ETV Bharat / city

অবিলম্বে পেট্রোল-ডিজ়েলের দাম কমানোর দাবি সেলিমের

author img

By

Published : Jun 23, 2020, 12:42 AM IST

বেড়েই চলেছে পেট্রোল ও ডিজ়েলের দাম ৷ কেন্দ্রের কাছে অবিলম্বে পেট্রোল-ডিজ়েলের দাম কমানোর দাবি জানালেন CPI(M) নেতা মহম্মদ সেলিম । বাম নেতার কথায়, গরিব মানুষের পকেট মারছে কেন্দ্রীয় সরকার ৷

mohammad selim protests against rising fuel prices
মহম্মদ সেলিম

কলকাতা, 23 জুন: সাম্প্রতিককালে দফায় দফায় 17 বার পেট্রোল ও ডিজ়েলের দাম বেড়েছে । ফলে, পরিবহন খরচও বেড়েছে ৷ সমস্যায় পড়ছেন রাজ্যের সাধারণ মানুষ । এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে অবিলম্বে পেট্রোল-ডিজ়েলের দাম কমানোর দাবি জানালেন CPI(M) নেতা মহম্মদ সেলিম । প্রয়োজনে দিল্লির সরকারের কাছে বিশেষ আবেদন জানাবেন বলেও জানান তিনি ।

বাম নেতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার একতরফা লাগাতার পেট্রোল ও ডিজ়েলের দাম বাড়িয়ে চলেছে । যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কম ছিল তখন সংশ্লিষ্ট তেল কম্পানিগুলির লাভের জন্য কর বৃদ্ধি করা হয়েছে । অথচ তেলের কর বাবদ টাকা না দিয়ে রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে ৷ সেলিমের আরও অভিযোগ, লকডাউনের মধ্যে গত কয়েকদিনে 10 থেকে 12 টাকা লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে । দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়েছে । মানুষের হাতে টাকা নেই । এই অবস্থায় পেট্রোপণ্যের দাম এভাবে বাড়লে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বৃদ্ধি পাবে । CPI(M) নেতার কথায়, "গরিব মানুষের পকেট মারছে কেন্দ্রীয় সরকার ৷"

সোমবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মহম্মদ সেলিম বলেন, "পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য মানুষের পরিবহন খরচ বাড়বে । সরকার মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এমনিতেই লকডাউনে মানুষ বিপর্যস্ত । পেটে ভাত নেই । পকেটে পয়সা নেই । চলতি মাসে পেট্রোল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধি হাওয়ায় 2 থেকে আড়াই লাখ কোটি টাকা সাধারণ মানুষের থেকে রোজগার করেছে কেন্দ্রীয় সরকার । রাজ্যকে বঞ্চিত করে নিজেদের কোষাগার পূর্ণ করছে । অবিলম্বে পেট্রোল এবং ডিজ়েলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে ।"

কলকাতা, 23 জুন: সাম্প্রতিককালে দফায় দফায় 17 বার পেট্রোল ও ডিজ়েলের দাম বেড়েছে । ফলে, পরিবহন খরচও বেড়েছে ৷ সমস্যায় পড়ছেন রাজ্যের সাধারণ মানুষ । এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে অবিলম্বে পেট্রোল-ডিজ়েলের দাম কমানোর দাবি জানালেন CPI(M) নেতা মহম্মদ সেলিম । প্রয়োজনে দিল্লির সরকারের কাছে বিশেষ আবেদন জানাবেন বলেও জানান তিনি ।

বাম নেতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার একতরফা লাগাতার পেট্রোল ও ডিজ়েলের দাম বাড়িয়ে চলেছে । যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কম ছিল তখন সংশ্লিষ্ট তেল কম্পানিগুলির লাভের জন্য কর বৃদ্ধি করা হয়েছে । অথচ তেলের কর বাবদ টাকা না দিয়ে রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে ৷ সেলিমের আরও অভিযোগ, লকডাউনের মধ্যে গত কয়েকদিনে 10 থেকে 12 টাকা লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে । দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়েছে । মানুষের হাতে টাকা নেই । এই অবস্থায় পেট্রোপণ্যের দাম এভাবে বাড়লে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বৃদ্ধি পাবে । CPI(M) নেতার কথায়, "গরিব মানুষের পকেট মারছে কেন্দ্রীয় সরকার ৷"

সোমবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মহম্মদ সেলিম বলেন, "পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য মানুষের পরিবহন খরচ বাড়বে । সরকার মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এমনিতেই লকডাউনে মানুষ বিপর্যস্ত । পেটে ভাত নেই । পকেটে পয়সা নেই । চলতি মাসে পেট্রোল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধি হাওয়ায় 2 থেকে আড়াই লাখ কোটি টাকা সাধারণ মানুষের থেকে রোজগার করেছে কেন্দ্রীয় সরকার । রাজ্যকে বঞ্চিত করে নিজেদের কোষাগার পূর্ণ করছে । অবিলম্বে পেট্রোল এবং ডিজ়েলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.