ETV Bharat / city

রাজ্যে বেসরকারি ল‍্যাবরেটরিতে কমল কোরোনা পরীক্ষার খরচ

author img

By

Published : Oct 12, 2020, 9:11 PM IST

বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য বিভিন্ন রকমের খরচ নেওয়ার অভিযোগ উঠেছিল । যার জেরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ বেঁধে দিয়েছিল রাজ্য সরকার ।

COVID 19 testing cost
প্রতীকী ছবি

কলকাতা, 12 অক্টোবর : বেসরকারি ল‍্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার খরচ কমিয়ে করা হল 1 হাজার 500 টাকা। আগে এই খরচ পড়ত 2 হাজার 250 টাকা। আজ স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে বেসরকারি ল‍্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার খরচ কমানোর কথা বলা হয়েছে ।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য বিভিন্ন রকমের খরচ নেওয়ার অভিযোগ উঠেছিল । যার জেরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ বেঁধে দিয়েছিল রাজ্য সরকার । জুন মাসে সরকারি এক নির্দেশে জানানো হয়েছিল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ পড়বে 2 হাজার 250 টাকা । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য কিটের দাম আগের তুলনায় এখন অনেক কমে গেছে । এই কারণে বেসরকারি ল্যাবরেটরি ও ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ আরও কমানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছিল ।

আরও পড়ুন : কীভাবে ব্যবহার করলে কার্যকরী কাপড়ের মাস্ক ?

প্রথমে স্থির হয়েছিল, 2 হাজার 250 টাকার বদলে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ পড়বে 1 হাজার 201 টাকা । এর জন্য 28 সেপ্টেম্বর স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকা জারি করেছিল । ওই নির্দেশিকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য 1 হাজার 201 টাকা বেঁধে দেওয়ার কথা জানানো হয়েছিল । তবে 1 অক্টোবর নতুন এক নির্দেশ ইশু করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, অনিবার্য পরিস্থিতিতে 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রযুক্তিগত কারণে 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ।

এদিকে আজ ফের এক নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর । এই নির্দেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি ল্যাবরেটরিতে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য এখন থেকে খরচ পড়বে 1 হাজার 500 টাকা । এই নির্দেশ মানা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

কলকাতা, 12 অক্টোবর : বেসরকারি ল‍্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার খরচ কমিয়ে করা হল 1 হাজার 500 টাকা। আগে এই খরচ পড়ত 2 হাজার 250 টাকা। আজ স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে বেসরকারি ল‍্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার খরচ কমানোর কথা বলা হয়েছে ।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য বিভিন্ন রকমের খরচ নেওয়ার অভিযোগ উঠেছিল । যার জেরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ বেঁধে দিয়েছিল রাজ্য সরকার । জুন মাসে সরকারি এক নির্দেশে জানানো হয়েছিল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ পড়বে 2 হাজার 250 টাকা । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য কিটের দাম আগের তুলনায় এখন অনেক কমে গেছে । এই কারণে বেসরকারি ল্যাবরেটরি ও ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ আরও কমানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছিল ।

আরও পড়ুন : কীভাবে ব্যবহার করলে কার্যকরী কাপড়ের মাস্ক ?

প্রথমে স্থির হয়েছিল, 2 হাজার 250 টাকার বদলে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ পড়বে 1 হাজার 201 টাকা । এর জন্য 28 সেপ্টেম্বর স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকা জারি করেছিল । ওই নির্দেশিকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য 1 হাজার 201 টাকা বেঁধে দেওয়ার কথা জানানো হয়েছিল । তবে 1 অক্টোবর নতুন এক নির্দেশ ইশু করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, অনিবার্য পরিস্থিতিতে 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রযুক্তিগত কারণে 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ।

এদিকে আজ ফের এক নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর । এই নির্দেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি ল্যাবরেটরিতে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য এখন থেকে খরচ পড়বে 1 হাজার 500 টাকা । এই নির্দেশ মানা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.