ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত NICED-এর শীর্ষ আধিকারিক - নাইসেড

NICED-এর এক শীর্ষ আধিকারিক কোরোনায় আক্রান্ত । তাঁকে বেলেঘাটা ID-তে ভরতির প্রক্রিয়া শুরু হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 30, 2020, 4:37 PM IST

কলকাতা, 30 জুন : COVID-19-এ এবার আক্রান্ত হলেন কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এর শীর্ষ স্তরের এক আধিকারিক।


সূত্রের খবর, কয়েকদিন আগে NICED-এর শীর্ষ স্তরের এই আধিকারিক অসুস্থতা বোধ করেন । যার জেরে কর্মস্থান থেকে তিনি বাড়িতে ফিরে যান । এরপর তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । গতকাল, সেই নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত । এরপরই NICED-এর অন্য আধিকারিক এবং বিজ্ঞানী মিলিয়ে অন্তত 30 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।


COVID-19-এ আক্রান্ত NICED-এর শীর্ষ স্তরের এই আধিকারিককে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে ভরতি করানো হবে বলে জানা গেছে।

কলকাতা, 30 জুন : COVID-19-এ এবার আক্রান্ত হলেন কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এর শীর্ষ স্তরের এক আধিকারিক।


সূত্রের খবর, কয়েকদিন আগে NICED-এর শীর্ষ স্তরের এই আধিকারিক অসুস্থতা বোধ করেন । যার জেরে কর্মস্থান থেকে তিনি বাড়িতে ফিরে যান । এরপর তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । গতকাল, সেই নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত । এরপরই NICED-এর অন্য আধিকারিক এবং বিজ্ঞানী মিলিয়ে অন্তত 30 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।


COVID-19-এ আক্রান্ত NICED-এর শীর্ষ স্তরের এই আধিকারিককে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে ভরতি করানো হবে বলে জানা গেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.