কলকাতা, ২৫ মার্চ: বিভিন্ন দেশ থেকে ফেরা রাজ্যের ২৫ হাজারের বেশি মানুষকে হোম আইসোলেশনে রাখা হয়েছে । রাজ্যের একাধিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন ২১৭ জন । তবে, এরাজ্যে নতুন করে আক্রান্তের খোঁজ মেলেনি ।
বুধবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আজ পর্যন্ত COVID-19 আক্রান্ত বিভিন্ন দেশ থেকে এ রাজ্যে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে ২৭ হাজার১০৭ জনকে চিহ্নিত করে হোম আইসোলেশনে রাখা হয়েছে । তাঁদের মধ্যে ১ হাজার ৮১৮ জনের ক্ষেত্রে ১৪ দিনের হোম আইসোলেশনের মেয়াদ শেষ হয়েছে । রাজ্যের একাধিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন ২১৭ জন । ২৫ হাজার ৭২ জনকে এখনও হোম আইসোলেশনে রাখা হয়েছে ।
এখনও পর্যন্ত এরাজ্যে নয় জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দু'জনের নমুনা পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং মাল্টি-স্পেশালিটি হসপিটাল, সব মিলিয়ে ৮৬টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১হাজার ৮৯টি বেডের ব্যবস্থা করা হয়েছে।