ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক - kolkata municipal corporation

মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ সংক্রমিত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে কলকাতা পৌরনিগমের।

Kolkata municipality
আধিকারিক
author img

By

Published : Aug 23, 2020, 10:59 PM IST

কলকাতা, 23 অগাস্ট : কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 20 থেকে কমে হয়েছে 17 । কিন্তু, কলকাতা পৌরনিগমের জন্য দুঃসংবাদ, পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ কোরোনায় আক্রান্ত হয়েছেন। কোরোনা যুদ্ধে কলকাতা পৌরনিগমের অন্যতম সেনাপতি সৌমিত্র ঘোষ। প্রথম থেকেই কোরোনা মোকাবিলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করছিলেন। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সৌমিত্র ঘোষ। এরপর কোরোনা পরীক্ষা করালে রিপোর্ট পজ়িটিভ আসে। আপাতত ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশন রয়েছেন তিনি৷

কলকাতায় বিগত কয়েকদিনে কোরোনার সংক্রমণ কমেছে৷ এখন আক্রান্তের সংখ্যা গড়ে 500-র কাছাকাছি। সাপ্তাহিক লকডাউনের আগে কলকাতায় সংক্রমণ ছিল হাজারের কাছাকাছি। কিন্তু এই পরিস্থিতিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ সংক্রমিত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে কলকাতা পৌরনিগমের।

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ ও কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার মিশ্র এদিন বৈঠক করেন। বৈঠকের পর গত কয়েক দিনে সৌমিত্র ঘোষের সংস্পর্শে এসেছেন যাঁরা তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়। উল্লেখ্য, গত শনিবারও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিত্র ঘোষ পৌরনিগমের সদর দপ্তরে এসেছিলেন ৷

কলকাতা পৌরনিগমের এখনও পর্যন্ত 5 জন কর্মী ও একজন চিকিৎসকের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অন্যদিকে, পৌরনিগমের 30 জনের বেশি কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন।

কলকাতা, 23 অগাস্ট : কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 20 থেকে কমে হয়েছে 17 । কিন্তু, কলকাতা পৌরনিগমের জন্য দুঃসংবাদ, পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ কোরোনায় আক্রান্ত হয়েছেন। কোরোনা যুদ্ধে কলকাতা পৌরনিগমের অন্যতম সেনাপতি সৌমিত্র ঘোষ। প্রথম থেকেই কোরোনা মোকাবিলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করছিলেন। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সৌমিত্র ঘোষ। এরপর কোরোনা পরীক্ষা করালে রিপোর্ট পজ়িটিভ আসে। আপাতত ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশন রয়েছেন তিনি৷

কলকাতায় বিগত কয়েকদিনে কোরোনার সংক্রমণ কমেছে৷ এখন আক্রান্তের সংখ্যা গড়ে 500-র কাছাকাছি। সাপ্তাহিক লকডাউনের আগে কলকাতায় সংক্রমণ ছিল হাজারের কাছাকাছি। কিন্তু এই পরিস্থিতিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ সংক্রমিত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে কলকাতা পৌরনিগমের।

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ ও কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার মিশ্র এদিন বৈঠক করেন। বৈঠকের পর গত কয়েক দিনে সৌমিত্র ঘোষের সংস্পর্শে এসেছেন যাঁরা তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়। উল্লেখ্য, গত শনিবারও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিত্র ঘোষ পৌরনিগমের সদর দপ্তরে এসেছিলেন ৷

কলকাতা পৌরনিগমের এখনও পর্যন্ত 5 জন কর্মী ও একজন চিকিৎসকের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অন্যদিকে, পৌরনিগমের 30 জনের বেশি কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.