ETV Bharat / city

Bihar New Government: বিহারের জন্য 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' চায় জোট শরিক সিপিআইএমএল লিবারেশন - সিপিআইএমএল লিবারেশন

নীতীশ কুমারের (Nitish Kumar) মুখ্যমন্ত্রিত্বেই বিহারে নতুন সরকার (Bihar New Government) গঠিত হয়েছে ৷ এই জোট সরকারের অন্যতম শরিক হল, সিপিআইএমএল লিবারেশন (CPIML Liberation) ৷ তাদের দাবি, বিহারের উন্নয়নের জন্য একটি 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' (Common Minimum Programme) তৈরি করুক নবগঠিত সরকার ৷

CPIML Liberation wants Common Minimum Programme from Bihar New Government
Bihar New Government: বিহারের জন্য 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' চায় জোট শরিক সিপিআইএমএল লিবারেশন
author img

By

Published : Aug 11, 2022, 5:39 PM IST

কলকাতা, 11 অগস্ট: বিহারের 'উলট পুরাণ' (Bihar New Government) সারা দেশে বিজেপিবিরোধী রাজনৈতিক শক্তিগুলির কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ এমনটাই মনে করছে সিপিআইএমএল লিবারেশন (CPIML Liberation) ৷ বিহারের নবগঠিত জোট সরকারের অন্যতম সদস্য এই বামপন্থী দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) জানিয়েছেন, পড়শি রাজ্যে মন্ত্রীপদ পেতে আগ্রহী নন তাঁরা ৷ তবে, বিহারের উন্নয়নের জন্য একটি 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' (Common Minimum Programme) থাকা জরুরি বলে মনে করেন দীপঙ্কর ৷

একটি সাংবাদিক সম্মেলনে দীপঙ্কর বলেন, বিহারের সামগ্রিক উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য ৷ এর জন্য প্রয়োজনে সরকারকে পরামর্শও দিতেও প্রস্তুত রয়েছেন তাঁরা ৷ দীপঙ্করের কথায়, "আমরা বিহারের নতুন জোট সরকারের ক্যাবিনেটে থাকছি না ৷ কিন্তু, এই জোটকে বাইরে থেকে সমর্থন করছি ৷ আমরা আন্দোলনের দল, আন্দোলনেই থাকছি ৷ সরকারের কাছে একটি কমন মিনিমাম প্রোগ্রাম হাতে নেওয়ার দাবি জানাচ্ছি ৷ দেশে বিজেপিবিরোধী জোট যাতে আরও মজবুত হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব ৷ এই জোটে আমরা সেতুবন্ধনের কাজ করছি ৷"

আরও পড়ুন: Nitish Kumar Oath: 'চব্বিশ নিয়ে ভাবুন', অষ্টমবারের জন্য মসনদে বসে মোদিকে হুঁশিয়ারি নীতীশের

দীপঙ্কররা মনে করেন, বিহারে বিজেপি-র সাম্প্রতিক পতনের পিছনে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলিরই নয়, ছাত্র-যুবদের প্রতিবাদ-আন্দোলনেরও অবদান রয়েছে ৷ বাংলায় যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছেন তরুণ চাকরিপ্রার্থীরা ৷ বিহারেও তেমনই নানা ইস্যুতে যুবসমাজ সরব হয়েছে ৷ দেশের নানা অংশে বিরোধী রাজনৈতিক দলগুলির সরকার ফেলে দেওয়ার ধারাবাহিক উদ্যোগ শুরু করেছে বিজেপি ৷ বিহার সেখানে ব্যতিক্রম ৷ আগামী দিনে এই ব্যতিক্রমই দেশজুড়ে বিজেপিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করে তুলবে ৷

এদিকে, বিহারের সাম্প্রতিক পটপরিবর্তনের ঘটনায় আরও একবার নীতীশ কুমারের (Nitish Kumar) রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই প্রসঙ্গে সিপিআইএমএল লিবারেশনের অবস্থান হল, নীতীশ কুমারের ভাবমূর্তি একমাত্র নীতীশ কুমার নিজেই অক্ষুণ্ণ রাখতে পারেন ৷ তাঁকেই তাঁর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে ৷

কলকাতা, 11 অগস্ট: বিহারের 'উলট পুরাণ' (Bihar New Government) সারা দেশে বিজেপিবিরোধী রাজনৈতিক শক্তিগুলির কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ এমনটাই মনে করছে সিপিআইএমএল লিবারেশন (CPIML Liberation) ৷ বিহারের নবগঠিত জোট সরকারের অন্যতম সদস্য এই বামপন্থী দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) জানিয়েছেন, পড়শি রাজ্যে মন্ত্রীপদ পেতে আগ্রহী নন তাঁরা ৷ তবে, বিহারের উন্নয়নের জন্য একটি 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' (Common Minimum Programme) থাকা জরুরি বলে মনে করেন দীপঙ্কর ৷

একটি সাংবাদিক সম্মেলনে দীপঙ্কর বলেন, বিহারের সামগ্রিক উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য ৷ এর জন্য প্রয়োজনে সরকারকে পরামর্শও দিতেও প্রস্তুত রয়েছেন তাঁরা ৷ দীপঙ্করের কথায়, "আমরা বিহারের নতুন জোট সরকারের ক্যাবিনেটে থাকছি না ৷ কিন্তু, এই জোটকে বাইরে থেকে সমর্থন করছি ৷ আমরা আন্দোলনের দল, আন্দোলনেই থাকছি ৷ সরকারের কাছে একটি কমন মিনিমাম প্রোগ্রাম হাতে নেওয়ার দাবি জানাচ্ছি ৷ দেশে বিজেপিবিরোধী জোট যাতে আরও মজবুত হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব ৷ এই জোটে আমরা সেতুবন্ধনের কাজ করছি ৷"

আরও পড়ুন: Nitish Kumar Oath: 'চব্বিশ নিয়ে ভাবুন', অষ্টমবারের জন্য মসনদে বসে মোদিকে হুঁশিয়ারি নীতীশের

দীপঙ্কররা মনে করেন, বিহারে বিজেপি-র সাম্প্রতিক পতনের পিছনে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলিরই নয়, ছাত্র-যুবদের প্রতিবাদ-আন্দোলনেরও অবদান রয়েছে ৷ বাংলায় যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছেন তরুণ চাকরিপ্রার্থীরা ৷ বিহারেও তেমনই নানা ইস্যুতে যুবসমাজ সরব হয়েছে ৷ দেশের নানা অংশে বিরোধী রাজনৈতিক দলগুলির সরকার ফেলে দেওয়ার ধারাবাহিক উদ্যোগ শুরু করেছে বিজেপি ৷ বিহার সেখানে ব্যতিক্রম ৷ আগামী দিনে এই ব্যতিক্রমই দেশজুড়ে বিজেপিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করে তুলবে ৷

এদিকে, বিহারের সাম্প্রতিক পটপরিবর্তনের ঘটনায় আরও একবার নীতীশ কুমারের (Nitish Kumar) রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই প্রসঙ্গে সিপিআইএমএল লিবারেশনের অবস্থান হল, নীতীশ কুমারের ভাবমূর্তি একমাত্র নীতীশ কুমার নিজেই অক্ষুণ্ণ রাখতে পারেন ৷ তাঁকেই তাঁর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.