চালানো হয় । তবে বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাতে । কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা অসম্পূর্ণ রেখে চিনা সংস্থার আধিকারিকেরা দেশে ফিরে যান । এরপর একটা দীর্ঘ সময় কেটে গিয়েছে । রেকটির পরীক্ষা বা ট্রায়াল রান করা হয়নি । এর ফলে প্রোটোটাইপ রেকটিতে আর কী কী সংস্কার করার বা যোগ করার প্রয়োজন, তাও জানা যায়নি (Dalian Metro Rail Rake testing starts in Kolkata) ।

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন-এর (Research Design and Standards Organization, RDSO) আধিকারিকরা, মেট্রোরেলের আধিকারিক এবং চিনা সংস্থার আধিকারিকেরা বর্তমানে শহরে । ফের শুরু হয়েছে প্রোটোটাইপ রেকটির পরীক্ষা-নিরীক্ষা । মেট্রোর যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরে রাতের দিকে নিয়মিত চলছে পরীক্ষামূলক দৌড় । ধাপে ধাপে শুরু হবে অসিলিয়েশন (oscillation test) পরীক্ষাও । এছাড়া যাত্রী স্বচ্ছন্দ ও সুরক্ষার দিকগুলোও খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে আরডিএসও-তে । এরপর চূড়ান্ত ছাড়পত্র মিললে দেশে আনা হবে বাকি 13টি ডালিয়ান রেক ।

চিন থেকে আসা মেট্রো রেক নিয়ে জানালেন কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ

আরও পড়ুন : Kolkata Metro Rail : এবার মেট্রোর প্ল্যাটফর্মের দেওয়ালেও পড়বে বিজ্ঞাপন

কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ বলেন, "ডালিয়ান থেকে কলকাতা মেট্রোয় 14টি রেক আসার কথা ছিল । তার মধ্যে একটি প্রোটোটাইপ রেকের আবার পরীক্ষা শুরু হয়েছে । তবে এতে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছিল । আবারও আরডিএসও রেকটির পরীক্ষা চালাচ্ছে । তাই সব পরীক্ষায় পাশ করলে তবেই বাকি রেকগুলি রাজ্যে আসবে ৷ কারণ আমাদের কাছে যাত্রী সুরক্ষাই হল সর্ব প্রথম ।"

কলকাতা মেট্রো রেলের নন-এসি রেকগুলি বাতিল করে তার পরিবর্তে ঝাঁ চকচকে অত্যাধুনিক ডালিয়ান রেকের অর্ডার দেওয়া হয় । 2015 সালে মেট্রো রেল চিনের ডালিয়ানে অবস্থিত সিআরসিসি (CRRC) সংস্থাকে 14 টি রেকের অর্ডার দেয় । এই রেকগুলির সবক'টাই 8 কোচের । এর মধ্যে 2019 সালে একটি রেক আসে । দিনে দিনে যাত্রী সংখ্যা বাড়লেও আপাতত চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি-র (Integral Coach Factory, ICF) নির্মিত মেধা রেকই কলকাতা মেট্রোর ভরসা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.