কলকাতা, 9 এপ্রিল : কোভিড-19 এর চিকিৎসার জন্য রেমডিসিভির ওষুধের সংকট চলছে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে । এই সংকট দূর না হলে নতুন করে কোভিড-19 রোগীদের ভর্তি না নেওয়া হতে পারে । 9 এপ্রিল, শুক্রবার এমনই আশঙ্কার কথা জানানো হল বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া-র তরফে ।
কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ-এর জেরে এ রাজ্যেও সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে । বেড়েছে মৃত্যুর সংখ্যা । বিভিন্ন হাসপাতালে ভর্তি কোভিড-19 রোগীদের সংখ্যাও বাড়ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে কোভিড-19 এর চিকিৎসার ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে । শুক্রবার, 9 এপ্রিল বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া-র প্রেসিডেন্ট রূপক বড়ুয়া বলেন, "গত কয়েকদিন ধরে কলকাতার প্রায় সব বেসরকারি হাসপাতালে রেমডিসিভির ওষুধের সরবরাহে সংকট দেখা দিয়েছে । এই হাসপাতালগুলিতে এই ওষুধ যাঁরা সরবরাহ করেন, তাঁদের অধিকাংশের কাছে এই ওষুধ নেই । এমনকী, ওষুধ প্রস্তুতকারী বিভিন্ন সংস্থার তরফেও অবিচ্ছিন্নভাবে এই ওষুধের সরবরাহের বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ।" রূপক বড়ুয়া বলেন, "এই ধরনের পরিস্থিতির কারণে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, রেমডিসিভির ওষুধের সরবরাহ নিয়মিত না হওয়া পর্যন্ত আর কোনও কোভিড-19 রোগীকে ভর্তি নেওয়া উচিত নয় ।"
আরও পড়ুন : সঙ্গে করোনা রোগী, অ্যাম্বুল্যান্স থামিয়ে মাস্ক খুলে জুস খাচ্ছেন স্বাস্থ্যকর্মী
বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের তরফে জানানো হয়েছে, রেমডিসিভির ওষুধের সরবরাহ স্বাভাবিক করার জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা হয়েছে । তবে, এই ওষুধের সংকট নিরসনে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি । শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে এখনও কোভিড-19 রোগীদের ভর্তি নেওয়া বন্ধ হয়নি । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর বক্তব্য, জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে, তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।