ETV Bharat / city

CPIM Jhatika Bahini হারানো জমি ফেরাতে নয়া পদক্ষেপ সিপিএমের, তৈরি ঝটিকা বাহিনী - Jhatika Bahini

রাজ্যে নিজেদের হারানো জমি ফেরাতে মরিয়া সিপিএম ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছতে তৈরি হল ঝটিকা বাহিনী (CPIM Formed Jhatika Bahini) ৷ রাজ্যে হওয়া দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে নানাবিধ রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এই বাহিনী ৷

CPIM Formed Jhatika Bahini to Get Back Their Position In West Bengal
CPIM Formed Jhatika Bahini to Get Back Their Position In West Bengal
author img

By

Published : Aug 24, 2022, 3:08 PM IST

Updated : Aug 24, 2022, 4:35 PM IST

কলকাতা, 24 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) নজরে রেখে রাজ্যে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে নয়া কৌশল সিপিএমের ৷ বুথ স্তর থেকে ব্লক ও জেলা সর্বত্র ‘ঝটিকা বাহিনী’ তৈরি করার (CPIM Jhatika Bahini) পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে দলের রাজ্য নেতারা প্রতিটি জেলা কমিটিকে এই ‘ঝটিকা বাহিনী’ তৈরি করার (CPIM Formed Jhatika Bahini) কাজ শুরু করে দিতে বলেছেন ৷ আর তা যাতে দ্রুত হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে ৷

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, কোনও দুর্নীতি, কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামাই হবে এই বাহিনীর সদস্যদের কাজ ৷ রাজ্যের প্রতিটি বুথে 3-4 জন করে এই ঝটিকা বাহিনীর নেতৃত্বের দায়িত্বে থাকবে ৷ তাদের কাজ হবে, দুর্নীতির প্রতিবাদ এবং অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করা ৷ একইভাবে স্থানীয় থানা কোনও ব্যক্তি বা আক্রান্তদের অভিযোগ না নিলে তাঁদের পাশে দাঁড়ানো ৷ এই সমস্ত ক্ষেত্রে ঝটিকা বাহিনী দ্রুততার সঙ্গে কাজ করবে বলে দাবি সিপিএমের ৷

আরও পড়ুন: ডিএসওর মিছিল ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিট, আটক 82

ইতিমধ্য, উত্তর 24 পরগনা হাওড়া সহ একাধিক জেলার বেশ কয়েকটি ব্লকে এই ঝটিকা বাহিনী তৈরি করা হয়েছে ৷ আলিমুদ্দিনের দাবি এনিয়ে তারা ভালো প্রতিক্রিয়াও পেতে শুরু করেছে আলিমুদ্দিন স্ট্রিট ৷ প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি সিপিএম । লোকসভাতেও এ রাজ্য থেকে বামেদের কোনও প্রতিনিধি নেই ৷ এমতাবস্থায় ঝটিকা বাহিনী তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চায় সিপিএম ৷

কলকাতা, 24 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) নজরে রেখে রাজ্যে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে নয়া কৌশল সিপিএমের ৷ বুথ স্তর থেকে ব্লক ও জেলা সর্বত্র ‘ঝটিকা বাহিনী’ তৈরি করার (CPIM Jhatika Bahini) পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে দলের রাজ্য নেতারা প্রতিটি জেলা কমিটিকে এই ‘ঝটিকা বাহিনী’ তৈরি করার (CPIM Formed Jhatika Bahini) কাজ শুরু করে দিতে বলেছেন ৷ আর তা যাতে দ্রুত হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে ৷

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, কোনও দুর্নীতি, কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামাই হবে এই বাহিনীর সদস্যদের কাজ ৷ রাজ্যের প্রতিটি বুথে 3-4 জন করে এই ঝটিকা বাহিনীর নেতৃত্বের দায়িত্বে থাকবে ৷ তাদের কাজ হবে, দুর্নীতির প্রতিবাদ এবং অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করা ৷ একইভাবে স্থানীয় থানা কোনও ব্যক্তি বা আক্রান্তদের অভিযোগ না নিলে তাঁদের পাশে দাঁড়ানো ৷ এই সমস্ত ক্ষেত্রে ঝটিকা বাহিনী দ্রুততার সঙ্গে কাজ করবে বলে দাবি সিপিএমের ৷

আরও পড়ুন: ডিএসওর মিছিল ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিট, আটক 82

ইতিমধ্য, উত্তর 24 পরগনা হাওড়া সহ একাধিক জেলার বেশ কয়েকটি ব্লকে এই ঝটিকা বাহিনী তৈরি করা হয়েছে ৷ আলিমুদ্দিনের দাবি এনিয়ে তারা ভালো প্রতিক্রিয়াও পেতে শুরু করেছে আলিমুদ্দিন স্ট্রিট ৷ প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি সিপিএম । লোকসভাতেও এ রাজ্য থেকে বামেদের কোনও প্রতিনিধি নেই ৷ এমতাবস্থায় ঝটিকা বাহিনী তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চায় সিপিএম ৷

Last Updated : Aug 24, 2022, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.