ETV Bharat / city

প্রত্যেকেই ভালো আছেন, 324 ভারতীয়র স্বাস্থ্য পরীক্ষার পর জানাল স্বাস্থ্যমন্ত্রক - বেস হাসপাতাল দিল্লি ক্যান্টনমেন্ট

বিশেষ বিমানে চিন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে 324 জনকে ৷ তার মধ্যে রয়েছেন রাজ্যের পাঁচ বাসিন্দা ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি ৷

Air india special flight for corona
চিন থেকে দেশে ফিরিয়ে আনা হল 324 জনকে
author img

By

Published : Feb 1, 2020, 10:50 AM IST

Updated : Feb 1, 2020, 12:44 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে চিন ৷ বাড়ছে মৃতের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে বিশেষ বিমানে চিন থেকে দেশে ফিরিয়ে আনা হল 324 জনকে ৷ তার মধ্যে রয়েছেন রাজ্যের পাঁচ বাসিন্দা ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি ৷ বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের একটি বিশেষ দল পৌঁছায় ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দিল্লিতে পৌঁছানোর পর সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ প্রত্যেককেই সুস্থ রয়েছেন ৷ তবে তাঁদের 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে ৷

কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট তিনজন শিশু, 211 জন পড়ুয়া এবং 110 জন চিনে কর্মরত ব্যক্তিকে দেশে ফেরানো হয়েছে ৷ 324 জনের মধ্যে 90 জন মহিলা ও 234 জন পুরুষ ৷ এর মধ্যে 5 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ বাকি যাত্রীদের মতো তাঁদেরও 14 দিন ধরে স্বাস্থ্য পরীক্ষায় কোনও সংক্রমণ ধরা না পড়লে তবেই রাজ্যে ফেরার অনুমতি পাবেন ৷

এয়ার ইন্ডিয়ার জাম্বো বিমানের 16 জন ক্রু মেম্বারকে নির্দেশ দেওয়া ছিল তাঁরা যেন বিমান থেকে না নামেন এবং যাত্রীদের সঙ্গেও যথাসম্ভব দূরত্ব বজায় রাখেন ৷ এছাড়া বিমানে বিশেষ মেডিকেল কিটের ব্যবস্থাও রাখা হয়েছিল ৷ কোনও যাত্রীর শরীরে যেকোনও ধরনের উপসর্গ ধরা পড়লে তাঁদের বেস হাসপাতাল দিল্লি ক্যান্টনমেন্টের আইসোলোশন বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে চিন ৷ বাড়ছে মৃতের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে বিশেষ বিমানে চিন থেকে দেশে ফিরিয়ে আনা হল 324 জনকে ৷ তার মধ্যে রয়েছেন রাজ্যের পাঁচ বাসিন্দা ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি ৷ বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের একটি বিশেষ দল পৌঁছায় ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দিল্লিতে পৌঁছানোর পর সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ প্রত্যেককেই সুস্থ রয়েছেন ৷ তবে তাঁদের 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে ৷

কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট তিনজন শিশু, 211 জন পড়ুয়া এবং 110 জন চিনে কর্মরত ব্যক্তিকে দেশে ফেরানো হয়েছে ৷ 324 জনের মধ্যে 90 জন মহিলা ও 234 জন পুরুষ ৷ এর মধ্যে 5 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ বাকি যাত্রীদের মতো তাঁদেরও 14 দিন ধরে স্বাস্থ্য পরীক্ষায় কোনও সংক্রমণ ধরা না পড়লে তবেই রাজ্যে ফেরার অনুমতি পাবেন ৷

এয়ার ইন্ডিয়ার জাম্বো বিমানের 16 জন ক্রু মেম্বারকে নির্দেশ দেওয়া ছিল তাঁরা যেন বিমান থেকে না নামেন এবং যাত্রীদের সঙ্গেও যথাসম্ভব দূরত্ব বজায় রাখেন ৷ এছাড়া বিমানে বিশেষ মেডিকেল কিটের ব্যবস্থাও রাখা হয়েছিল ৷ কোনও যাত্রীর শরীরে যেকোনও ধরনের উপসর্গ ধরা পড়লে তাঁদের বেস হাসপাতাল দিল্লি ক্যান্টনমেন্টের আইসোলোশন বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল ৷

Mumbai, Feb 01 (ANI): Bollywood actress Raveena Tandon on a campaign in Mumbai spoke on organ trafficking of children. She mentioned that it is an extremely inhumane act. "Human trafficking is a huge system that is not only in India, it is an entire international chain that functions. If you think the child is kidnapped in India, you might find the kid in Istanbul. All these children are then divided, some are sold into prostitution, some are probably sold for their body parts. It is actually inhumane," said Raveena Tandon.
Last Updated : Feb 1, 2020, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.