ETV Bharat / city

জিতলে বইপাড়া নিয়ে ভাবতে চান 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর - পৌরসভা ভোট 2020

মধ্য কলকাতার ব্যস্ততম এলাকা কলেজ স্ট্রিট চত্বর ৷ কলকাতা পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের অধীন কলেজ স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড এলাকার বাসিন্দাদের নিকাশি ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে ৷

Number 40 ward of kolkata municipality
কলেজ স্ট্রিট বইপাড়া
author img

By

Published : Mar 11, 2020, 9:06 PM IST

কলকাতা, 11 মার্চ : কলকাতা পৌরসভার পাঁচ নম্বর বোরোর অন্তর্গত 40 নম্বর ওয়ার্ড ৷ এই ওয়ার্ডের কলেজ স্ট্রিটে রয়েছে এশিয়ার বৃহত্তম বই বাজার ৷ একদিকে যেমন সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড এবং আমহার্সস্ট্রিটের মতো মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা পড়ছে এই ওয়ার্ডে ৷ অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এই ওয়ার্ডে । এপ্রিলে পৌরসভা ভোট ৷ পাঁচ বছরে এলাকায় কী কী উন্নয়ন হল এবং স্থানীয় বাসিন্দাদের এই নিয়ে কী অভিযোগ রয়েছে, তা তুলে ধরলেন ETV ভারতের প্রতিনিধি ৷

ভৌগোলিক কারণে কলকাতা পৌরনিগমের অধীন 40 নম্বর ওয়ার্ডের একটা অংশ বাটির মতো । পশ্চিমে গঙ্গা, পূর্বে শিয়ালদা । এলাকার জল নিকাশির জন্য পথ প্রশস্ত নয় । 40 নম্বর ওয়ার্ডের পশ্চিমে অর্থাৎ গঙ্গার দিকের এলাকা উঁচু । নিকাশির জল বেরিয়ে যাওয়ার পথ পায় না । প্রতিবছর বর্ষার সময় কলেজস্ট্রিট চত্বরে নৌকা চলাচলের দৃশ্য পরিচিত । ট্রামলাইন জলের নিচে চলে যায় । কোমর সমান জল জমে যায় এই ওয়ার্ডে‌ । অথচ এশিয়ার বৃহত্তম বই বাজার রয়েছে এই ওয়ার্ডের কলেজ স্ট্রিটে । পাশাপাশি রয়েছে বহু প্রখ্যাত শিক্ষাকেন্দ্র, সরকারি হাসপাতাল ৷ কলেজ স্কয়্যারের মতো সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ৷ স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীদের অভিযোগ, এলাকায় উন্নয়নের কাজ হয় না ৷ এই বিষয়ে কাউন্সিলর স্বপ্না দাস জানান, আগের থেকে এখন নিকাশি ব্যবস্থা কিছুটা হলেও উন্নত হয়েছে । এলাকায় একাধিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে । রাস্তায় হাইমাস্ট ল্যাম্প লাগানো হয়েছে ৷ এবার যদি জিতে আসতে পারেন তাহলে ওয়ার্ডে একটি কমিউনিটি হল করার ইচ্ছে রয়েছে তাঁর । সেই সঙ্গে ক্রেতাদের পছন্দ মতো বই কেনার জন্য কলেজ স্ট্রিটে বিশেষ ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন কাউন্সিলর ৷ অন্যদিকে CPI(M)-এর কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সংগ্রাম চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘‘কাউন্সিলরকে সাধারণ মানুষের পাশে কখনওই পাওয়া যায় না ৷ বিকাশরঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীন নিকাশির কাজ হয়েছিল 40 নম্বর ওয়ার্ডে ৷ কিন্তু তৃণমূলের আমলে সেই কাজ কিছুই হয়নি ৷ দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনাও নেই পৌরসভাগুলির ৷’’ কাটমানি ও অবৈধ নির্মাণ নিয়েও তৃণমূলের কাউন্সিলরকে কটাক্ষ করেন সংগ্রাম চট্টোপাধ্যায় ৷

পৌরসভার কাজ নিয়ে অসন্তুষ্ট এলাকাবাসী ৷ তাঁদের অভিযোগ, ক্ষমতার পালাবদল হলেও এলাকার সমস্যার সমাধান হয় না । এলাকায় পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব নেই কোনও কাউন্সিলরের । প্রায় 29টি পাড়া নিয়ে গঠিত 40 নম্বর ওয়ার্ডে বইপাড়া সহ বৃহত্তম প্রকাশন সংস্থার দপ্তর রয়েছে ৷ সীতারাম ঘোষ স্ট্রিট, টেমার লেন, কলেজ রো, পটুয়া টোলা লেন, বেনিয়াটোলা লেন সহ বেশকিছু পাড়ায় বই ছাপানো এবং বাঁধাইয়ের কাজ হয় ৷ কিন্তু বইপাড়া নিয়ে কোনও কাউন্সিলর কিছু ভাবেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ পাশাপাশি রাস্তার যত্রতত্র আবর্জনা পড়ে থাকে এবং সময়মতো তা পরিষ্কার হয় না ৷ অনেকে আবার জানিয়েছেন, বর্ষায় জল জমে যাওয়া এই এলাকার বড় সমস্যা ছিল । সেই সমস্যার আংশিক সমাধান হয়েছে । তবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ জানালে পৌরসভা তাতে কর্ণপাত করে না বলে অভিযোগ স্থানীয়দের ৷

