ETV Bharat / city

Covid Vaccination for Children: শীঘ্রই 5-12 বছর বয়সিদের দেওয়া হবে করোনার টিকা - শিশুদের টিকা

শীঘ্রই 5-12 বছর বয়সিদের জন্য করোনার টিকাকরণ (Covid Vaccination for Children) শুরু হবে ৷ ভারতের সংশ্লিষ্ট নিয়ামক সংস্থা INTAGI (India’s National Technical Advisory Group on Immunisation)-এর অনুমোদন সাপেক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Covid Vaccination for Children from 5 to 12 years age group will start soon
Covid Vaccination for Children: শীঘ্রই 5-12 বছর বয়সীদের দেওয়া হবে করোনার টিকা
author img

By

Published : Jul 9, 2022, 9:22 PM IST

কলকাতা, 9 জুলাই: করোনা (Coronavirus) রুখতে বড় পদক্ষেপ ৷ এবার শুরু হচ্ছে 5 বছর থেকে 12 বছর বয়সিদের টিকাকরণ (Covid Vaccination for Children) ৷ এই বয়সসীমার মধ্যে থাকা শিশু ও নাবালকদের শরীরে কর্বিভ্যাক্স (Corbevax) এবং কোভ্যাক্সিন (Covaxin) টিকা দেওয়া হবে ৷

ভারতের সংশ্লিষ্ট নিয়ামক সংস্থা INTAGI (India’s National Technical Advisory Group on Immunisation)-এর অনুমোদন সাপেক্ষেই 5 থেকে 12 বছর বয়সিদের টিকাকরণ করা হবে ৷ তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

আরও পড়ুন: west bengal corona update: রাজ্যে আরও বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, মৃত 3

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ, টিকা সর্বদাই রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৷ শিশুদের এখনও করোনার টিকা দেওয়া হয়নি ৷ অথচ তারা স্কুলে যেতে শুরু করেছে ৷ এদিকে, সংক্রমণও ফের বাড়ছে ৷ তাই অবিলম্বে তাদের টিকা দেওয়া দরকার ৷

প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল ৷ চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, "বর্তমানে ছোটরাও করোনায় আক্রান্ত হচ্ছে ৷ এরই মধ্য়ে স্কুল শুরু হয়ে গিয়েছে। স্কুল বন্ধ করা কখনই উচিত নয় ৷ ফলে শিশুদের টিকাকরণের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি ৷"

কলকাতা, 9 জুলাই: করোনা (Coronavirus) রুখতে বড় পদক্ষেপ ৷ এবার শুরু হচ্ছে 5 বছর থেকে 12 বছর বয়সিদের টিকাকরণ (Covid Vaccination for Children) ৷ এই বয়সসীমার মধ্যে থাকা শিশু ও নাবালকদের শরীরে কর্বিভ্যাক্স (Corbevax) এবং কোভ্যাক্সিন (Covaxin) টিকা দেওয়া হবে ৷

ভারতের সংশ্লিষ্ট নিয়ামক সংস্থা INTAGI (India’s National Technical Advisory Group on Immunisation)-এর অনুমোদন সাপেক্ষেই 5 থেকে 12 বছর বয়সিদের টিকাকরণ করা হবে ৷ তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

আরও পড়ুন: west bengal corona update: রাজ্যে আরও বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, মৃত 3

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ, টিকা সর্বদাই রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৷ শিশুদের এখনও করোনার টিকা দেওয়া হয়নি ৷ অথচ তারা স্কুলে যেতে শুরু করেছে ৷ এদিকে, সংক্রমণও ফের বাড়ছে ৷ তাই অবিলম্বে তাদের টিকা দেওয়া দরকার ৷

প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল ৷ চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, "বর্তমানে ছোটরাও করোনায় আক্রান্ত হচ্ছে ৷ এরই মধ্য়ে স্কুল শুরু হয়ে গিয়েছে। স্কুল বন্ধ করা কখনই উচিত নয় ৷ ফলে শিশুদের টিকাকরণের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.