কলকাতা, 23 ফেব্রুয়ারি : কোভিড 19-এ আক্রান্ত রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হল । মঙ্গলবার দুপুরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
কয়েকদিন আগে কোভিড 19-এ আক্রান্ত হওয়ার পর বাড়িতেই ছিলেন মন্ত্রী। তবে, আজ মঙ্গলবার দুপুরে তাঁকে ভর্তি করা হয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর জ্বর রয়েছে। পর্যবেক্ষণে রাখার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : রাজ্যেও বেড়ে যেতে পারে কোভিড-19-এর সংক্রমণ, আশঙ্কায় চিকিৎসকরা
এদিকে দেশজুড়ে করোনার ভ্যাকসিনেশন চললেও, পাঁচটি রাজ্যে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বিস্ফোরণে জখম রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে দেখতে সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সেখানেই মুখ্যমন্ত্রী উদ্বেগপ্রকাশ করে বলেন, করোনা সংক্রমণ একটু একটু করে বাড়ছে। এই কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে, এরাজ্যে ফের বাড়তে পারে সংক্রমণ।