ETV Bharat / city

Sujan Chakraborty Slams TMC দুবাইয়ে জন্ম নিচ্ছে, 6 মাস পর নতুন তৃণমূলের অন্নপ্রাশন কলকাতায়, কটাক্ষ সুজনের - তৃণমূলকে কটাক্ষ সুজনের

একাধিক ইস্যুতে তৃণমূল নেতৃত্বের সমালোচনায় সরব সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) ৷

sujan chakraborty
ETV Bharat
author img

By

Published : Aug 18, 2022, 8:20 PM IST

Updated : Aug 18, 2022, 8:47 PM IST

কলকাতা, 18 অগস্ট: "দুবাইতে জন্ম নিচ্ছে নতুন তৃণমূল । ছ'মাস পরে কলকাতায় তার অন্নপ্রাশন হবে । কিন্তু ততদিন শিশু ঠিকমতো টিকে থাকেন কি না, দেখুন ৷ ততদিন মামারা থাকবেন কি না, জানি না ৷" কলকাতায় নতুন তৃণমূল সংক্রান্ত হোর্ডিংয়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) ৷

তৃণমূল সাংসদ সৌগত রায় সম্প্রতি বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে, তাদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানোর মতো বিতর্কিত মন্তব্য করেছেন ৷ এই প্রসঙ্গে এদিন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সৌগত রায় ভুল করে অধ্যাপক হয়ে গিয়েছিলেন । ওনার আচরণ, কথাবার্তা পুরো দুষ্কৃতীদের মতো । উনি ক্রিমিনালই ঠিক আছেন (CPM Leader Sujan Chakraborty criticises TMC MP Saugata Roy)।"

আরও পড়ুন: দুর্নীতির ফাঁসে জেরবার সরকারের নতুন মন্ত্রীদের সতর্কবার্তা মমতার

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাইলট কার ব্যবহারের বিষয়ে রাজ্যের নেতা-মন্ত্রীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty Slams TMC) বক্তব্য, "2011 থেকে 2022 । পাইলট কারে ছয়লাপ । মন্ত্রীরা তো বটেই, নেতাদেরও লালবাতি । মন্ত্রীরা কিছুদিন পর জেলে থাকবে । তাই আগাম এই সতর্কবার্তা ।"

দুবাইয়ে জন্ম নিচ্ছে নতুন তৃণমূল, কটাক্ষ সুজনের

রাজ্যের বিধায়ক-সাংসদদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত জনস্বার্থ মামলায় নতুন করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ একাধিক জনের নাম যুক্ত করা হয়েছে । এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজন বলেন, "এর আগেও সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক বাম নেতার নাম উল্লেখ করা হয়েছিল। আমরা তো চাইছি তদন্ত হোক । আমরা তদন্তের সম্মুখীন হতে হাসিমুখে রাজি আছি । ওদের মতো আমাদের উডবার্ন কিংবা জেলে যেতে হবে না । কিন্তু কালীঘাটের ক'টা প্লট বন্দ্যোপাধ্যায় পরিবারের নামে আছে তার হিসাব দিতে পারবেন তো ?"

কলকাতা, 18 অগস্ট: "দুবাইতে জন্ম নিচ্ছে নতুন তৃণমূল । ছ'মাস পরে কলকাতায় তার অন্নপ্রাশন হবে । কিন্তু ততদিন শিশু ঠিকমতো টিকে থাকেন কি না, দেখুন ৷ ততদিন মামারা থাকবেন কি না, জানি না ৷" কলকাতায় নতুন তৃণমূল সংক্রান্ত হোর্ডিংয়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) ৷

তৃণমূল সাংসদ সৌগত রায় সম্প্রতি বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে, তাদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানোর মতো বিতর্কিত মন্তব্য করেছেন ৷ এই প্রসঙ্গে এদিন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সৌগত রায় ভুল করে অধ্যাপক হয়ে গিয়েছিলেন । ওনার আচরণ, কথাবার্তা পুরো দুষ্কৃতীদের মতো । উনি ক্রিমিনালই ঠিক আছেন (CPM Leader Sujan Chakraborty criticises TMC MP Saugata Roy)।"

আরও পড়ুন: দুর্নীতির ফাঁসে জেরবার সরকারের নতুন মন্ত্রীদের সতর্কবার্তা মমতার

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাইলট কার ব্যবহারের বিষয়ে রাজ্যের নেতা-মন্ত্রীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty Slams TMC) বক্তব্য, "2011 থেকে 2022 । পাইলট কারে ছয়লাপ । মন্ত্রীরা তো বটেই, নেতাদেরও লালবাতি । মন্ত্রীরা কিছুদিন পর জেলে থাকবে । তাই আগাম এই সতর্কবার্তা ।"

দুবাইয়ে জন্ম নিচ্ছে নতুন তৃণমূল, কটাক্ষ সুজনের

রাজ্যের বিধায়ক-সাংসদদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত জনস্বার্থ মামলায় নতুন করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ একাধিক জনের নাম যুক্ত করা হয়েছে । এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজন বলেন, "এর আগেও সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক বাম নেতার নাম উল্লেখ করা হয়েছিল। আমরা তো চাইছি তদন্ত হোক । আমরা তদন্তের সম্মুখীন হতে হাসিমুখে রাজি আছি । ওদের মতো আমাদের উডবার্ন কিংবা জেলে যেতে হবে না । কিন্তু কালীঘাটের ক'টা প্লট বন্দ্যোপাধ্যায় পরিবারের নামে আছে তার হিসাব দিতে পারবেন তো ?"

Last Updated : Aug 18, 2022, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.