ETV Bharat / city

রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 14 হাজারের দোরগোড়ায় - Coronavirus safety measures

শেষ 24 ঘণ্টায় শুধুমাত্র কলকাতা থেকেই 126 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ।

কোরোনা ভাইরাসের খবর
কোরোনা ভাইরাসের খবর
author img

By

Published : Jun 21, 2020, 7:48 PM IST

কলকাতা, 21 জুন : রাজ্যের কোরোনা গ্রাফ ক্রমেই ঊর্ধ্বগামী । রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 414 জন ৷ মৃত্যু হয়েছে 15 জনের । এই নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 13 হাজার 945 । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে 555 জন ।

এদিকে আজ রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন 432 জন । এখনও পর্যন্ত মোট 8 হাজার 297 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এই মুহূর্তে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 93 জন । পরিস্থিতি সামাল দিতে রাজ্যে সোয়াবের নমুনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 49 টি । এই সপ্তাহে আরও চার'টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । এর মধ্যে একটি ল্যাবরেটরি এখনও অনুমোদন পায়নি ।

রাজ্যে মোট সরকারি কোয়ারানটিনের সংখ্যা 582 টি । বর্তমানে সেখানে 8 হাজার 897 জন রয়েছে পর্যবেক্ষণে রয়েছেন । এ-পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 90 হাজার 350 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 37 হাজার 838 জন । এপর্যন্ত ছাড়া পেয়েছেন 1 লাখ 60 হাজার 728 জন । ভিনরাজ্য থেকে যাঁরা ফিরছেন তাঁদের জন্য এই মুহূর্তে রাজ্যে 7 হাজার 304 টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 60 হাজার 303 জন রয়েছেন । ছাড়া পেয়েছেন 1 লাখ 60 হাজার 728 জন ।

এদিকে কলকাতায় এখনও পর্যন্ত কোরোনায় সংক্রমিত হয়েছেন মোট 4653 জন । আজ নতুন করে 126 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । পাশপাশি সুস্থও হয়ে উঠেছেন অনেকে । এখনও পর্যন্ত 2367 জন কলকাতায় কোরোনামুক্ত হয়ে উঠেছেন । আজ নতুন করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 201 জন । রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কলকাতায় শেষ 24 ঘণ্টায় মারা গেছে 6 জন । কলকাতায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 329 জন ।

কলকাতা, 21 জুন : রাজ্যের কোরোনা গ্রাফ ক্রমেই ঊর্ধ্বগামী । রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 414 জন ৷ মৃত্যু হয়েছে 15 জনের । এই নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 13 হাজার 945 । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে 555 জন ।

এদিকে আজ রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন 432 জন । এখনও পর্যন্ত মোট 8 হাজার 297 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এই মুহূর্তে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 93 জন । পরিস্থিতি সামাল দিতে রাজ্যে সোয়াবের নমুনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 49 টি । এই সপ্তাহে আরও চার'টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । এর মধ্যে একটি ল্যাবরেটরি এখনও অনুমোদন পায়নি ।

রাজ্যে মোট সরকারি কোয়ারানটিনের সংখ্যা 582 টি । বর্তমানে সেখানে 8 হাজার 897 জন রয়েছে পর্যবেক্ষণে রয়েছেন । এ-পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 90 হাজার 350 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 37 হাজার 838 জন । এপর্যন্ত ছাড়া পেয়েছেন 1 লাখ 60 হাজার 728 জন । ভিনরাজ্য থেকে যাঁরা ফিরছেন তাঁদের জন্য এই মুহূর্তে রাজ্যে 7 হাজার 304 টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 60 হাজার 303 জন রয়েছেন । ছাড়া পেয়েছেন 1 লাখ 60 হাজার 728 জন ।

এদিকে কলকাতায় এখনও পর্যন্ত কোরোনায় সংক্রমিত হয়েছেন মোট 4653 জন । আজ নতুন করে 126 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । পাশপাশি সুস্থও হয়ে উঠেছেন অনেকে । এখনও পর্যন্ত 2367 জন কলকাতায় কোরোনামুক্ত হয়ে উঠেছেন । আজ নতুন করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 201 জন । রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কলকাতায় শেষ 24 ঘণ্টায় মারা গেছে 6 জন । কলকাতায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 329 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.