কলকাতা, 7 নভেম্বর : আসছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আজ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে । ঘূর্ণিঝড়টি আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় বুলবুলে পরিণত হবে । এই মুহূর্তে পূর্ব, মধ্য ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি । ঘূর্ণিঝড় বুলবুলের অভিমুখ রয়েছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিমবাংলা ও বাংলাদেশ উপকূল বরাবর। বুলবুলের প্রভাব আজ থেকে শুরু হলেও আগামী কয়েকদিন এর রেশ থাকবে ৷ 11 তারিখ পর্যন্ত রাজ্যে বুলবুলের প্রভাব থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর ।
আগামী দিনগুলিতে বুলবুল শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ৷ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের সর্বোচ্চ গতি 115 থেকে 125 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে ৷ 24 ঘণ্টা পর থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুলুবুল ৷ আগামী তিন দিন ঘূর্ণিঝড় বুলবুলের দাপট আরও বাড়বে ৷
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । বাকি জেলাগুলিতেও চলবে মাঝারি বৃষ্টি ৷ হাওড়া, হুগলি ও কলকাতাতেও বুলবুলের দাপটে বৃষ্টির পরিমাণ থাকবে বেশি । মৎস্যজীবীদের জন্যও সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজকে গভীর সমুদ্র থেকে সমস্ত মৎস্যজীবীদের ফেরত আসতে নির্দেশ দেওয়া হয়েছে । আগামী 11 তারিখ পর্যন্ত চলবে বুলবুলের দাপট ৷ এই চার দিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর ।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থাকবে কলকাতাতেও ৷ আজ দুপুর থেকেই কলকাতার আকাশ মেঘলা হতে শুরু করবে । এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।