কলকাতা, 23 জুলাই : শত নাকা চেকিংয়েও বদলানো যাচ্ছে না বেপরোয়া বাইক আরোহীদের । রাতের কলকাতায় তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে । পুলিশের নাকা চেকিংয়ের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক বাইক আরোহী । গুরুতর আহত অবস্থায় খিদিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।
মিস ইউনিভার্স ইন্ডিয়া ঊশষী সেনগুপ্তকে হেনস্থার ঘটনার পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । বাইক দৌরাত্ম্য রুখতে কলকাতার বিভিন্ন জায়গা চিহ্নিত করে শুরু হয় নাকা চেকিং । কিন্তু তারপরও যে তাদের দৌরাত্ম্য কমেনি তা স্পষ্ট । রবিবার রাতে এক সিরিয়াল অভিনেত্রীকে শ্লীলতাহানি করে পালায় এক বাইক আরোহী । ঘটনা যাদবপুরের । বিষয়টি নিয়ে তদন্তের মাঝেই গতকালও শহরের বিভিন্ন অংশে চালানো হচ্ছিল নাকা চেকিং । চেকিং চলছিল মল্লিক বাজার মোড়েও । কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, মল্লিক বাজারে বাইক আরোহীদের দেখা যায় প্রতি রাতেই । সে জন্যই পুলিশের কাছে সেটি রেড জ়োন ।
গতরাত 12 টা নাগাদ মৌলালির দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক আসছিল । মাথায় হেলমেটও ছিল না । কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে থামতে বলে । অভিযোগ, চালক বছর তিরিশের শেখ আদিল বাইক না থামিয়ে গতি বাড়িয়ে দেয় । আদিল গতি বাড়িয়ে প্রথম গার্ড রেলটি টপকেও যায় । তবে দ্বিতীয়টি টপকানোর সময় বাইক থেকে পড়ে যান তিনি । এতে গুরুতর আঘাত লাগে তার ।