ETV Bharat / city

MD Selim Criticises Mamata: সংকটমোচনে দিল্লি যাচ্ছেন মমতা, কটাক্ষ সেলিমের - MD Selim Criticizes Mamata Banerjee

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরে যখন বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা ৷

ssc recruitment scam
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ সেলিমের
author img

By

Published : Jul 31, 2022, 5:00 PM IST

কলকাতা, 31 জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্ত এবং ইডি'র হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির মাঝেই আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 7 অগস্ট রয়েছে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ৷ পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতেই যোগ দিতে যাওয়ার কথা মমতার ৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে পারেন তিনি ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা কোনও বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরে যখন বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা ৷ এপ্রসঙ্গে কটাক্ষ ছুড়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন (MD Selim Criticizes Mamata Banerjee),"সংকটমোচনে দিল্লি যাচ্ছেন দিদিমনি"। সিপিএমের দাবি, মুখ্যমন্ত্রী যখনই সংকটে পড়েন তখনই দিল্লির শরনাপন্ন হন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করে 'নিয়োগ দুর্নীতি'র সংকট কাটাবেন ।

সংকটমোচনে দিল্লি যাচ্ছেন মমতা, কটাক্ষ সেলিমের

আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে সংগঠন, পার্থর ধাক্কায় একাধিক রদবদলের সামনে শাসকদল

সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, "উত্তর ভারতে আমরা খেয়াল করি যে, হিন্দুধর্মে বিশ্বাসীরা বিপদে পড়লে সংকটমোচনের মন্দিরে যান ৷ তৃণমূল কংগ্রেসের সংকটে মমতা বন্দ্যোপাধ্যায় সংকটমোচনে যাচ্ছেন । পরিষ্কার কথা । তিনি ওখানেও বিক্ষোভের মুখে পড়বেন । ঠিক যেমন পার্থ চট্টোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েছিলেন । আমি দিল্লির প্রবাসীদের বলব, দেখুন কীভাবে ব্যক্তিগত স্বার্থে সেটিং করছে এবং রাজ্যের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে । চুরি-জোচ্চুরি করে রাজ্যের নাক কেটেছেন ।" তাঁর কথায়, "আমি তো আগেই বলেছিলাম সিবিআই চার্জশিটে ভাইপোর নাম থাকবে না । কারণ মোহন ভগবতের সঙ্গে সেটিং হয়ে গিয়েছিল । ঠিক যেমন কুণাল ঘোষ এখন বাংলায় গলা ফাটালেও নিজের সংকটমোচনে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে দেখা করেছিলেন, সেটিং করেছিলেন । এই বিষয়ে মিডিয়া চুপচাপ থাকলেও সত্যটা লুকানো যাবে না ।" এদিকে. প্রায় সেলিমের সুরেই মমতার সফরকে কটাক্ষ করেছেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও ৷ একদিন আগে ইকোপার্কে সাংবাদিকদের তিনি বলেন, "মমতা সংকটে পড়লেই ত্রাহি ত্রাহি মধুসূদন বলে দিল্লি চলে যান ৷"

কলকাতা, 31 জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্ত এবং ইডি'র হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির মাঝেই আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 7 অগস্ট রয়েছে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ৷ পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতেই যোগ দিতে যাওয়ার কথা মমতার ৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে পারেন তিনি ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা কোনও বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরে যখন বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা ৷ এপ্রসঙ্গে কটাক্ষ ছুড়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন (MD Selim Criticizes Mamata Banerjee),"সংকটমোচনে দিল্লি যাচ্ছেন দিদিমনি"। সিপিএমের দাবি, মুখ্যমন্ত্রী যখনই সংকটে পড়েন তখনই দিল্লির শরনাপন্ন হন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করে 'নিয়োগ দুর্নীতি'র সংকট কাটাবেন ।

সংকটমোচনে দিল্লি যাচ্ছেন মমতা, কটাক্ষ সেলিমের

আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে সংগঠন, পার্থর ধাক্কায় একাধিক রদবদলের সামনে শাসকদল

সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, "উত্তর ভারতে আমরা খেয়াল করি যে, হিন্দুধর্মে বিশ্বাসীরা বিপদে পড়লে সংকটমোচনের মন্দিরে যান ৷ তৃণমূল কংগ্রেসের সংকটে মমতা বন্দ্যোপাধ্যায় সংকটমোচনে যাচ্ছেন । পরিষ্কার কথা । তিনি ওখানেও বিক্ষোভের মুখে পড়বেন । ঠিক যেমন পার্থ চট্টোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েছিলেন । আমি দিল্লির প্রবাসীদের বলব, দেখুন কীভাবে ব্যক্তিগত স্বার্থে সেটিং করছে এবং রাজ্যের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে । চুরি-জোচ্চুরি করে রাজ্যের নাক কেটেছেন ।" তাঁর কথায়, "আমি তো আগেই বলেছিলাম সিবিআই চার্জশিটে ভাইপোর নাম থাকবে না । কারণ মোহন ভগবতের সঙ্গে সেটিং হয়ে গিয়েছিল । ঠিক যেমন কুণাল ঘোষ এখন বাংলায় গলা ফাটালেও নিজের সংকটমোচনে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে দেখা করেছিলেন, সেটিং করেছিলেন । এই বিষয়ে মিডিয়া চুপচাপ থাকলেও সত্যটা লুকানো যাবে না ।" এদিকে. প্রায় সেলিমের সুরেই মমতার সফরকে কটাক্ষ করেছেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও ৷ একদিন আগে ইকোপার্কে সাংবাদিকদের তিনি বলেন, "মমতা সংকটে পড়লেই ত্রাহি ত্রাহি মধুসূদন বলে দিল্লি চলে যান ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.