ETV Bharat / city

President Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে দলবদলুদের হাত ধরে কি ক্রশভোটিং নিশ্চিত বাংলায় ?

শাসক থেকে বিরোধী রাষ্ট্রপতি নির্বাচনে দলবদলুদের (Cross voting in President Election 2022) হাত ধরে কি ক্রশভোটিং নিশ্চিত বাংলায় (President Election 2022) ৷

Cross voting in President Election 2022 speculated in Bengal
রাষ্ট্রপতি নির্বাচনে বলবদলুদের হাত ধরে কি ক্রশভোটিং নিশ্চিত বাংলায় ?
author img

By

Published : Jul 15, 2022, 10:12 AM IST

Updated : Jul 15, 2022, 10:25 AM IST

কলকাতা, 15 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022) নিয়ে ইতিমধ্যেই পরস্পরের বিরুদ্ধে ক্রস ভোটিং-এর অভিযোগ তুলেছে শাসক থেকে বিরোধী দল দুই পক্ষই । আর এর মধ্যেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দলবদলুদের অবস্থান (Cross voting in President Election 2022)।

রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিধায়ক সংখ্যা 77 থাকলেও এই মুহূর্তে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে 70-এ । প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু সব বিজেপি বিধায়কদের ভোট পাবেন তো ! একই ভাবে প্রশ্ন রয়েছে উল্টো দিকেও ৷ তৃণমূলের টিকিটে জিতলেও অধিকারী পরিবারের দুই সদস্যের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে । বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যা খবর, দলের অন্যান্য সাংসদদের মতো এই দুই সাংসদও রাজ্য বিধানসভায় ভোটদান করবেন না (Droupadi Murmu)।

আগামী সোমবার থেকেই লোকসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন । ওইদিনই রাষ্ট্রপতি নির্বাচনও রয়েছে । এখনও পর্যন্ত যা খবর, অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী ভোট দবেন দিল্লিতে । সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা অর্জুন সিং আবার রাজ্য বিধানসভাতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন । এই সাংসদেরা কাকে ভোট দেবেন তা নিয়ে অবশ্যই বিতর্কের অবকাশ রয়েছে । রাষ্ট্রপতি নির্বাচনে যেহেতু কোনও হুইপ জারি করা যায় না, তাই যে কোনও সাংসদ বা বিধায়ক দলের প্রার্থীকে ভোট না দিলেও কোনও পদক্ষেপ করতে পারবে না কোনও পক্ষই ।

আরও পড়ুন: ধনকড়ের উপস্থিতিতেই মমতা-হিমন্ত বৈঠক, 'বিজেমূল' ইস্যুতে সরব বিরোধীরা

আর এ সবের মধ্যেই বাড়ছে অবিশ্বাসের আবহ । যদিও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, "আমাদের সমস্ত তৃণমূল প্রার্থী যশবন্ত সিনহাকেই ভোট দেবেন ।" বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মনে করছেন, তৃণমূলের অনেক সদস্যই দ্রৌপদী মর্মুকে ভোট দেবেন । প্রশ্নটা এখানেই ৷ তৃণমূল অথবা বিরোধী দুই পক্ষের এমন একাধিক সদস্য রয়েছেন যাঁরা সেই দলে থেকেও নেই । আর সেখান থেকেই বাড়ছে ক্রশভোটিং-এর আশঙ্কা ।

কলকাতা, 15 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022) নিয়ে ইতিমধ্যেই পরস্পরের বিরুদ্ধে ক্রস ভোটিং-এর অভিযোগ তুলেছে শাসক থেকে বিরোধী দল দুই পক্ষই । আর এর মধ্যেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দলবদলুদের অবস্থান (Cross voting in President Election 2022)।

রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিধায়ক সংখ্যা 77 থাকলেও এই মুহূর্তে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে 70-এ । প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু সব বিজেপি বিধায়কদের ভোট পাবেন তো ! একই ভাবে প্রশ্ন রয়েছে উল্টো দিকেও ৷ তৃণমূলের টিকিটে জিতলেও অধিকারী পরিবারের দুই সদস্যের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে । বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যা খবর, দলের অন্যান্য সাংসদদের মতো এই দুই সাংসদও রাজ্য বিধানসভায় ভোটদান করবেন না (Droupadi Murmu)।

আগামী সোমবার থেকেই লোকসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন । ওইদিনই রাষ্ট্রপতি নির্বাচনও রয়েছে । এখনও পর্যন্ত যা খবর, অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী ভোট দবেন দিল্লিতে । সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা অর্জুন সিং আবার রাজ্য বিধানসভাতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন । এই সাংসদেরা কাকে ভোট দেবেন তা নিয়ে অবশ্যই বিতর্কের অবকাশ রয়েছে । রাষ্ট্রপতি নির্বাচনে যেহেতু কোনও হুইপ জারি করা যায় না, তাই যে কোনও সাংসদ বা বিধায়ক দলের প্রার্থীকে ভোট না দিলেও কোনও পদক্ষেপ করতে পারবে না কোনও পক্ষই ।

আরও পড়ুন: ধনকড়ের উপস্থিতিতেই মমতা-হিমন্ত বৈঠক, 'বিজেমূল' ইস্যুতে সরব বিরোধীরা

আর এ সবের মধ্যেই বাড়ছে অবিশ্বাসের আবহ । যদিও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, "আমাদের সমস্ত তৃণমূল প্রার্থী যশবন্ত সিনহাকেই ভোট দেবেন ।" বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মনে করছেন, তৃণমূলের অনেক সদস্যই দ্রৌপদী মর্মুকে ভোট দেবেন । প্রশ্নটা এখানেই ৷ তৃণমূল অথবা বিরোধী দুই পক্ষের এমন একাধিক সদস্য রয়েছেন যাঁরা সেই দলে থেকেও নেই । আর সেখান থেকেই বাড়ছে ক্রশভোটিং-এর আশঙ্কা ।

Last Updated : Jul 15, 2022, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.