ETV Bharat / city

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কোভিড জয়ী বুদ্ধদেব, থাকবেন সেফ হোমে - safe home

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বুধবার তাঁকে ছাড়া হল৷

covid survivor buddhabed bhattacharjee released from hospital
হাসপাতাল থেকে ছাড়া পেলেন কোভিড জয়ী বুদ্ধদেব, থাকবেন সেফ হোমে
author img

By

Published : Jun 2, 2021, 1:38 PM IST

Updated : Jun 2, 2021, 1:53 PM IST

কলকাতা, 2 জুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ কোভিড জয় করেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৷ তবে তিনি এখনই বাড়ি ফিরছেন না ৷ তাঁকে আপাতত রাখা হবে একটি সেফ হোমে ৷

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন ৷ মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা বাড়িতেই চলছিল ৷ পরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷

তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে ৷ বুধবার কোভিড সারার পর তাঁকে ছুটি দেওয়া হল ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আপাতত সুস্থ ৷ তাঁকে ওরাল মেডিসিন দেওয়া হয়েছে ৷ অক্সিজেন চলবে ৷ তবে তার মাত্রা অনেকটা কম থাকবে ৷

বুদ্ধদেব ভট্টাচার্যর আগে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁর স্ত্রী ৷ তিনি কোভিড জয় করে বাড়িও ফিরেছিলেন ৷ কিন্তু আবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তাঁকেও হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে বলে খবর ৷

আরও পড়ুন : সুস্থতার হার বাড়লেও, বৃদ্ধি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যাও

কিন্তু তাঁরা বাড়িতে যাচ্ছেন না ৷ দলের তরফে তাঁদের জন্য একটি সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে ৷ সেখানেই থাকবেন তাঁরা ৷

কলকাতা, 2 জুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ কোভিড জয় করেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৷ তবে তিনি এখনই বাড়ি ফিরছেন না ৷ তাঁকে আপাতত রাখা হবে একটি সেফ হোমে ৷

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন ৷ মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা বাড়িতেই চলছিল ৷ পরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷

তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে ৷ বুধবার কোভিড সারার পর তাঁকে ছুটি দেওয়া হল ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আপাতত সুস্থ ৷ তাঁকে ওরাল মেডিসিন দেওয়া হয়েছে ৷ অক্সিজেন চলবে ৷ তবে তার মাত্রা অনেকটা কম থাকবে ৷

বুদ্ধদেব ভট্টাচার্যর আগে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁর স্ত্রী ৷ তিনি কোভিড জয় করে বাড়িও ফিরেছিলেন ৷ কিন্তু আবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তাঁকেও হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে বলে খবর ৷

আরও পড়ুন : সুস্থতার হার বাড়লেও, বৃদ্ধি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যাও

কিন্তু তাঁরা বাড়িতে যাচ্ছেন না ৷ দলের তরফে তাঁদের জন্য একটি সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে ৷ সেখানেই থাকবেন তাঁরা ৷

Last Updated : Jun 2, 2021, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.