ETV Bharat / city

COVID 19 : বেলঘরিয়ার কোরোনা সংক্রমিতের মৃত্যু - বেলঘরিয়া

ছবি
ছবি
author img

By

Published : Apr 1, 2020, 11:33 AM IST

Updated : Apr 1, 2020, 1:24 PM IST

11:29 April 01

বেলঘরিয়ার যে খাবারের দোকানের মালিকের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছিল, আজ সকালেই তার মৃত্যু হয় ৷

কলকাতা, 1 এপ্রিল : রাজ্যে কোরোনায় সংক্রমিত আরও এক ব্যক্তির মৃত্যু ৷ বেলঘরিয়ার যে খাবারের দোকানের মালিকের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছিল, আজ সকালেই তার মৃত্যু হয় ৷ এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 6 ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে আজ সকাল 9 টা 25 মিনিটে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা জানিয়েছেন, আজ সকালে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোরোনা সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে । স্থানীয় প্রশাসনকে সাবধানতার সঙ্গে দেহ সৎকারের ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানান তিনি ।

এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় ৷ কোরোনা প্রতিরোধে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন ৷ তৈরি করা হয়েছে একাধিক আইসোলেশন কেন্দ্র ৷ কিন্তু তারপরেও একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে ৷ গতকালই তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ 

11:29 April 01

বেলঘরিয়ার যে খাবারের দোকানের মালিকের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছিল, আজ সকালেই তার মৃত্যু হয় ৷

কলকাতা, 1 এপ্রিল : রাজ্যে কোরোনায় সংক্রমিত আরও এক ব্যক্তির মৃত্যু ৷ বেলঘরিয়ার যে খাবারের দোকানের মালিকের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছিল, আজ সকালেই তার মৃত্যু হয় ৷ এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 6 ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে আজ সকাল 9 টা 25 মিনিটে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা জানিয়েছেন, আজ সকালে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোরোনা সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে । স্থানীয় প্রশাসনকে সাবধানতার সঙ্গে দেহ সৎকারের ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানান তিনি ।

এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় ৷ কোরোনা প্রতিরোধে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন ৷ তৈরি করা হয়েছে একাধিক আইসোলেশন কেন্দ্র ৷ কিন্তু তারপরেও একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে ৷ গতকালই তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ 

Last Updated : Apr 1, 2020, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.