ETV Bharat / city

KMC Election 2021 Results : তৃণমূল সুনামিতে ঝরে গেল পদ্মফুল, ভোট বাড়িয়ে চর্চায় বামেরা - BJPs performance in kmc election 2021

মঙ্গলবার প্রকাশিত হল কলকাতা পৌরনিগমের নির্বাচনের ফলাফল (KMC Election 2021 Results) ৷ প্রত্যাশিতভাবেই জিতল তৃণমূল কংগ্রেস ৷ মাস কয়েক আগে বিধানসভার ফলের চেয়ে বিজেপির হাল আরও শোচনীয় ৷ বরং বামেরা ভোট বাড়িয়ে চর্চায় চলে এল ৷

cpim-reclaims-the-spotlight-in-the-2021-kmc-election-where-tmc-wins-a-landslide-victory
KMC Election 2021 Results : তৃণমূলের সবুজ ঝড়ে ব্যাকফুটে বিজেপি, ভোটে বাড়িয়ে চর্চায় বামেরা
author img

By

Published : Dec 21, 2021, 5:49 PM IST

Updated : Dec 21, 2021, 6:06 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতার রং সবুজ ৷ যদিও এটাই প্রত্যাশিত ছিল রাজনৈতিক নেতা থেকে বিশ্লেষক ও সাধারণ মানুষের কাছে ৷ কিন্তু কৌতুহল ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে ৷ বিরোধীদের কী পরিস্থিতি হয়, সেদিকেও নজর ছিল মানুষের ৷

দিনের শেষে দেখা যাচ্ছে, কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021 Results) তৃণমূল কংগ্রেস পেয়েছে 134টি আসন (TMC won 134 seats in kmc election 2021) ৷ বিজেপির দখলে গিয়েছে 3টি আসন ৷ বামফ্রন্ট জিতেছে 2টি আসনে ৷ কংগ্রেস 2টি আসনে জয় পেয়েছে ৷ তিনটি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা ৷

আরও পড়ুন : Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার

রাজনৈতিক বিশ্লেষক তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের মতে, এই জয় প্রত্যাশিত ছিল ৷ কিন্তু ভোটের দিন যেভাবে গোলমাল হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস কার্যত ওয়াকওভার পেয়েছে ৷

এই ফলাফলকে যদি 2015 সালের ভোটের সঙ্গে তুল্যমূল্য বিচার করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে, গত পৌরভোটের চেয়ে 20টি আসন এবার বেশি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ আর প্রতিটি বিরোধী দলের শক্তিক্ষয় হয়েছে ৷ বামফ্রন্ট 15 থেকে কমে 2 হয়েছে ৷ বিজেপি 7 থেকে কমে হয়েছে 3 ৷ কংগ্রেস 5 থেকে কমে 2 হয়েছে ৷

কিন্তু 2015 সালের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন হয়েছে ৷ তৃণমূলের সঙ্গে বিরোধিতার জায়গায় বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে এসেছে বিজেপি ৷ মাস কয়েক আগে এই রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই ভোটে আসন সংখ্যা ও ভোট শতাংশের হিসেবে বিজেপিই দ্বিতীয় স্থানে ছিল ৷ আর তারাই এবার প্রধান বিরোধী দল ৷ অন্যদিকে 2019-এর লোকসভা নির্বাচন ও 2021-এর বিধানসভা নির্বাচনে শূন্যহাতে ফিরতে হয়েছে বামেদের ৷ কংগ্রেসের অধীর চৌধুরী লোকসভায় জিতলেও বিধানসভায় শূন্যই পেয়েছে রাহুল-সোনিয়ার দল ৷

আরও পড়ুন : KMC Election 2021 Result : বাংলায় ঘৃণা ও হিংসা ব্রাত্য, কলকাতা জয়ে বার্তা অভিষেকের

সেই দৃষ্টিকোণ থেকে বিজেপির ফল সামগ্রিকভাবে খারাপই হয়েছে বলা যায় (BJPs performance in kmc election 2021) ৷ তবে এই ফলকে খারাপ বলে মানতে চায় না বিজেপি ৷ দলের নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, এই ফলে মানুষের রায় প্রতিফলিত হয়নি ৷ ভোটে সন্ত্রাস হয়েছে ৷ এই ফলকে বিকৃত গণতন্ত্রের ফলাফল বলেও কটাক্ষ করেছেন তিনি ৷

অন্যদিকে আশার আলো দেখা যাচ্ছে বাম শিবিরে ৷ পৌরভোটে অন্তত শূন্য হাতে ফিরতে হল না তাদের ৷ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভোট শতাংশ বেড়েছে বামেদের ৷ এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, এই ভোটের কোনও মূল্য নেই ৷ কারণ, ভোটের নামে প্রহসন হয়েছে ৷ তৃণমূল, পুলিশ ও নির্বাচন কমিশনের সিন্ডিকেট ভোট করিয়েছে ৷ তাঁর প্রশ্ন, এত সন্ত্রাস করেও কেন তৃণমূল 100 শতাংশে আসনে জিততে পারল না ? কেন কিছু আসনে বিরোধীরা জয় পেল ?

