ETV Bharat / city

CPIM : মোদীর জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন সিপিএমের - CPIM

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কলকাতায় এসেছিলেন দলের নেতা সুজন চক্রবর্তীর লেখা ‘দেশপ্রেম,বাংলাভাগ এবং তারপর...’ বইটির প্রকাশ অনুষ্ঠানে ।

cpim observe national unemployment day on pm narendra modi birthday
CPIM : মোদীর জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন সিপিএমের
author img

By

Published : Sep 17, 2021, 7:32 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : বিজেপি দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন পালন করল আজ ৷ আর কেন্দ্রের শাসকদলের এক নম্বর মুখের জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করল সিপিএম । শুক্রবার একথা জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।

তিনি কলকাতায় এসেছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর লেখা ‘দেশপ্রেম,বাংলাভাগ এবং তারপর...’ বইটির প্রকাশ অনুষ্ঠানে । সেখানে এক প্রশ্নের জবাবে সীতারাম ইয়েচুরি বলেন, "একদিন দু’দিন নয়, টানা তিন সপ্তাহ ধরে এই দেশে উৎসবের মতো করে পালিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন । আর কখন সেটা পালন হবে, যখন দেশে বেকারত্বের সংখ্যা ক্রমবর্ধমান ।"

আরও পড়ুন : Arpita Ghosh : তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন অর্পিতা ঘোষ

পরিসংখ্যান তুলে ধরে তিনি একইসঙ্গে যোগ করেন, "চলতি বছরের অগস্ট মাসে বেকারত্বের শতকরা হিসেব 32.03 শতাংশ । 2016-17 সালে এই হিসেব ছিল মাত্র 3.66 শতাংশ । এর প্রতিবাদে আমরা আজকের দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করব ।"

দুয়ারে উপনির্বাচন এবং পৌরনির্বাচনের ঘণ্টা বাজার অপেক্ষায় রাজ্যবাসী । এই অবস্থায় সংযুক্ত মোর্চার ভবিষ্যত কোন পথে ? এই প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন, "বিধানসভা নির্বাচনের সঙ্গেই সংযুক্ত মোর্চার ভবিষ্যত শেষ হয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : Ira Bose : অবসরের সময় বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী থাকলেও পেনশন সমস্যার সমাধান হয়নি : ইরা বসু

চলতি মাসের শেষ দিনে তিনটি কেন্দ্রে উপনির্বাচন । যার একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি জোট সঙ্গী কংগ্রেস । যদিও বাম-কংগ্রেসের জোটের সমীকরণ অনুযায়ী, ভবানীপুরে প্রার্থী দেওয়ার কথা কংগ্রেসের । বিধানসভা নির্বাচনে কংগ্রেস সাদাব খানকে প্রার্থী করলেও এবার উপনির্বাচনে তারা শাসকদলকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । ফলে বামফ্রন্টের তরফে সিপিএমের শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে ।

এই ঘটনা বাম-কংগ্রেসের জোটের ভাঙনের পথ প্রশস্ত করছে বলে মনে করা হচ্ছে । এই নিয়ে ইয়েচুরির মন্তব্য, "প্রত্যেক পার্টির নিজস্ব কিছু পদক্ষেপ থাকে । কংগ্রেস কী করবে, তার জবাব সেই দলের নেতৃত্ব দিতে পারবে । আমরা আমাদের প্রার্থী দিয়েছি ৷’’

আরও পড়ুন : Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

কোভিড ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেল সিপিএমের সাধারণ সম্পাদকের গলায় । তাঁর মতে, "ওয়ার্ল্ড কোভিড ট্র্যাকারের পরিসংখ্যান অনুযায়ী টিকাকরণের ক্ষেত্রে 113টি দেশের পেছনে ভারত । চিনে একশো কোটি মানুষের দ্বিতীয় টিকাকরণ হয়ে গিয়েছে । এই তথ্য থেকেই সবকিছু পরিষ্কার ৷’’

কলকাতা, 17 সেপ্টেম্বর : বিজেপি দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন পালন করল আজ ৷ আর কেন্দ্রের শাসকদলের এক নম্বর মুখের জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করল সিপিএম । শুক্রবার একথা জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।

তিনি কলকাতায় এসেছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর লেখা ‘দেশপ্রেম,বাংলাভাগ এবং তারপর...’ বইটির প্রকাশ অনুষ্ঠানে । সেখানে এক প্রশ্নের জবাবে সীতারাম ইয়েচুরি বলেন, "একদিন দু’দিন নয়, টানা তিন সপ্তাহ ধরে এই দেশে উৎসবের মতো করে পালিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন । আর কখন সেটা পালন হবে, যখন দেশে বেকারত্বের সংখ্যা ক্রমবর্ধমান ।"

আরও পড়ুন : Arpita Ghosh : তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন অর্পিতা ঘোষ

পরিসংখ্যান তুলে ধরে তিনি একইসঙ্গে যোগ করেন, "চলতি বছরের অগস্ট মাসে বেকারত্বের শতকরা হিসেব 32.03 শতাংশ । 2016-17 সালে এই হিসেব ছিল মাত্র 3.66 শতাংশ । এর প্রতিবাদে আমরা আজকের দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করব ।"

দুয়ারে উপনির্বাচন এবং পৌরনির্বাচনের ঘণ্টা বাজার অপেক্ষায় রাজ্যবাসী । এই অবস্থায় সংযুক্ত মোর্চার ভবিষ্যত কোন পথে ? এই প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন, "বিধানসভা নির্বাচনের সঙ্গেই সংযুক্ত মোর্চার ভবিষ্যত শেষ হয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : Ira Bose : অবসরের সময় বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী থাকলেও পেনশন সমস্যার সমাধান হয়নি : ইরা বসু

চলতি মাসের শেষ দিনে তিনটি কেন্দ্রে উপনির্বাচন । যার একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি জোট সঙ্গী কংগ্রেস । যদিও বাম-কংগ্রেসের জোটের সমীকরণ অনুযায়ী, ভবানীপুরে প্রার্থী দেওয়ার কথা কংগ্রেসের । বিধানসভা নির্বাচনে কংগ্রেস সাদাব খানকে প্রার্থী করলেও এবার উপনির্বাচনে তারা শাসকদলকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । ফলে বামফ্রন্টের তরফে সিপিএমের শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে ।

এই ঘটনা বাম-কংগ্রেসের জোটের ভাঙনের পথ প্রশস্ত করছে বলে মনে করা হচ্ছে । এই নিয়ে ইয়েচুরির মন্তব্য, "প্রত্যেক পার্টির নিজস্ব কিছু পদক্ষেপ থাকে । কংগ্রেস কী করবে, তার জবাব সেই দলের নেতৃত্ব দিতে পারবে । আমরা আমাদের প্রার্থী দিয়েছি ৷’’

আরও পড়ুন : Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

কোভিড ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেল সিপিএমের সাধারণ সম্পাদকের গলায় । তাঁর মতে, "ওয়ার্ল্ড কোভিড ট্র্যাকারের পরিসংখ্যান অনুযায়ী টিকাকরণের ক্ষেত্রে 113টি দেশের পেছনে ভারত । চিনে একশো কোটি মানুষের দ্বিতীয় টিকাকরণ হয়ে গিয়েছে । এই তথ্য থেকেই সবকিছু পরিষ্কার ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.