আরও একটি পৌরসভা নির্বাচন দোরগোড়ায় ৷ ফের ভোটকে কেন্দ্র করে এলাকার উন্নতির আশায় স্থানীয় বাসিন্দারা ৷

কলকাতা, 11 মার্চ : কলকাতা পৌরসভার পাঁচ নম্বর বোরোর অন্তর্গত 40 নম্বর ওয়ার্ড ৷ এই ওয়ার্ডের কলেজ স্ট্রিটে রয়েছে এশিয়ার বৃহত্তম বই বাজার ৷ একদিকে যেমন সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড এবং আমহার্সস্ট্রিটের মতো মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা পড়ছে এই ওয়ার্ডে ৷ অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এই ওয়ার্ডে । এপ্রিলে পৌরসভা ভোট ৷ পাঁচ বছরে এলাকায় কী কী উন্নয়ন হল এবং স্থানীয় বাসিন্দাদের এই নিয়ে কী অভিযোগ রয়েছে, তা তুলে ধরলেন ETV ভারতের প্রতিনিধি ৷

ভৌগোলিক কারণে কলকাতা পৌরনিগমের অধীন 40 নম্বর ওয়ার্ডের একটা অংশ বাটির মতো । পশ্চিমে গঙ্গা, পূর্বে শিয়ালদা । এলাকার জল নিকাশির জন্য পথ প্রশস্ত নয় । 40 নম্বর ওয়ার্ডের পশ্চিমে অর্থাৎ গঙ্গার দিকের এলাকা উঁচু । নিকাশির জল বেরিয়ে যাওয়ার পথ পায় না । প্রতিবছর বর্ষার সময় কলেজস্ট্রিট চত্বরে নৌকা চলাচলের দৃশ্য পরিচিত । ট্রামলাইন জলের নিচে চলে যায় । কোমর সমান জল জমে যায় এই ওয়ার্ডে‌ । অথচ এশিয়ার বৃহত্তম বই বাজার রয়েছে এই ওয়ার্ডের কলেজ স্ট্রিটে । পাশাপাশি রয়েছে বহু প্রখ্যাত শিক্ষাকেন্দ্র, সরকারি হাসপাতাল ৷ কলেজ স্কয়্যারের মতো সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ৷ স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীদের অভিযোগ, এলাকায় উন্নয়নের কাজ হয় না ৷ এই বিষয়ে কাউন্সিলর স্বপ্না দাস জানান, আগের থেকে এখন নিকাশি ব্যবস্থা কিছুটা হলেও উন্নত হয়েছে । এলাকায় একাধিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে । রাস্তায় হাইমাস্ট ল্যাম্প লাগানো হয়েছে ৷ এবার যদি জিতে আসতে পারেন তাহলে ওয়ার্ডে একটি কমিউনিটি হল করার ইচ্ছে রয়েছে তাঁর । সেই সঙ্গে ক্রেতাদের পছন্দ মতো বই কেনার জন্য কলেজ স্ট্রিটে বিশেষ ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন কাউন্সিলর ৷ অন্যদিকে CPI(M)-এর কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সংগ্রাম চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘‘কাউন্সিলরকে সাধারণ মানুষের পাশে কখনওই পাওয়া যায় না ৷ বিকাশরঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীন নিকাশির কাজ হয়েছিল 40 নম্বর ওয়ার্ডে ৷ কিন্তু তৃণমূলের আমলে সেই কাজ কিছুই হয়নি ৷ দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনাও নেই পৌরসভাগুলির ৷’’ কাটমানি ও অবৈধ নির্মাণ নিয়েও তৃণমূলের কাউন্সিলরকে কটাক্ষ করেন সংগ্রাম চট্টোপাধ্যায় ৷

পৌরসভার কাজ নিয়ে অসন্তুষ্ট এলাকাবাসী ৷ তাঁদের অভিযোগ, ক্ষমতার পালাবদল হলেও এলাকার সমস্যার সমাধান হয় না । এলাকায় পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব নেই কোনও কাউন্সিলরের । প্রায় 29টি পাড়া নিয়ে গঠিত 40 নম্বর ওয়ার্ডে বইপাড়া সহ বৃহত্তম প্রকাশন সংস্থার দপ্তর রয়েছে ৷ সীতারাম ঘোষ স্ট্রিট, টেমার লেন, কলেজ রো, পটুয়া টোলা লেন, বেনিয়াটোলা লেন সহ বেশকিছু পাড়ায় বই ছাপানো এবং বাঁধাইয়ের কাজ হয় ৷ কিন্তু বইপাড়া নিয়ে কোনও কাউন্সিলর কিছু ভাবেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ পাশাপাশি রাস্তার যত্রতত্র আবর্জনা পড়ে থাকে এবং সময়মতো তা পরিষ্কার হয় না ৷ অনেকে আবার জানিয়েছেন, বর্ষায় জল জমে যাওয়া এই এলাকার বড় সমস্যা ছিল । সেই সমস্যার আংশিক সমাধান হয়েছে । তবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ জানালে পৌরসভা তাতে কর্ণপাত করে না বলে অভিযোগ স্থানীয়দের ৷

আরও একটি পৌরসভা নির্বাচন দোরগোড়ায় ৷ ফের ভোটকে কেন্দ্র করে এলাকার উন্নতির আশায় স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.