দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে চিন ৷ বাড়ছে মৃতের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে বিশেষ বিমানে চিন থেকে দেশে ফিরিয়ে আনা হল 324 জনকে ৷ তার মধ্যে রয়েছেন রাজ্যের পাঁচ বাসিন্দা ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি ৷ বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের একটি বিশেষ দল পৌঁছায় ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দিল্লিতে পৌঁছানোর পর সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ প্রত্যেককেই সুস্থ রয়েছেন ৷ তবে তাঁদের 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে ৷
কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট তিনজন শিশু, 211 জন পড়ুয়া এবং 110 জন চিনে কর্মরত ব্যক্তিকে দেশে ফেরানো হয়েছে ৷ 324 জনের মধ্যে 90 জন মহিলা ও 234 জন পুরুষ ৷ এর মধ্যে 5 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ বাকি যাত্রীদের মতো তাঁদেরও 14 দিন ধরে স্বাস্থ্য পরীক্ষায় কোনও সংক্রমণ ধরা না পড়লে তবেই রাজ্যে ফেরার অনুমতি পাবেন ৷
এয়ার ইন্ডিয়ার জাম্বো বিমানের 16 জন ক্রু মেম্বারকে নির্দেশ দেওয়া ছিল তাঁরা যেন বিমান থেকে না নামেন এবং যাত্রীদের সঙ্গেও যথাসম্ভব দূরত্ব বজায় রাখেন ৷ এছাড়া বিমানে বিশেষ মেডিকেল কিটের ব্যবস্থাও রাখা হয়েছিল ৷ কোনও যাত্রীর শরীরে যেকোনও ধরনের উপসর্গ ধরা পড়লে তাঁদের বেস হাসপাতাল দিল্লি ক্যান্টনমেন্টের আইসোলোশন বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল ৷