আরও পড়ুন : Anubrata Mandal on KMC Election 2021 Result : "রাজপথে দাঁড়িয়ে বিজেপির ক্ষমা চাওয়া উচিত", পৌর নির্বাচনের ফলাফল প্রসঙ্গে অনুব্রত

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক অমল মুখোপাধ্যায়ের মতে, বামেদের এই ফল প্রত্যাশিত ছিল ৷ কারণ, আগের থেকে বামেরা অনেক বেশি সংগঠিত ৷ তবে এই নিয়ে উল্লসিত হলে চলবে না ৷ বরং নতুন নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে ৷ তাহলে বোঝা যাবে সিপিএম ঠিক কতটা এগিয়েছে ৷

একই সঙ্গে তিনি সাবধানবাণী শুনিয়েছেন তৃণমূল কংগ্রেসের জন্যও ৷ তাঁর মতে, এবার কলকাতা পৌরনিগমের ভোটে তৃণমূলের জয় যখন প্রত্যাশিত ছিল, তখন অবাধ-শান্তিপূর্ণ ভোট করে সারা দেশে নজির গড়তে পারত শাসকদল ৷ আর তার সঙ্গে তাদের দিকে কত মানুষের সমর্থন রয়েছে, সেটাও তৃণমূলের কাছে স্পষ্ট হয়ে যেত ৷

আরও পড়ুন : KMC Election 2021 Results : পরাজিত বামপ্রার্থী করুণা সেনগুপ্ত, হাতছাড়া দীর্ঘদিনের গড়

বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করলেও সেই অভিযোগ ভোটের দিনও উড়িয়ে দিয়েছিল তৃণমূল ৷ এদিনও সেই কথা শোনা গেল শাসকদলের নেতাদের মুখে ৷ মঙ্গলবার অসম যাওয়ার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমাদের ল্যান্ডস্লাইড জয় এসেছে, কারণ আমরা মাটির মানুষ ৷ আকাশে থেকে কাজ করি না ৷ কলকাতা এখন সুরক্ষিততম শহর ৷ এ বার সৌন্দর্যায়নে আরও জোর দেব ৷ শহরতলিতে আরও উন্নয়ন হবে ৷’’

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতার রং সবুজ ৷ যদিও এটাই প্রত্যাশিত ছিল রাজনৈতিক নেতা থেকে বিশ্লেষক ও সাধারণ মানুষের কাছে ৷ কিন্তু কৌতুহল ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে ৷ বিরোধীদের কী পরিস্থিতি হয়, সেদিকেও নজর ছিল মানুষের ৷

দিনের শেষে দেখা যাচ্ছে, কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021 Results) তৃণমূল কংগ্রেস পেয়েছে 134টি আসন (TMC won 134 seats in kmc election 2021) ৷ বিজেপির দখলে গিয়েছে 3টি আসন ৷ বামফ্রন্ট জিতেছে 2টি আসনে ৷ কংগ্রেস 2টি আসনে জয় পেয়েছে ৷ তিনটি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা ৷

আরও পড়ুন : Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার

রাজনৈতিক বিশ্লেষক তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের মতে, এই জয় প্রত্যাশিত ছিল ৷ কিন্তু ভোটের দিন যেভাবে গোলমাল হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস কার্যত ওয়াকওভার পেয়েছে ৷

এই ফলাফলকে যদি 2015 সালের ভোটের সঙ্গে তুল্যমূল্য বিচার করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে, গত পৌরভোটের চেয়ে 20টি আসন এবার বেশি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ আর প্রতিটি বিরোধী দলের শক্তিক্ষয় হয়েছে ৷ বামফ্রন্ট 15 থেকে কমে 2 হয়েছে ৷ বিজেপি 7 থেকে কমে হয়েছে 3 ৷ কংগ্রেস 5 থেকে কমে 2 হয়েছে ৷

