ETV Bharat / city

কেজরিওয়ালের দিল্লি জয়ে খুশি রাজ্য বাম-কংগ্রেস

দিল্লিতে আম আদমি পার্টির বিপুল জয়ের পর BJP-কে আক্রমণ করলেন বাম ও কংগ্রেসের রাজ্য নেতারা । BJP কৃতকর্মের ফল পাচ্ছে বলে তাঁরা আক্রমণ করেন ।

Cpim cong
রাজ্য বাম-কংগ্রেস
author img

By

Published : Feb 11, 2020, 4:14 PM IST

Updated : Feb 11, 2020, 5:04 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : দিল্লির নির্বাচনে BJP ধরাশায়ী হওয়ায় খুশি রাজ্যের বাম ও কংগ্রেস নেতারা ৷ বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে আশার আলো দেখছেন তাঁরা ।

রাজ্য কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, BJP-র কৃতকর্মের ফলই প্রকাশ পাচ্ছে ৷ তাঁর কথায়, ‘‘BJP-র শেষের সেদিন আসন্ন ৷ BJP-কে মানুষ ভরসা করে ক্ষমতায় এনেছিল । সেখানে BJP দেশের মানুষের সঙ্গে গদ্দারি করেছে ৷ একের পর এক ভারতীয় সম্পদ বেচে দিচ্ছে ৷ নোটবাতিল, অর্থনীতিকে তলানিতে পৌছে দিয়েছে তারা ৷’’

অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী দিল্লির মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘ ধর্মের নামে BJP মানুষের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে ৷ মানুষ এই বিভাজনের রাজনীতি মানবে না ৷ দিল্লির মানুষকে অভিনন্দন জানাচ্ছি যে তারা BJP কে পরিত্যাগ করেছে ৷"

কলকাতা, 11 ফেব্রুয়ারি : দিল্লির নির্বাচনে BJP ধরাশায়ী হওয়ায় খুশি রাজ্যের বাম ও কংগ্রেস নেতারা ৷ বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে আশার আলো দেখছেন তাঁরা ।

রাজ্য কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, BJP-র কৃতকর্মের ফলই প্রকাশ পাচ্ছে ৷ তাঁর কথায়, ‘‘BJP-র শেষের সেদিন আসন্ন ৷ BJP-কে মানুষ ভরসা করে ক্ষমতায় এনেছিল । সেখানে BJP দেশের মানুষের সঙ্গে গদ্দারি করেছে ৷ একের পর এক ভারতীয় সম্পদ বেচে দিচ্ছে ৷ নোটবাতিল, অর্থনীতিকে তলানিতে পৌছে দিয়েছে তারা ৷’’

অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী দিল্লির মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘ ধর্মের নামে BJP মানুষের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে ৷ মানুষ এই বিভাজনের রাজনীতি মানবে না ৷ দিল্লির মানুষকে অভিনন্দন জানাচ্ছি যে তারা BJP কে পরিত্যাগ করেছে ৷"

Intro:দিল্লিতে বিজেপির অবস্থা ধরাশায়ী। বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে কার্যত আশার আলো দেখছেন এ রাজ্যের বাম এবং কংগ্রেস নেতৃত্ব।


Body:বিজেপির কৃতকর্মের ফল প্রকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বিজেপির শেষের সেদিন আসন্ন। বিজেপির ক্ষেত্রে ভয়ঙ্কর সেদিন আসছে।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, দিল্লির মানুষকে অভিনন্দন জানিয়েছেন। অসহিষ্ণু বিজেপির এমন ফলই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তিনি।


Conclusion:আগামী দিনে বিজেপির ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে এ রাজ্যের বিরোধী শিবির।
Last Updated : Feb 11, 2020, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.