ETV Bharat / city

Sujan Chakraborty Attacks Modi: পেগাসাস ইস্যুতে মোদিকে আক্রমণ সুজনের - cpm leader Sujan Chakraborty attacks pm Narendra Modi about Pegasus issue

পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Attacks Modi)। আদালতে বিষয়টি পরিষ্কার করার দাবিও করেন তিনি ।

Sujan Chakraborty Attacks Modi
Sujan Chakraborty Attacks Modi
author img

By

Published : Jan 30, 2022, 4:04 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: পেগাসাস বিতর্ক নিয়ে ফের উত্তাল রাজনীতির আঙিনা। কেন্দ্রীয় সরকার আড়িপাতার উদ্দেশ্যে ইজরায়েল থেকে পেগাসাসের আশ্রয় নিয়েছে। এই নিয়ে বিভিন্ন মহল সরব হলেও তা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে এবার সুর চড়ালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Attacks Modi)। তিনি বলেন, "সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে নরেন্দ্র মোদি নিজে যে চুক্তি করেছেন ইজরায়েলের সঙ্গে তার মধ্যে পেগাসাস চুক্তি রয়েছে। তাহলে এতদিন ভারত সরকার এবং প্রধানমন্ত্রী যা বলছিলেন তা অসত্য ছিল। হলফনামা দিয়ে তা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে।"

তিনি আরও বলেন, "এর আগে সমাজের বিভিন্ন স্তরের সংস্থা এবং ব্যক্তির উপর নজরদারি করার খবর সামনে এসেছে। তথ্য পাচার করার খবর এসেছে। এটা চূড়ান্তভাবে দেশবিরোধী মনোভাব। তখন সরকার এই বিষয়টি গোপন করছিল। আজ বোঝা যাচ্ছে সরকার অপরাধ জেনে বুঝে করেছে। এই রাজ্যের শাসকদলের নেতারা তথ্য জানতে ইজরায়েল পদ্ধতি ব্যবহার করার কথা বলতেন। সেটা কি পেগাসাস ছিল, না অন্য কিছু। তখন রাজ্য সরকার চুপ, কেন্দ্রীয় সরকার চুপ।"

আরও পড়ুন: দিল্লি উড়ে যাওয়ার আগে শান্তনুর ঠাকুরনগরের বাড়িতে জয়প্রকাশ-রীতেশ

"নরেন্দ্র মোদি প্রথম প্রধানমন্ত্রী যিনি ইজরায়েল গিয়েছিলেন। আমাদের বিদেশ নীতি ছিল প্রো প্যালেস্তাইন। কোর্টে বিষয়টি সরকার পরিষ্কার করুক। দেশবিরোধী মনোভাব নিয়ে সরকারের প্রধান চলছেন", সমালোচনা করেন সুজন চক্রবর্তী। এর পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড নিয়ে সরব হন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা প্রমাণিত হল। সুজনবাবুর কটাক্ষ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে, বেসরকারি পরিকাঠামোর উপর নির্ভর করতে হচ্ছে। যার ব্যাখ্যা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছেও নেই।

কলকাতা, 30 জানুয়ারি: পেগাসাস বিতর্ক নিয়ে ফের উত্তাল রাজনীতির আঙিনা। কেন্দ্রীয় সরকার আড়িপাতার উদ্দেশ্যে ইজরায়েল থেকে পেগাসাসের আশ্রয় নিয়েছে। এই নিয়ে বিভিন্ন মহল সরব হলেও তা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে এবার সুর চড়ালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Attacks Modi)। তিনি বলেন, "সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে নরেন্দ্র মোদি নিজে যে চুক্তি করেছেন ইজরায়েলের সঙ্গে তার মধ্যে পেগাসাস চুক্তি রয়েছে। তাহলে এতদিন ভারত সরকার এবং প্রধানমন্ত্রী যা বলছিলেন তা অসত্য ছিল। হলফনামা দিয়ে তা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে।"

তিনি আরও বলেন, "এর আগে সমাজের বিভিন্ন স্তরের সংস্থা এবং ব্যক্তির উপর নজরদারি করার খবর সামনে এসেছে। তথ্য পাচার করার খবর এসেছে। এটা চূড়ান্তভাবে দেশবিরোধী মনোভাব। তখন সরকার এই বিষয়টি গোপন করছিল। আজ বোঝা যাচ্ছে সরকার অপরাধ জেনে বুঝে করেছে। এই রাজ্যের শাসকদলের নেতারা তথ্য জানতে ইজরায়েল পদ্ধতি ব্যবহার করার কথা বলতেন। সেটা কি পেগাসাস ছিল, না অন্য কিছু। তখন রাজ্য সরকার চুপ, কেন্দ্রীয় সরকার চুপ।"

আরও পড়ুন: দিল্লি উড়ে যাওয়ার আগে শান্তনুর ঠাকুরনগরের বাড়িতে জয়প্রকাশ-রীতেশ

"নরেন্দ্র মোদি প্রথম প্রধানমন্ত্রী যিনি ইজরায়েল গিয়েছিলেন। আমাদের বিদেশ নীতি ছিল প্রো প্যালেস্তাইন। কোর্টে বিষয়টি সরকার পরিষ্কার করুক। দেশবিরোধী মনোভাব নিয়ে সরকারের প্রধান চলছেন", সমালোচনা করেন সুজন চক্রবর্তী। এর পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড নিয়ে সরব হন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা প্রমাণিত হল। সুজনবাবুর কটাক্ষ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে, বেসরকারি পরিকাঠামোর উপর নির্ভর করতে হচ্ছে। যার ব্যাখ্যা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছেও নেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.