কলকাতা, 9 সেপ্টেম্বর : সকাল 10টা থেকে শুরু হয়েছিল কোভিড টেস্ট ৷ চলল রাত ন'টা পর্যন্ত ৷ বিধানসভায় ঢোকার আগে করতে হবে কোরোনা টেস্ট, এমনই শর্ত ছিল ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল বিধানসভায় কোরোনা পরীক্ষা চলে ৷ রাজ্যের শাসক ও বিরোধী দলের বহু বিধায়ক এবং মন্ত্রী কোরোনা টেস্ট করান ৷
সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসুসহ 6 জন মন্ত্রী কোরোনা টেস্ট করান । টেস্ট করার পর স্বস্তি পান তাঁরা ৷ আপাতত সকলেই সুস্থ রয়েছেন । সম্প্রতি সুজিত বসু কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । সুস্থ হওয়ার পর গতকাল তিনি ফের বিধানসভায় এসে নতুন করে কোরোনা টেস্ট করান । এমন অভিনব উদ্যোগ দেখে সকলেই খুশি ।
5 টি হেল্প ডেস্ক তৈরি করে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এই কাজ চলে ৷ টেস্ট করান বিধানসভার কর্মী, মন্ত্রী, বিধায়কদের নিরাপত্তাকর্মী এমনকী সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ৷
স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল 12 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ সাংবাদিক থেকে শুরু করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর গাড়ির চালকেরও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশে কোরোনা সংক্রমিতদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ সংশ্লিষ্ট সাংবাদিককে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আজও চলবে কোরোনা পরীক্ষা ৷