ETV Bharat / city

Fake Signature of Ministers: একাধিক মন্ত্রীর সই জাল করে কোটি টাকার প্ৰতারণা ! গ্রেফতার মহিলা

author img

By

Published : Jul 11, 2022, 10:21 PM IST

সরকারি কোটায় খাস কলকাতায় ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সই জাল করে তাঁদের নামে বিশেষ লেটার প্যাড বানিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে (Fake Signature of Ministers) ।

crores of rupees Fraud with fake signature of several ministers
Fake Signature of Ministers

কলকাতা, 11 জুন: এবার কলকাতার বুকে একাধিক প্রভাবশালী নেতা-নেত্রীদের নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠল । নির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । গতকাল টালিগঞ্জ থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে । ধৃতের নাম মৌ গুহ নস্কর । মোট এক কোটি 10 লক্ষ টাকার প্রতারণা অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে (Crores of rupees Fraud with fake signature of several ministers)।

মহিলা দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা । তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের আপ্ত সহায়ক বলে নিজেকে জাহির করতেন তিনি । এলাকার বেশ কিছু লোককে বাড়তি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের থেকে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে । এছাড়াও সরকারি কোটায় খাস কলকাতায় ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সই জাল করে তাঁদের নামে বিশেষ লেটার প্যাড বানিয়ে প্রতারণা করত বলেও অভিযোগ ।

এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি । ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নকল লেটার প্যাডে আমার সই রয়েছে । সেইগুলি সত্যিই আমার সই কি না, তা জানতেই পুলিশের সঙ্গে কথা বলেছি ।" মোট আট জন শহরের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করে এই নিয়ে । তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ ৷ এর পরেই হাতেনাতে মৌ গুহ নস্করকে গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ধৃত হাফিজুলের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি, তদন্তে লালবাজারের সিট

অভিযোগ ধৃত মহিলা এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন পরিচিতদের বলত তিনি একাধিক প্রভাবশালী সংস্পর্শে থাকেন এবং নিজেও দেবাশিস কুমারের আপ্ত সহায়ক ৷ ফলে সরকারি কোটায় তিনি তাদের কলকাতার বুকে একাধিক ফ্ল্যাট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ৷ কিন্তু তার জন্য দিতে হবে টাকা । তারপর সেই টাকা আত্মসাৎ করতে থাকে মৌ গুহ নস্কর । কিন্তু মহিলা এই ঘটনার নেপথ্যে একাই রয়েছেন, নাকি তার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে, সেই বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি ।

কলকাতা, 11 জুন: এবার কলকাতার বুকে একাধিক প্রভাবশালী নেতা-নেত্রীদের নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠল । নির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । গতকাল টালিগঞ্জ থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে । ধৃতের নাম মৌ গুহ নস্কর । মোট এক কোটি 10 লক্ষ টাকার প্রতারণা অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে (Crores of rupees Fraud with fake signature of several ministers)।

মহিলা দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা । তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের আপ্ত সহায়ক বলে নিজেকে জাহির করতেন তিনি । এলাকার বেশ কিছু লোককে বাড়তি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের থেকে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে । এছাড়াও সরকারি কোটায় খাস কলকাতায় ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সই জাল করে তাঁদের নামে বিশেষ লেটার প্যাড বানিয়ে প্রতারণা করত বলেও অভিযোগ ।

এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি । ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নকল লেটার প্যাডে আমার সই রয়েছে । সেইগুলি সত্যিই আমার সই কি না, তা জানতেই পুলিশের সঙ্গে কথা বলেছি ।" মোট আট জন শহরের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করে এই নিয়ে । তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ ৷ এর পরেই হাতেনাতে মৌ গুহ নস্করকে গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ধৃত হাফিজুলের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি, তদন্তে লালবাজারের সিট

অভিযোগ ধৃত মহিলা এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন পরিচিতদের বলত তিনি একাধিক প্রভাবশালী সংস্পর্শে থাকেন এবং নিজেও দেবাশিস কুমারের আপ্ত সহায়ক ৷ ফলে সরকারি কোটায় তিনি তাদের কলকাতার বুকে একাধিক ফ্ল্যাট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ৷ কিন্তু তার জন্য দিতে হবে টাকা । তারপর সেই টাকা আত্মসাৎ করতে থাকে মৌ গুহ নস্কর । কিন্তু মহিলা এই ঘটনার নেপথ্যে একাই রয়েছেন, নাকি তার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে, সেই বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.