কিন্তু 2015 সালের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন হয়েছে ৷ তৃণমূলের সঙ্গে বিরোধিতার জায়গায় বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে এসেছে বিজেপি ৷ মাস কয়েক আগে এই রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই ভোটে আসন সংখ্যা ও ভোট শতাংশের হিসেবে বিজেপিই দ্বিতীয় স্থানে ছিল ৷ আর তারাই এবার প্রধান বিরোধী দল ৷ অন্যদিকে 2019-এর লোকসভা নির্বাচন ও 2021-এর বিধানসভা নির্বাচনে শূন্যহাতে ফিরতে হয়েছে বামেদের ৷ কংগ্রেসের অধীর চৌধুরী লোকসভায় জিতলেও বিধানসভায় শূন্যই পেয়েছে রাহুল-সোনিয়ার দল ৷

আরও পড়ুন : KMC Election 2021 Result : বাংলায় ঘৃণা ও হিংসা ব্রাত্য, কলকাতা জয়ে বার্তা অভিষেকের

সেই দৃষ্টিকোণ থেকে বিজেপির ফল সামগ্রিকভাবে খারাপই হয়েছে বলা যায় (BJPs performance in kmc election 2021) ৷ তবে এই ফলকে খারাপ বলে মানতে চায় না বিজেপি ৷ দলের নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, এই ফলে মানুষের রায় প্রতিফলিত হয়নি ৷ ভোটে সন্ত্রাস হয়েছে ৷ এই ফলকে বিকৃত গণতন্ত্রের ফলাফল বলেও কটাক্ষ করেছেন তিনি ৷

অন্যদিকে আশার আলো দেখা যাচ্ছে বাম শিবিরে ৷ পৌরভোটে অন্তত শূন্য হাতে ফিরতে হল না তাদের ৷ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভোট শতাংশ বেড়েছে বামেদের ৷ এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, এই ভোটের কোনও মূল্য নেই ৷ কারণ, ভোটের নামে প্রহসন হয়েছে ৷ তৃণমূল, পুলিশ ও নির্বাচন কমিশনের সিন্ডিকেট ভোট করিয়েছে ৷ তাঁর প্রশ্ন, এত সন্ত্রাস করেও কেন তৃণমূল 100 শতাংশে আসনে জিততে পারল না ? কেন কিছু আসনে বিরোধীরা জয় পেল ?

আরও পড়ুন : Anubrata Mandal on KMC Election 2021 Result : "রাজপথে দাঁড়িয়ে বিজেপির ক্ষমা চাওয়া উচিত", পৌর নির্বাচনের ফলাফল প্রসঙ্গে অনুব্রত

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক অমল মুখোপাধ্যায়ের মতে, বামেদের এই ফল প্রত্যাশিত ছিল ৷ কারণ, আগের থেকে বামেরা অনেক বেশি সংগঠিত ৷ তবে এই নিয়ে উল্লসিত হলে চলবে না ৷ বরং নতুন নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে ৷ তাহলে বোঝা যাবে সিপিএম ঠিক কতটা এগিয়েছে ৷

একই সঙ্গে তিনি সাবধানবাণী শুনিয়েছেন তৃণমূল কংগ্রেসের জন্যও ৷ তাঁর মতে, এবার কলকাতা পৌরনিগমের ভোটে তৃণমূলের জয় যখন প্রত্যাশিত ছিল, তখন অবাধ-শান্তিপূর্ণ ভোট করে সারা দেশে নজির গড়তে পারত শাসকদল ৷ আর তার সঙ্গে তাদের দিকে কত মানুষের সমর্থন রয়েছে, সেটাও তৃণমূলের কাছে স্পষ্ট হয়ে যেত ৷

আরও পড়ুন : KMC Election 2021 Results : পরাজিত বামপ্রার্থী করুণা সেনগুপ্ত, হাতছাড়া দীর্ঘদিনের গড়

বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করলেও সেই অভিযোগ ভোটের দিনও উড়িয়ে দিয়েছিল তৃণমূল ৷ এদিনও সেই কথা শোনা গেল শাসকদলের নেতাদের মুখে ৷ মঙ্গলবার অসম যাওয়ার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমাদের ল্যান্ডস্লাইড জয় এসেছে, কারণ আমরা মাটির মানুষ ৷ আকাশে থেকে কাজ করি না ৷ কলকাতা এখন সুরক্ষিততম শহর ৷ এ বার সৌন্দর্যায়নে আরও জোর দেব ৷ শহরতলিতে আরও উন্নয়ন হবে ৷’’

Last Updated : Dec 21, 2021, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.