ETV Bharat / city

East-West Metro : মার্চেই মেট্রো ছুটতে পারে শিয়ালদা পর্যন্ত, চূড়ান্ত পরিদর্শনে আসছেন সিআরএস আধিকারিকরা - চূড়ান্ত পরিদর্শনে আসছেন সিআরএস আধিকারিকেরা

সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত ইতিমধ্যে শুরু হয়েছে পরিষেবা । মার্চেই ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে মেট্রো, এমনটাই খবর মেট্রো রেল সূত্রে ৷ সেই লক্ষ্যেই 15 তারিখে চূড়ান্ত পরিদর্শনে আসবেন আধিকারিকরা (CRS to inspect Sealdah Metro Station) ।

Sealdah metro News
মার্চেই মেট্রো ছুটবে শিয়ালদা পর্যন্ত
author img

By

Published : Feb 19, 2022, 9:54 AM IST

Updated : Feb 19, 2022, 11:24 AM IST

শিয়ালদা, 19 ফেব্রুয়ারি : সমস্তকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 মার্চ শিয়ালদা মেট্রো স্টেশনের পরিদর্শনে আসতে পারে রেলওয়ে সেফটি কমিশন । মেট্রো রেল সূত্রে খবর, আজই এসে পৌঁছেছে রেলওয়ে সেফটি কমিশন (Commission of Railway Safety) কর্তৃপক্ষের চিঠি । সেই চিঠি অনুযায়ী, আগামী মাসের 15 তারিখেই চূড়ান্ত পরিদর্শনে আসবেন তাদের আধিকারিকরা (CRS to inspect Sealdah Metro Station) ।

যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা । পাশপাশি যাত্রী স্বাচ্ছন্দের বিভিন্ন বিষয়, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, ইলেকট্রিকাল ও সিগন্যালিং ব্যবস্থার বিষয়গুলি এবং এখনও পর্যন্ত যা যা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে । তাঁদের রিপোর্টের ওপরেই নির্ভর করবে, কত দ্রুত যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে শিয়ালদা মেট্রো স্টেশন ।

সম্প্রতি কসবা পরিবহন ভবনে শহরের মেট্রো সম্প্রসারণের প্রকল্পগুলি নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম । সেই বৈঠকে শহরের মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি, সমস্যা-সহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (Kolkata Metro Rail Corporation) আধিকারিকরাও । সেই বৈঠকেই মন্ত্রী জানিয়েছিলেন, শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চে চালু হতে পারে ।

আরও পড়ুন : জোকা-বিবাদী বাগ মেট্রো রেলে সবুজ সঙ্কেত সেনার, শীঘ্রই শুরু হবে কাজ

সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত ইতিমধ্যে শুরু হয়েছে পরিষেবা । সল্টলেক সেক্টর ফাইভ-এর পরে প্রথম ভূগর্ভস্থ স্টেশন হল ফুলবাগান ।

শিয়ালদা, 19 ফেব্রুয়ারি : সমস্তকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 মার্চ শিয়ালদা মেট্রো স্টেশনের পরিদর্শনে আসতে পারে রেলওয়ে সেফটি কমিশন । মেট্রো রেল সূত্রে খবর, আজই এসে পৌঁছেছে রেলওয়ে সেফটি কমিশন (Commission of Railway Safety) কর্তৃপক্ষের চিঠি । সেই চিঠি অনুযায়ী, আগামী মাসের 15 তারিখেই চূড়ান্ত পরিদর্শনে আসবেন তাদের আধিকারিকরা (CRS to inspect Sealdah Metro Station) ।

যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা । পাশপাশি যাত্রী স্বাচ্ছন্দের বিভিন্ন বিষয়, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, ইলেকট্রিকাল ও সিগন্যালিং ব্যবস্থার বিষয়গুলি এবং এখনও পর্যন্ত যা যা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে । তাঁদের রিপোর্টের ওপরেই নির্ভর করবে, কত দ্রুত যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে শিয়ালদা মেট্রো স্টেশন ।

সম্প্রতি কসবা পরিবহন ভবনে শহরের মেট্রো সম্প্রসারণের প্রকল্পগুলি নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম । সেই বৈঠকে শহরের মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি, সমস্যা-সহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (Kolkata Metro Rail Corporation) আধিকারিকরাও । সেই বৈঠকেই মন্ত্রী জানিয়েছিলেন, শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চে চালু হতে পারে ।

আরও পড়ুন : জোকা-বিবাদী বাগ মেট্রো রেলে সবুজ সঙ্কেত সেনার, শীঘ্রই শুরু হবে কাজ

সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত ইতিমধ্যে শুরু হয়েছে পরিষেবা । সল্টলেক সেক্টর ফাইভ-এর পরে প্রথম ভূগর্ভস্থ স্টেশন হল ফুলবাগান ।

Last Updated : Feb 19, 2022, 11:24 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.