ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : 2 মার্চ 108 পৌরসভার ভোট গণনা

আসন্ন 108টি পৌরসভা নির্বাচনের গণনার দিনক্ষণ প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (108 Municipal Elections date announced) । আগামী 2 মার্চ হবে গণনা । কিছু আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে এই দিন ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন ।

Bengal Municipal Elections News
2 মার্চ 108 পৌরসভার ভোট গণনা
author img

By

Published : Feb 16, 2022, 2:11 PM IST

Updated : Feb 16, 2022, 5:41 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আসন্ন 108টি পৌরসভা নির্বাচনের গণনার দিনক্ষণ প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (108 Municipal Elections date announced) । আগামী 2 মার্চ হবে গণনা । কিছু আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে এই দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন ।

আগামী 27 ফেব্রুয়ারি হতে চলেছে রাজ্যের বাকি আরও 108টি পৌরসভার নির্বাচন । গত 2 ফেব্রুয়ারি এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু তখন ভোট গণনার দিন ঘোষণা করা হয়নি ৷ বুধবার সেই দিনও ঘোষণা হয়ে গেল ৷

এর আগে গত 12 ফেব্রুয়ারি চার পৌরনিগমের ভোট হয় ৷ ওই ভোট প্রথমে জানুয়ারির শেষে হবে বলে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন ৷ কিন্তু করোনা পরিস্থিতির জেরে ভোট পিছিয়ে যায় ৷ তখনও প্রথমে দিন ঘোষণা করা হয় ৷ পরে জানানো হয় 14 ফেব্রুয়ারি ভোট গণনা হবে ৷ এবারও তাই হল ৷

আরও পড়ুন : Municipal Corporation Elections 2022: শনিবার ভোটের নামে প্রহসন হয়েছে, মন্তব্য সুকান্তর

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আসন্ন 108টি পৌরসভা নির্বাচনের গণনার দিনক্ষণ প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (108 Municipal Elections date announced) । আগামী 2 মার্চ হবে গণনা । কিছু আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে এই দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন ।

আগামী 27 ফেব্রুয়ারি হতে চলেছে রাজ্যের বাকি আরও 108টি পৌরসভার নির্বাচন । গত 2 ফেব্রুয়ারি এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু তখন ভোট গণনার দিন ঘোষণা করা হয়নি ৷ বুধবার সেই দিনও ঘোষণা হয়ে গেল ৷

এর আগে গত 12 ফেব্রুয়ারি চার পৌরনিগমের ভোট হয় ৷ ওই ভোট প্রথমে জানুয়ারির শেষে হবে বলে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন ৷ কিন্তু করোনা পরিস্থিতির জেরে ভোট পিছিয়ে যায় ৷ তখনও প্রথমে দিন ঘোষণা করা হয় ৷ পরে জানানো হয় 14 ফেব্রুয়ারি ভোট গণনা হবে ৷ এবারও তাই হল ৷

আরও পড়ুন : Municipal Corporation Elections 2022: শনিবার ভোটের নামে প্রহসন হয়েছে, মন্তব্য সুকান্তর

Last Updated : Feb 16, 2022, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.