কলকাতা, 30 সেপ্টেম্বর :রাজ্যে ফের বাড়ল কোভিড বিধিনিষেধ ৷ এবার আরও এক মাস বাড়ানো হল ৷ আগামী 30 অক্টোবর পর্যন্ত করোনার বিধিনিষেধ বহাল থাকছে রাজ্যে । বন্ধ থাকছে লোকাল ট্রেন । এই বিধি বলবৎ থাকলেও 10 থেকে 20 অক্টোবর বিধিনিষেধ শিথিল করা হবে । এই সময়টা যেহেতু উৎসবের মরশুম, তাই এই 11 দিন নাইট কার্ফু তুলে নেওয়া হল ৷
নবান্ন থেকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিধিনিষেধ বজায় থাকলেও 10 থেকে 20 অক্টোবর সাধারণ মানুষের ঠাকুর দেখার আনন্দ যাতে বজায় থাকে, সেজন্য রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করা হয়েছে । এতদিন রাজ্যে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ চালু ছিল । পুজোর দিনগুলিতে অর্থাৎ 10 থেকে 20 অক্টোবর যাতে মানুষ রাস্তায় নেমে ঠাকুর দেখতে পারেন তাই নাইট কার্ফু তুলে নেওয়া হচ্ছে ।
এদিনের বিজ্ঞপ্তিতেও লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও উল্লেখ নেই । তাই এটা ধরে নিতেই হবে যে, পুজোর সময় যথারীতি লোকাল ট্রেন বন্ধ থাকবে । পাশাপাশি পুজোর পরে স্কুল খোলার সম্ভাবনার কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এদিনের নির্দেশিকাতে স্কুল-কলেজ খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি । আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, গ্রামীণ ক্ষেত্রে 50 শতাংশের বেশি ভ্যাকসিনেশন না হওয়া পর্যন্ত লোকাল ট্রেনে ছাড়পত্র দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করবে না ৷ সেইরকমই এদিনের বিধিনিষেধে প্রতিফলিত হয়েছে । মাস্ক পরে বাইরে বের হওয়া, শারীরিক দূরত্ব বিধি মেনে চলা, স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে ।
অন্যদিকে উৎসবপ্রিয় বাঙালি গতবছর করোনার কারণে পুজো সেভাবে উপভোগ করতে পারেনি । তবে এই মুহূর্তে যেহেতু করোনা সংক্রমণের হার রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, তাই সাধারণ মানুষের ঠাকুর দেখার উপর কোনও বিধিনিষেধ আরোপ করতে চাইছে না রাজ্য সরকার । তবে টিকাকরণ, মাস্কের ব্যবহার এবং শারীরিক দূরত্ব মানার উপর জোর দিচ্ছে রাজ্য ।
আরও পড়ুন : Corona in India : দৈনিক সংক্রমণ বেড়ে 23 হাজারের ঘরে