ETV Bharat / city

Sujan Slams Mamata: রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, মমতাকে তোপ সুজনের - Sujan Slams Mamata

শনিবার টিটাগরের একটি স্কুলে বিস্ফোরণ হয় (Titagarh School Blast) ৷ যা নিয়ে সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷

CPIM Leader Sujan Chakraborty slams Mamata Banerjee on Titagarh School Blast Issue
Sujan Slams Mamata: রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, মমতাকে তোপ সুজনের
author img

By

Published : Sep 17, 2022, 9:07 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : ক্লাস চলাকালীন স্কুলে আচমকা বোমা বিস্ফোরণে টিটাগড়ের স্টেশন সংলগ্ন ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে ছাদ উড়ে গিয়েছে (Titagarh School Blast) । আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে । এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । টিটাগড়ের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে তিনি বলেন, "রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, টিটাগড় স্যাম্পেল মাত্র !"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে দায়ী করে সুজন চক্রবর্তী বলেন, "দুর্ভাগ্যজনক এবং হাস্যকর ঘটনা । বিস্ফোরণে ছাদ উড়ে গেল । লাঠি, গুলি, বোমা রাজ্য জুড়ে ভয়ঙ্কর অবস্থা । স্কুল চালু অবস্থায় বিস্ফোরণ ছাদ উড়ে গেল । শুধু খাগড়াগড় নয় । গোটা রাজ্যটায় বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে । টিটাগড় স্যাম্পেল মাত্র ।’’

রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, মমতাকে তোপ সুজনের

তিনি আরও বলেন, ‘‘টিটাগড় কেন বলুন ? তৃণমূল (Trinamool Congress)-বিজেপি । বিজেপি (BJP)-তৃণমূল । একশো তে একশো । একটা স্কুল ক্লাস চলাকালীন ছাদ উড়ে গেল । গোটা শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করা হয়েছে । ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট ।"

বিশ্বকর্মা পুজো প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "রাজ্য কারখানার গেট দেখা যাচ্ছে না ঠিকই । কিন্তু, রাজ্যে হু হু করে শিল্প বাড়ছে । ভুয়ো নিয়োগপত্র । ভয়াবহ চেহারা । হলদিয়াতেও খুব খারাপ অবস্থা ৷"

ভুয়ো নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "কোনও দালালকে ধরা হয়েছে শুনলাম । নেতাজী ইন্ডোরে ডায়াসে বসে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব চেক করে নিয়েছেন । তারপরেও ভুয়ো । এটা একটা দু’টো দালালের ব্যাপার নয় । নবান্নের 14 তলায় দালাল ভরে যাচ্ছে কি না, দেখতে হবে । দালালদের নিয়ে সংসার করছেন কি না ! একই জিনিস কলকাতা, মেদিনীপুরে হয়েছে । মুখ্যমন্ত্রী সজাগ ভাবেই জালিয়াতি করেছেন ।"

আরও পড়ুন : ক্লাস চলাকালীন স্কুলে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদের অংশ

কলকাতা, 17 সেপ্টেম্বর : ক্লাস চলাকালীন স্কুলে আচমকা বোমা বিস্ফোরণে টিটাগড়ের স্টেশন সংলগ্ন ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে ছাদ উড়ে গিয়েছে (Titagarh School Blast) । আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে । এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । টিটাগড়ের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে তিনি বলেন, "রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, টিটাগড় স্যাম্পেল মাত্র !"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে দায়ী করে সুজন চক্রবর্তী বলেন, "দুর্ভাগ্যজনক এবং হাস্যকর ঘটনা । বিস্ফোরণে ছাদ উড়ে গেল । লাঠি, গুলি, বোমা রাজ্য জুড়ে ভয়ঙ্কর অবস্থা । স্কুল চালু অবস্থায় বিস্ফোরণ ছাদ উড়ে গেল । শুধু খাগড়াগড় নয় । গোটা রাজ্যটায় বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে । টিটাগড় স্যাম্পেল মাত্র ।’’

রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, মমতাকে তোপ সুজনের

তিনি আরও বলেন, ‘‘টিটাগড় কেন বলুন ? তৃণমূল (Trinamool Congress)-বিজেপি । বিজেপি (BJP)-তৃণমূল । একশো তে একশো । একটা স্কুল ক্লাস চলাকালীন ছাদ উড়ে গেল । গোটা শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করা হয়েছে । ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট ।"

বিশ্বকর্মা পুজো প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "রাজ্য কারখানার গেট দেখা যাচ্ছে না ঠিকই । কিন্তু, রাজ্যে হু হু করে শিল্প বাড়ছে । ভুয়ো নিয়োগপত্র । ভয়াবহ চেহারা । হলদিয়াতেও খুব খারাপ অবস্থা ৷"

ভুয়ো নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "কোনও দালালকে ধরা হয়েছে শুনলাম । নেতাজী ইন্ডোরে ডায়াসে বসে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব চেক করে নিয়েছেন । তারপরেও ভুয়ো । এটা একটা দু’টো দালালের ব্যাপার নয় । নবান্নের 14 তলায় দালাল ভরে যাচ্ছে কি না, দেখতে হবে । দালালদের নিয়ে সংসার করছেন কি না ! একই জিনিস কলকাতা, মেদিনীপুরে হয়েছে । মুখ্যমন্ত্রী সজাগ ভাবেই জালিয়াতি করেছেন ।"

আরও পড়ুন : ক্লাস চলাকালীন স্কুলে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদের অংশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.