ETV Bharat / city

লকডাউন : কলকাতায় এখনও পর্যন্ত ধৃত চার হাজার

ছবি
ছবি
author img

By

Published : Apr 3, 2020, 1:22 PM IST

Updated : Apr 3, 2020, 1:38 PM IST

13:34 April 03

কলকাতা, 3 এপ্রিল : লকডাউনের আজ দশম দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
রান্নার গ্যাসের জন্য ভিড় রায়গঞ্জে
  • সামাজিক দূরত্বকে শিকেয় তুলে রায়গঞ্জের গ্যাসের দোকানের বাইরে ভিড় ।
  • কোরোনার মোকাবিলায় এগিয়ে এল বনদপ্তর । জঙ্গলমহলের 1000 পরিবারকে চাল, আলু, ডাল, সাবান, সয়াবিন ও বিস্কুট বিতরণ করলেন বনবিভাগের কর্মীরা ।

13:34 April 03

Lockdown
ওষুধ কিনতে ভিড় দোকানের বাইরে
  • লকডাউনে ওষুধের দোকানের বাইরে লম্বা লাইন । কলকাতায় একাধিক ওষুধের দোকানের বাইরে আজ এমনই ছবি চোখে পড়ল ।

13:33 April 03

Lockdown
চেনা ছন্দে বাঁকুড়া
  • লকডাউন মানা হচ্ছে না বাঁকুড়া শহরে । আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছন্দে রাস্তায় বেড়িয়েছে মানুষ ।
  • লকডাউন চলাকালীন বেআইনি মদ বিক্রির অভিযোগে কাঁকসা থানা এলাকা থেকে গ্রেপ্তার BJP নেতাসহ তিনজন ।

12:44 April 03

Lockdown
চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভা থেকে হলদিয়ায় ফেরা যুবক কোরোনায় সংক্রমিত । বাড়ছে আতঙ্ক ।

12:44 April 03

Lockdown
চলছে পুলিশি ধরপাকড়
  • লকডাউনে এখনও পর্যন্ত কলকাতায় ধৃত প্রায় 4 হাজার, তবুও বাড়ছে না সচেতনতা । এরপরেও অপ্রয়োজনে রাস্তায় বেরোচ্ছেন মানুষ । আর তাতেই বাড়ছে কোরোনা সংক্রমণের আশঙ্কা ।

12:25 April 03

Lockdown
আতঙ্ক বাড়ছে শহরে
  • 30 জন বিদেশিসহ 35 জনকে আসানসোলের তিনটি মসজিদ থেকে নিয়ে যাওয়া হল কলকাতার বিধাননগর হজ হাউজ়ে ।
  • মাসখানেক আগে জলপাইগুড়ি থেকে বদলি হয়ে এসেছিলেন কলকাতায় । পেশায় শিশু হাসপাতালের নার্স । কোরোনা রোগীর কোনও চিকিৎসাই হচ্ছে না সেখানে । কোরোনা সংক্রমণের আতঙ্কে তাঁকে ছাড়তে হল ভাড়া বাড়ি । ঘটনাটি যাদবপুর এলাকার ।
  • বাঙ্গুর হাসপাতালকে কোরোনা হাসপাতাল না করার দাবিতে বিক্ষোভ শহরে ।

13:34 April 03

কলকাতা, 3 এপ্রিল : লকডাউনের আজ দশম দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
রান্নার গ্যাসের জন্য ভিড় রায়গঞ্জে
  • সামাজিক দূরত্বকে শিকেয় তুলে রায়গঞ্জের গ্যাসের দোকানের বাইরে ভিড় ।
  • কোরোনার মোকাবিলায় এগিয়ে এল বনদপ্তর । জঙ্গলমহলের 1000 পরিবারকে চাল, আলু, ডাল, সাবান, সয়াবিন ও বিস্কুট বিতরণ করলেন বনবিভাগের কর্মীরা ।

13:34 April 03

Lockdown
ওষুধ কিনতে ভিড় দোকানের বাইরে
  • লকডাউনে ওষুধের দোকানের বাইরে লম্বা লাইন । কলকাতায় একাধিক ওষুধের দোকানের বাইরে আজ এমনই ছবি চোখে পড়ল ।

13:33 April 03

Lockdown
চেনা ছন্দে বাঁকুড়া
  • লকডাউন মানা হচ্ছে না বাঁকুড়া শহরে । আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছন্দে রাস্তায় বেড়িয়েছে মানুষ ।
  • লকডাউন চলাকালীন বেআইনি মদ বিক্রির অভিযোগে কাঁকসা থানা এলাকা থেকে গ্রেপ্তার BJP নেতাসহ তিনজন ।

12:44 April 03

Lockdown
চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভা থেকে হলদিয়ায় ফেরা যুবক কোরোনায় সংক্রমিত । বাড়ছে আতঙ্ক ।

12:44 April 03

Lockdown
চলছে পুলিশি ধরপাকড়
  • লকডাউনে এখনও পর্যন্ত কলকাতায় ধৃত প্রায় 4 হাজার, তবুও বাড়ছে না সচেতনতা । এরপরেও অপ্রয়োজনে রাস্তায় বেরোচ্ছেন মানুষ । আর তাতেই বাড়ছে কোরোনা সংক্রমণের আশঙ্কা ।

12:25 April 03

Lockdown
আতঙ্ক বাড়ছে শহরে
  • 30 জন বিদেশিসহ 35 জনকে আসানসোলের তিনটি মসজিদ থেকে নিয়ে যাওয়া হল কলকাতার বিধাননগর হজ হাউজ়ে ।
  • মাসখানেক আগে জলপাইগুড়ি থেকে বদলি হয়ে এসেছিলেন কলকাতায় । পেশায় শিশু হাসপাতালের নার্স । কোরোনা রোগীর কোনও চিকিৎসাই হচ্ছে না সেখানে । কোরোনা সংক্রমণের আতঙ্কে তাঁকে ছাড়তে হল ভাড়া বাড়ি । ঘটনাটি যাদবপুর এলাকার ।
  • বাঙ্গুর হাসপাতালকে কোরোনা হাসপাতাল না করার দাবিতে বিক্ষোভ শহরে ।
Last Updated : Apr 3, 2020, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.