ETV Bharat / city

Sujan Slams Mamata মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন গ্রেফতার করা উচিত, মমতাকে আক্রমণ সুজনের - সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী

সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান হয় ৷ সেই মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (CPIM Leader Sujan Chakraborty) পালটা দাবি, মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন গ্রেফতার করা উচিত ৷

CPIM Leader Sujan Chakraborty slams Bengal CM Mamata Banerjee on Corruption Issue
মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন গ্রেফতার করা উচিত, মমতাকে আক্রমণ সুজনের
author img

By

Published : Aug 29, 2022, 8:33 PM IST

কলকাতা, 29 অগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) সমাবেশ থেকে বিরোধীদের কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সমালোচকদের জিভ টেনে খুলে নেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে তাঁর গলায় । সে প্রসঙ্গেই মমতাকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) । তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন, গ্রেফতার করা উচিত ৷

এদিন সুজন চক্রবর্তী বলেন, "উনি জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । দুষ্কৃতী ছাড়া কেউ এমনটা বলতে পারে না । দুষ্কৃতী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে । পুলিশের উচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা । পুলিশ মন্ত্রী হিসেবে একথা বলতে পারেন না তিনি ।" এদিন সুজন আরও বলেন, "মিটিংয়ের জমায়েত খারাপ । তা দেখে আবোল তাবোল বলেছেন মমতা । কোথায় গেল ফাইলগুলি । চ্যালেঞ্জ গ্রহণ করুন । আপনার চারপাশে শুধু চোর নয়, ডাকাত ও লুটেরা আছে ।" মমতা ও পরিবারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা প্রসঙ্গে সুজনের মত, এই বিষয়টিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো উচিত ৷ তদন্তও করানো উচিত ৷

ফিরহাদ হাকিমের (Bengal Minister Firhad Hakim) বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা আশঙ্কা প্রসঙ্গে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তালিকাটা আবার প্রকাশ করে ফেললেন । মোদির সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে । তালিকাটা প্রকাশ করলেন । আমরা তো প্রকাশ করতে বলিনি । একে একে তালিকা ধরে । তালিকা ধরে বলতে পারবে 35টা প্লট । প্রকাশ করুন ।’’

মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন গ্রেফতার করা উচিত, মমতাকে আক্রমণ সুজনের

একশো দিনের কাজের বিষয়ে বাংলা এক নম্বর বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী । সে বিষয়ে সুজনের কটাক্ষ, "উনি সব ব্যাপারেই এক নম্বর । একশো দিনের মজুরি কবে দেবেন ? গরিব মানুষের বকেয়া মজুরি কবে দেবেন ? তাঁরা কাজ পাচ্ছেন না । কবে কাজ দেবেন ? তাঁদের মজুরি দেওয়া হচ্ছে না । লুঠ চলছে । লুঠের টাকায় অপার সংসারে যোগ হয়েছে । এ সব বলা বন্ধ করুন । মজুরের টাকা ফেরত দিন ।"

আরও পড়ুন : মমতাও চোর, সাধু একমাত্র বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতা, 29 অগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) সমাবেশ থেকে বিরোধীদের কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সমালোচকদের জিভ টেনে খুলে নেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে তাঁর গলায় । সে প্রসঙ্গেই মমতাকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) । তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন, গ্রেফতার করা উচিত ৷

এদিন সুজন চক্রবর্তী বলেন, "উনি জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । দুষ্কৃতী ছাড়া কেউ এমনটা বলতে পারে না । দুষ্কৃতী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে । পুলিশের উচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা । পুলিশ মন্ত্রী হিসেবে একথা বলতে পারেন না তিনি ।" এদিন সুজন আরও বলেন, "মিটিংয়ের জমায়েত খারাপ । তা দেখে আবোল তাবোল বলেছেন মমতা । কোথায় গেল ফাইলগুলি । চ্যালেঞ্জ গ্রহণ করুন । আপনার চারপাশে শুধু চোর নয়, ডাকাত ও লুটেরা আছে ।" মমতা ও পরিবারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা প্রসঙ্গে সুজনের মত, এই বিষয়টিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো উচিত ৷ তদন্তও করানো উচিত ৷

ফিরহাদ হাকিমের (Bengal Minister Firhad Hakim) বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা আশঙ্কা প্রসঙ্গে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তালিকাটা আবার প্রকাশ করে ফেললেন । মোদির সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে । তালিকাটা প্রকাশ করলেন । আমরা তো প্রকাশ করতে বলিনি । একে একে তালিকা ধরে । তালিকা ধরে বলতে পারবে 35টা প্লট । প্রকাশ করুন ।’’

মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন গ্রেফতার করা উচিত, মমতাকে আক্রমণ সুজনের

একশো দিনের কাজের বিষয়ে বাংলা এক নম্বর বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী । সে বিষয়ে সুজনের কটাক্ষ, "উনি সব ব্যাপারেই এক নম্বর । একশো দিনের মজুরি কবে দেবেন ? গরিব মানুষের বকেয়া মজুরি কবে দেবেন ? তাঁরা কাজ পাচ্ছেন না । কবে কাজ দেবেন ? তাঁদের মজুরি দেওয়া হচ্ছে না । লুঠ চলছে । লুঠের টাকায় অপার সংসারে যোগ হয়েছে । এ সব বলা বন্ধ করুন । মজুরের টাকা ফেরত দিন ।"

আরও পড়ুন : মমতাও চোর, সাধু একমাত্র বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.