ETV Bharat / city

Couple Body Found : বাঁশদ্রোণী থানায় ইমেল পাঠিয়ে আত্মঘাতী যুগল

author img

By

Published : Jun 22, 2022, 9:14 PM IST

বুধবার বিকেলে বাঁশদ্রোণী থানায় ইমেল পাঠায় ঋষিকেশ পাল এবং রিয়া সরকার ৷ সেই ইমেলে তাঁরা আত্মহননের বিষয়ে পুলিশকে জানায় ৷ পরে পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে তাঁদের দেহ উদ্ধার করে (Couple Body Found) ৷

couple-died-by-suicide-after-sending-email-to-police
Couple Body Found : বাঁশদ্রোণী থানায় ইমেল পাঠিয়ে আত্মঘাতী যুগল

কলকাতা, 22 জুন : পুলিশের কাছে বার্তা পাঠিয়ে আত্মঘাতী হল যুগল (Couple Died by Suicide after sending email to Police) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে গড়িয়া মোড়ের কাছে ব্রহ্মপুরে ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ঋষিকেশ পাল এবং রিয়া সরকার । তাঁরা সেখানকার একটি আবাসনের ফ্ল্যাটে লিভ-ইন করত ৷ ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাঁশদ্রোণী থানায় একটি ই-মেল আসে ৷ সেই মেলে কিছু টেলিফোন নম্বর লেখা ছিল ৷ আর ছিল একটি ঠিকানা ৷ মেলের শেষে লেখা ছিল আত্মহত্যার বিষয়টি ৷ পুলিশ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ফ্ল্যাটে হাজির হয় ৷ কেউ দরজা না-খোলায় ভেঙে ঢুকতে হয় পুলিশকে ৷

পুলিশের ওই সূত্রের দাবি, ভিতরে ঢুকে দেখা যায় যে ওই যুগল বিছানায় পড়ে রয়েছে (Couple Body Found)। বিছানার পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু ওষুধ । পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুগল আত্মহত্যা করেছে ৷ ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ ৷ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের (Postmortem Report) অপেক্ষা করছে পুলিশ ৷

কলকাতা পুলিশ ঋষিকেশ ও রিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গিয়েছে ৷ পরিবারের তরফে এখনও কিছু জানা যায়নি ৷ পুলিশের ওই সূত্রের দাবি, কোনও সুইসাইড নোট (Suicide Note) মেলেনি ৷ তাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এই অস্বাভাবিক মৃত্যুর রহস্যের জট খুলতে চাইছে পুলিশ ৷

আরও পড়ুন : Woman Missing in Newtown: নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা, তদন্তে পুলিশ

কলকাতা, 22 জুন : পুলিশের কাছে বার্তা পাঠিয়ে আত্মঘাতী হল যুগল (Couple Died by Suicide after sending email to Police) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে গড়িয়া মোড়ের কাছে ব্রহ্মপুরে ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ঋষিকেশ পাল এবং রিয়া সরকার । তাঁরা সেখানকার একটি আবাসনের ফ্ল্যাটে লিভ-ইন করত ৷ ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাঁশদ্রোণী থানায় একটি ই-মেল আসে ৷ সেই মেলে কিছু টেলিফোন নম্বর লেখা ছিল ৷ আর ছিল একটি ঠিকানা ৷ মেলের শেষে লেখা ছিল আত্মহত্যার বিষয়টি ৷ পুলিশ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ফ্ল্যাটে হাজির হয় ৷ কেউ দরজা না-খোলায় ভেঙে ঢুকতে হয় পুলিশকে ৷

পুলিশের ওই সূত্রের দাবি, ভিতরে ঢুকে দেখা যায় যে ওই যুগল বিছানায় পড়ে রয়েছে (Couple Body Found)। বিছানার পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু ওষুধ । পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুগল আত্মহত্যা করেছে ৷ ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ ৷ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের (Postmortem Report) অপেক্ষা করছে পুলিশ ৷

কলকাতা পুলিশ ঋষিকেশ ও রিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গিয়েছে ৷ পরিবারের তরফে এখনও কিছু জানা যায়নি ৷ পুলিশের ওই সূত্রের দাবি, কোনও সুইসাইড নোট (Suicide Note) মেলেনি ৷ তাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এই অস্বাভাবিক মৃত্যুর রহস্যের জট খুলতে চাইছে পুলিশ ৷

আরও পড়ুন : Woman Missing in Newtown: নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা, তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.