ETV Bharat / city

CPIM reclaims Party Office : নেতাজি নগরে পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের - Latest News on KMC Election 2021 Results

কলকাতা পৌরনিগমের ভোটের ফল প্রকাশিত হওয়ার পর নেতাজি সিপিএমের একটি পার্টি অফিস তৃণমূলের দখলে চলে যায় বলে অভিযোগ উঠেছিল ৷ বৃহস্পতিবার সেই পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম (CPIM reclaims Party Office) ৷

cpim-reclaims-their-party-office-at-netajinagar-kolkata
CPIM reclaims Party Office : নেতাজি নগরে পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের
author img

By

Published : Dec 23, 2021, 9:40 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : ভোটের ফল ঘোষণার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘিরে ফেলেছিল 98 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকার সিপিএমের দফতর ।

পাশাপাশি বাস্তুহারা কমিটির দফতর এবং এসএফআই, ডিওয়াইএফআই-এর অফিস তালা লাগিয়ে দেওয়া হয়েছিল । পতাকা খুলে শাসক দল তাদের নিজেদের দলীয় পতাকা ভবনের চারিদিকে লাগিয়ে দিয়েছিল ।

24 ঘণ্টা পর সিপিএম কর্মীরা সেই অফিস উদ্ধার করল তৃণমূলের হাত থেকে (cpim reclaims their party office at netajinagar kolkata) । এদিন দুপুরে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল দফতর সংলগ্ন এলাকায় । সেখানে তাঁরা প্রতিবাদ সভা করেন । পাশাপাশি তৃণমূলের লাগানো তালা ভেঙে দেওয়া হয় । ওই দফতরে ঢুকে পার্টি নেতৃত্ব ফের নিজেদের লাল ঝান্ডা লাগান । একইভাবে এসএফআই, ডিওয়াইএফআই-ও তাদের নিজেদের পতাকা টাঙিয়ে দেয় । গোটা কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন সিপিএমের আঞ্চলিক নেতৃত্ব ।

এই 98 নম্বর ওয়ার্ড এত দিন সিপিএমের দখলে ছিল । কাউন্সিলর ছিলেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী ৷ এবার হেরে গিয়েছেন তিনি । তবে হেরে গেলেও এই এলাকার পার্টি কর্মীদের মনোবল ভেঙে পড়েনি, তা এদিনের ঘটনায় প্রকাশ পেল । যদিও তৃণমূলের তরফে পাল্টা কোনও বাধাও দেওয়া হয়নি ।

আরও পড়ুন : KMC Leader of Opposition : বিরোধী দলনেতাহীন কলকাতা পৌরনিগম গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মত সংবিধান বিশেষজ্ঞের

কলকাতা, 23 ডিসেম্বর : ভোটের ফল ঘোষণার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘিরে ফেলেছিল 98 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকার সিপিএমের দফতর ।

পাশাপাশি বাস্তুহারা কমিটির দফতর এবং এসএফআই, ডিওয়াইএফআই-এর অফিস তালা লাগিয়ে দেওয়া হয়েছিল । পতাকা খুলে শাসক দল তাদের নিজেদের দলীয় পতাকা ভবনের চারিদিকে লাগিয়ে দিয়েছিল ।

24 ঘণ্টা পর সিপিএম কর্মীরা সেই অফিস উদ্ধার করল তৃণমূলের হাত থেকে (cpim reclaims their party office at netajinagar kolkata) । এদিন দুপুরে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল দফতর সংলগ্ন এলাকায় । সেখানে তাঁরা প্রতিবাদ সভা করেন । পাশাপাশি তৃণমূলের লাগানো তালা ভেঙে দেওয়া হয় । ওই দফতরে ঢুকে পার্টি নেতৃত্ব ফের নিজেদের লাল ঝান্ডা লাগান । একইভাবে এসএফআই, ডিওয়াইএফআই-ও তাদের নিজেদের পতাকা টাঙিয়ে দেয় । গোটা কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন সিপিএমের আঞ্চলিক নেতৃত্ব ।

এই 98 নম্বর ওয়ার্ড এত দিন সিপিএমের দখলে ছিল । কাউন্সিলর ছিলেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী ৷ এবার হেরে গিয়েছেন তিনি । তবে হেরে গেলেও এই এলাকার পার্টি কর্মীদের মনোবল ভেঙে পড়েনি, তা এদিনের ঘটনায় প্রকাশ পেল । যদিও তৃণমূলের তরফে পাল্টা কোনও বাধাও দেওয়া হয়নি ।

আরও পড়ুন : KMC Leader of Opposition : বিরোধী দলনেতাহীন কলকাতা পৌরনিগম গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মত সংবিধান বিশেষজ্ঞের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.