ETV Bharat / city

''বয়সে আমি বড় হলেও সুষমাই যেন মাতৃসমা দিদি'', টুইট সূর্যের

সুষমা স্বরাজের প্রয়াণে শোকপ্রকাশ করলেন CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র

author img

By

Published : Aug 7, 2019, 9:00 AM IST

''বয়সে আমি বড় হলেও সুষমাই যেন মাতৃসমা দিদি'', টুইট সূর্যের

কলকাতা, 7 অগাস্ট : প্রাক্তন বিদেশমন্ত্রী তথা BJP নেত্রী সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে । সুষমার প্রয়াণে শোকপ্রকাশ করলেন CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র ৷ রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও, প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল সূর্যকান্তবাবুর, টুইটে উঠে এসেছে সে কথাই ৷

তিনি লিখেছেন, সুষমা স্বরাজের থেকে তিনি তিন বছরের বড় ৷ কিন্তু তবুও কোথাও যেন বড় দিদি উনিই ৷ যখন সুষমা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন, তখন সূর্যবাবু রাজ্যের মন্ত্রী ৷ সেসময় সুষমা স্বরাজের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে বলেছেন সূর্যবাবু ৷

  • Sushma Swaraj born three years after me, had been kind enough to behave as my elder sister. It isn't because she was Union Health Minister when I was a State Minister.Isn't it good to see a motherly lady in charge of MEA without RSS backup?
    My sincerest regards and condolences. pic.twitter.com/H7XAEblL0V

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূর্যবাবুর কথায়, "RSS-এর যোগসূত্রে নয়, বরং বিদেশমন্ত্রকের দায়িত্বে ছিলেন একজন মাতৃসমা মহিলা, এটাই ছিল আনন্দের বিষয় ৷" BJP-র শীর্ষ নেতারা তো বটেই, সুষমা স্বরাজের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সূর্যবাবুর মতোই বিরোধী শিবিরের রাজনীতিকরাও।

কলকাতা, 7 অগাস্ট : প্রাক্তন বিদেশমন্ত্রী তথা BJP নেত্রী সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে । সুষমার প্রয়াণে শোকপ্রকাশ করলেন CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র ৷ রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও, প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল সূর্যকান্তবাবুর, টুইটে উঠে এসেছে সে কথাই ৷

তিনি লিখেছেন, সুষমা স্বরাজের থেকে তিনি তিন বছরের বড় ৷ কিন্তু তবুও কোথাও যেন বড় দিদি উনিই ৷ যখন সুষমা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন, তখন সূর্যবাবু রাজ্যের মন্ত্রী ৷ সেসময় সুষমা স্বরাজের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে বলেছেন সূর্যবাবু ৷

  • Sushma Swaraj born three years after me, had been kind enough to behave as my elder sister. It isn't because she was Union Health Minister when I was a State Minister.Isn't it good to see a motherly lady in charge of MEA without RSS backup?
    My sincerest regards and condolences. pic.twitter.com/H7XAEblL0V

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূর্যবাবুর কথায়, "RSS-এর যোগসূত্রে নয়, বরং বিদেশমন্ত্রকের দায়িত্বে ছিলেন একজন মাতৃসমা মহিলা, এটাই ছিল আনন্দের বিষয় ৷" BJP-র শীর্ষ নেতারা তো বটেই, সুষমা স্বরাজের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সূর্যবাবুর মতোই বিরোধী শিবিরের রাজনীতিকরাও।

New Delhi, Aug 07 (ANI): Bahujan Samaj Party (BSP) chief Mayawati paid last respect to former external affairs minister Sushma Swaraj at her residence in Delhi on Wednesday. Sushma Swaraj passed away due to a cardiac arrest on Tuesday night. While speaking to mediapersons on the loss, Mayawati said, "Sushma Swaraj ji's demise personally saddened me. She was an able politician, administrator and a good orator. Her personality was very friendly, even with members of opposition. I pray to nature to give her family the strength to cope with this loss."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.