ETV Bharat / city

CPIM on Agnipath Scheme : মোদি সরকারের অগ্নিপথ বাতিলের দাবিতে সরব সিপিএম - CPIM demands withdrawal of Modi Govt Agnipath Scheme

মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে জ্বলছে দেশের বিভিন্ন অংশ ৷ এই পরিস্থিতি এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হল সিপিএম ৷ দলের পলিটব্যুরো এই নিয়ে বিবৃতি দিয়েছে ৷ সেখানে এই প্রকল্প বাতিলের দাবি তোলা হয়েছে (CPIM demands withdrawal of Modi Govt Agnipath Scheme) ৷

cpim-demands-withdrawal-of-modi-govt-agnipath-scheme
CPIM on Agnipath Scheme : মোদি সরকারের অগ্নিপথ বাতিলের দাবিতে সরব সিপিএম
author img

By

Published : Jun 17, 2022, 3:04 PM IST

কলকাতা, 17 জুন : কেন্দ্রের মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে এখন তোলপাড় দেশ (Agitation on Modi Govt Agnipath Scheme) । ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নানা প্রান্তে নতুন প্রজন্মের ক্ষোভ আছড়ে পড়ছে । এই প্রকল্প অবিলম্বে বাতিল করা ও স্থায়ী নিয়োগের দাবি জানিয়েছে সিপিএম (CPIM) । দলের পলিটব্যুরোর তরফে বিবৃতি দিয়ে প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে (CPIM Politburo issues Statement on Agnipath Scheme) ।

সিপিএমের পলিটব্যুরোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রকল্প ভারতের জাতীয় স্বার্থের গুরুতর ক্ষতি করবে । তাই এই প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে ৷ কারণ, চার বছরের ঠিকা বন্দোবস্তে সেনাবাহিনীতে নিয়োগ করে পেশাদার সশস্ত্রবাহিনী নির্মাণ করা যায় না । খরচ বাঁচাতে এই প্রকল্পে পেনশনের কোনও সুবিধাই নেই । দেশের সেনাবাহিনীর গুণমান ও পেশাদারিত্বের প্রসঙ্গে এই প্রকল্পকে ‘নির্লজ্জ আপোষ’ বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত দু’বছরে সেনাবাহিনীতে (Indian Army) কোনও নিয়োগ হয়নি । স্থায়ী নিয়োগের পরিবর্তে এধরনের প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে জওয়ানদের কোনোরকম কাজে যুক্ত হওয়ার নিশ্চয়তা ছাড়াই সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ করতে চাইছে সরকার । চার বছর পরে এই সব সেনা জওয়ানদের বিভিন্ন গোষ্ঠীনিয়ন্ত্রিত অথবা ব্যাক্তিগত মিলিশিয়া বাহিনীতে যুক্ত করার মতো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে । দেশের বর্তমান সামাজিক বিন্যাসে ইতিমধ্যেই বহুবিধ অনভিপ্রেত শোষণ, নিপীড়নের সুযোগ রয়েছে, এই ধরনের প্রকল্পে সেই বিন্যাস আরও জটিল আকার নেবে ।

সিপিএমের অভিযোগ, নিযুক্ত হওয়া কাজে ন্যূনতম সুরক্ষার বন্দোবস্তটুকু ছাড়াই যে কায়দায় দেশের যুবসমাজকে দেশের স্বার্থে আত্মাহুতির মতো চরম কর্তব্য পালনের আহ্বান জানানো হয়েছে, তা কার্যত অপরাধ । এই প্রকল্পের বিরুদ্ধে দেশের জনসাধারণের কতটা ক্ষোভ তৈরি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত স্বতঃস্ফূর্ত বিক্ষোভগুলিতে তারই আঁচ পাওয়া যাচ্ছে ।

সেই কারণে অবিলম্বে ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিল করে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে (CPIM demands withdrawal of Modi Govt Agnipath Scheme) ।

আরও পড়ুন : Agnipath Scheme: বিক্ষোভের আগুন নেভাতে আসরে হেভিওয়েট মন্ত্রীরা, পরপর টুইট শাহ-রাজনাথ-সীতারমনদের

কলকাতা, 17 জুন : কেন্দ্রের মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে এখন তোলপাড় দেশ (Agitation on Modi Govt Agnipath Scheme) । ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নানা প্রান্তে নতুন প্রজন্মের ক্ষোভ আছড়ে পড়ছে । এই প্রকল্প অবিলম্বে বাতিল করা ও স্থায়ী নিয়োগের দাবি জানিয়েছে সিপিএম (CPIM) । দলের পলিটব্যুরোর তরফে বিবৃতি দিয়ে প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে (CPIM Politburo issues Statement on Agnipath Scheme) ।

সিপিএমের পলিটব্যুরোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রকল্প ভারতের জাতীয় স্বার্থের গুরুতর ক্ষতি করবে । তাই এই প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে ৷ কারণ, চার বছরের ঠিকা বন্দোবস্তে সেনাবাহিনীতে নিয়োগ করে পেশাদার সশস্ত্রবাহিনী নির্মাণ করা যায় না । খরচ বাঁচাতে এই প্রকল্পে পেনশনের কোনও সুবিধাই নেই । দেশের সেনাবাহিনীর গুণমান ও পেশাদারিত্বের প্রসঙ্গে এই প্রকল্পকে ‘নির্লজ্জ আপোষ’ বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত দু’বছরে সেনাবাহিনীতে (Indian Army) কোনও নিয়োগ হয়নি । স্থায়ী নিয়োগের পরিবর্তে এধরনের প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে জওয়ানদের কোনোরকম কাজে যুক্ত হওয়ার নিশ্চয়তা ছাড়াই সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ করতে চাইছে সরকার । চার বছর পরে এই সব সেনা জওয়ানদের বিভিন্ন গোষ্ঠীনিয়ন্ত্রিত অথবা ব্যাক্তিগত মিলিশিয়া বাহিনীতে যুক্ত করার মতো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে । দেশের বর্তমান সামাজিক বিন্যাসে ইতিমধ্যেই বহুবিধ অনভিপ্রেত শোষণ, নিপীড়নের সুযোগ রয়েছে, এই ধরনের প্রকল্পে সেই বিন্যাস আরও জটিল আকার নেবে ।

সিপিএমের অভিযোগ, নিযুক্ত হওয়া কাজে ন্যূনতম সুরক্ষার বন্দোবস্তটুকু ছাড়াই যে কায়দায় দেশের যুবসমাজকে দেশের স্বার্থে আত্মাহুতির মতো চরম কর্তব্য পালনের আহ্বান জানানো হয়েছে, তা কার্যত অপরাধ । এই প্রকল্পের বিরুদ্ধে দেশের জনসাধারণের কতটা ক্ষোভ তৈরি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত স্বতঃস্ফূর্ত বিক্ষোভগুলিতে তারই আঁচ পাওয়া যাচ্ছে ।

সেই কারণে অবিলম্বে ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিল করে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে (CPIM demands withdrawal of Modi Govt Agnipath Scheme) ।

আরও পড়ুন : Agnipath Scheme: বিক্ষোভের আগুন নেভাতে আসরে হেভিওয়েট মন্ত্রীরা, পরপর টুইট শাহ-রাজনাথ-সীতারমনদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.