ETV Bharat / city

কোরোনা : গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 149 - কোরোনাভাইরাস আপডেট

আজ এখনও পর্যন্ত সারা দেশে নতুন করে 149 জনের শরীরে কোরোনা ভাইরাস (COVID-19) পাওয়া গেছে । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 873 ।

covid 19
covid 19
author img

By

Published : Mar 28, 2020, 11:35 AM IST

দিল্লি ও কলকাতা, 28 মার্চ : ভারতে ক্রমাগত বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 149 জন আক্রান্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 19 জনের ৷ আজ এই তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 79 জন ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্ত 873 ৷

আজ নতুন করে রাজস্থানে কোরোনায় সংক্রমিত হয়েছেন দুইজন ৷ আজমেরে 23 বছরের এক যুবকের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৷ সম্প্রতি পাঞ্জাব থেকে ফিরেছিলেন ওই যুবক ৷ পাশাপাশি ভিলওয়াড়াতে 25 বছরের এক যুবতিও আক্রান্ত হয়েছেন ৷ আজ সকালে মহারাষ্ট্রে নতুন করে ছয় জনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে ৷ তেলাঙ্গানাতেও নতুন করে দশজন আক্রান্ত হয়েছেন ৷

covid 19
কোন পথে দেশ ও রাজ্যের কোরোনা পরিস্থিতি ?

সব থেকে বেশি আক্রান্ত হয়েছে কেরল ও মহারাষ্ট্রের মানুষ ৷ পশ্চিমবঙ্গে একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ বিশ্বজুড়ে এখন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ছয় লাখের কাছাকাছি ৷ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 27 হাজারেরও বেশি ৷ এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় প্রতিটি দেশ লকডাউনের পথে হাঁটছে ৷

দিল্লি ও কলকাতা, 28 মার্চ : ভারতে ক্রমাগত বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 149 জন আক্রান্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 19 জনের ৷ আজ এই তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 79 জন ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্ত 873 ৷

আজ নতুন করে রাজস্থানে কোরোনায় সংক্রমিত হয়েছেন দুইজন ৷ আজমেরে 23 বছরের এক যুবকের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৷ সম্প্রতি পাঞ্জাব থেকে ফিরেছিলেন ওই যুবক ৷ পাশাপাশি ভিলওয়াড়াতে 25 বছরের এক যুবতিও আক্রান্ত হয়েছেন ৷ আজ সকালে মহারাষ্ট্রে নতুন করে ছয় জনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে ৷ তেলাঙ্গানাতেও নতুন করে দশজন আক্রান্ত হয়েছেন ৷

covid 19
কোন পথে দেশ ও রাজ্যের কোরোনা পরিস্থিতি ?

সব থেকে বেশি আক্রান্ত হয়েছে কেরল ও মহারাষ্ট্রের মানুষ ৷ পশ্চিমবঙ্গে একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ বিশ্বজুড়ে এখন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ছয় লাখের কাছাকাছি ৷ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 27 হাজারেরও বেশি ৷ এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় প্রতিটি দেশ লকডাউনের পথে হাঁটছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.