কলকাতা, 24 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) নজরে রেখে রাজ্যে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে নয়া কৌশল সিপিএমের ৷ বুথ স্তর থেকে ব্লক ও জেলা সর্বত্র ‘ঝটিকা বাহিনী’ তৈরি করার (CPIM Jhatika Bahini) পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে দলের রাজ্য নেতারা প্রতিটি জেলা কমিটিকে এই ‘ঝটিকা বাহিনী’ তৈরি করার (CPIM Formed Jhatika Bahini) কাজ শুরু করে দিতে বলেছেন ৷ আর তা যাতে দ্রুত হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে ৷
আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, কোনও দুর্নীতি, কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামাই হবে এই বাহিনীর সদস্যদের কাজ ৷ রাজ্যের প্রতিটি বুথে 3-4 জন করে এই ঝটিকা বাহিনীর নেতৃত্বের দায়িত্বে থাকবে ৷ তাদের কাজ হবে, দুর্নীতির প্রতিবাদ এবং অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করা ৷ একইভাবে স্থানীয় থানা কোনও ব্যক্তি বা আক্রান্তদের অভিযোগ না নিলে তাঁদের পাশে দাঁড়ানো ৷ এই সমস্ত ক্ষেত্রে ঝটিকা বাহিনী দ্রুততার সঙ্গে কাজ করবে বলে দাবি সিপিএমের ৷
আরও পড়ুন: ডিএসওর মিছিল ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিট, আটক 82
ইতিমধ্য, উত্তর 24 পরগনা হাওড়া সহ একাধিক জেলার বেশ কয়েকটি ব্লকে এই ঝটিকা বাহিনী তৈরি করা হয়েছে ৷ আলিমুদ্দিনের দাবি এনিয়ে তারা ভালো প্রতিক্রিয়াও পেতে শুরু করেছে আলিমুদ্দিন স্ট্রিট ৷ প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি সিপিএম । লোকসভাতেও এ রাজ্য থেকে বামেদের কোনও প্রতিনিধি নেই ৷ এমতাবস্থায় ঝটিকা বাহিনী তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চায় সিপিএম ৷