কলকাতা, 6 মে : কেন্দ্রের নির্দেশিকার পরও শুরু হয়নি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক পণ্য পরিবহন । রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে রয়েছে বহু ট্রাক । এবার এই নিয়ে ক্ষোভপ্রকাশ করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা । শুধুমাত্র ভারত-বাংলাদেশ সীমান্তই নয়, নেপাল ও ভুটান সীমান্তেও আটকে রয়েছে বহু পণ্যবাহী ট্রাক । রাজ্যকে চিঠি দিয়ে এমনই জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ।
রাজীব সিনহাকে পাঠানো ওই চিঠিতে অজয় ভাল্লা বলেছেন, রাজ্য সংলগ্ন বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্ত থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের কাছে । অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই বাংলাদেশগামী একাধিক ট্রাক এখনও আটকে রয়েছে রাজ্যের সীমান্ত এলাকায় । বাংলাদেশগামী ওই ট্রাকগুলিকে সীমান্ত পেরনোর অনুমতি দেওয়া হচ্ছে না রাজ্যের তরফে ।
চিঠির তৃতীয় অনুচ্ছেদে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে কড়া বার্তা দেওয়া হয়েছে । কেন্দ্রের নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তির আওতাধীন অন্তর্দেশীয় পণ্য পরিবহনে কোনওরকম বাধা দিতে পারবে না কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ।
চিঠিতে আরও বলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন, 2005-এর আওতায় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশ যদি রাজ্য অমান্য করে, তবে তা সংবিধানের 253 নং, 256 নং ও 257 নং ধারাকে লঙ্ঘন করবে। পাশাপাশি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যও রাজীব সিনহাকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব । আজকের মধ্যেই এই বিষয়ে রিপোর্ট পাঠানোর জন্যও রাজ্যকে কড়া ভাষায় জানানো হয়েছে ওই চিঠিতে ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার পরেই রাজ্যের তরফে জবাব দেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায় । বলেন, "সমস্ত দিক বিবেচনা করে ব্যবস্থা সিদ্ধান্ত নেওয়া হবে । বেশ কিছু এমন বিষয় রয়েছে যেগুলির দিকে নজর দিতে হবে ।"