ETV Bharat / city

পুলিশের নাকা চেকিং থেকে বাঁচতে দুর্ঘটনায় বাইক আরোহী - নাকা চেকিং

পুলিশের নাকা চেকিংয়ের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী । গুরুতর আহত অবস্থায় খিদিরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jul 23, 2019, 6:24 PM IST

কলকাতা, 23 জুলাই : শত নাকা চেকিংয়েও বদলানো যাচ্ছে না বেপরোয়া বাইক আরোহীদের । রাতের কলকাতায় তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে । পুলিশের নাকা চেকিংয়ের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক বাইক আরোহী । গুরুতর আহত অবস্থায় খিদিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

মিস ইউনিভার্স ইন্ডিয়া ঊশষী সেনগুপ্তকে হেনস্থার ঘটনার পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । বাইক দৌরাত্ম্য রুখতে কলকাতার বিভিন্ন জায়গা চিহ্নিত করে শুরু হয় নাকা চেকিং । কিন্তু তারপরও যে তাদের দৌরাত্ম্য কমেনি তা স্পষ্ট । রবিবার রাতে এক সিরিয়াল অভিনেত্রীকে শ্লীলতাহানি করে পালায় এক বাইক আরোহী । ঘটনা যাদবপুরের । বিষয়টি নিয়ে তদন্তের মাঝেই গতকালও শহরের বিভিন্ন অংশে চালানো হচ্ছিল নাকা চেকিং । চেকিং চলছিল মল্লিক বাজার মোড়েও । কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, মল্লিক বাজারে বাইক আরোহীদের দেখা যায় প্রতি রাতেই । সে জন্যই পুলিশের কাছে সেটি রেড জ়োন ।

গতরাত 12 টা নাগাদ মৌলালির দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক আসছিল । মাথায় হেলমেটও ছিল না । কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে থামতে বলে । অভিযোগ, চালক বছর তিরিশের শেখ আদিল বাইক না থামিয়ে গতি বাড়িয়ে দেয় । আদিল গতি বাড়িয়ে প্রথম গার্ড রেলটি টপকেও যায় । তবে দ্বিতীয়টি টপকানোর সময় বাইক থেকে পড়ে যান তিনি । এতে গুরুতর আঘাত লাগে তার ।

কলকাতা, 23 জুলাই : শত নাকা চেকিংয়েও বদলানো যাচ্ছে না বেপরোয়া বাইক আরোহীদের । রাতের কলকাতায় তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে । পুলিশের নাকা চেকিংয়ের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক বাইক আরোহী । গুরুতর আহত অবস্থায় খিদিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

মিস ইউনিভার্স ইন্ডিয়া ঊশষী সেনগুপ্তকে হেনস্থার ঘটনার পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । বাইক দৌরাত্ম্য রুখতে কলকাতার বিভিন্ন জায়গা চিহ্নিত করে শুরু হয় নাকা চেকিং । কিন্তু তারপরও যে তাদের দৌরাত্ম্য কমেনি তা স্পষ্ট । রবিবার রাতে এক সিরিয়াল অভিনেত্রীকে শ্লীলতাহানি করে পালায় এক বাইক আরোহী । ঘটনা যাদবপুরের । বিষয়টি নিয়ে তদন্তের মাঝেই গতকালও শহরের বিভিন্ন অংশে চালানো হচ্ছিল নাকা চেকিং । চেকিং চলছিল মল্লিক বাজার মোড়েও । কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, মল্লিক বাজারে বাইক আরোহীদের দেখা যায় প্রতি রাতেই । সে জন্যই পুলিশের কাছে সেটি রেড জ়োন ।

গতরাত 12 টা নাগাদ মৌলালির দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক আসছিল । মাথায় হেলমেটও ছিল না । কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে থামতে বলে । অভিযোগ, চালক বছর তিরিশের শেখ আদিল বাইক না থামিয়ে গতি বাড়িয়ে দেয় । আদিল গতি বাড়িয়ে প্রথম গার্ড রেলটি টপকেও যায় । তবে দ্বিতীয়টি টপকানোর সময় বাইক থেকে পড়ে যান তিনি । এতে গুরুতর আঘাত লাগে তার ।

Intro:কলকাতা, 23 জুলাই: কলকাতা আছে কলকাতাতেই। শত নাকা চেকিং বদলানো যাচ্ছে না বেপরোয়া বাইক আরোহীদের। রাতের কলকাতায় তাদের দৌরাত্ম্য চলছেই। আর এবার পুলিশের নাকা চেকিং এর হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। তিনি এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় খিদিরপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।Body:মিস ইউনিভার্স ইন্ডিয়া উশষী সেনগুপ্তের ঘটনার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। বাইক দৌরাত্ম্য রুখতে কলকাতার বিভিন্ন জায়গা চিহ্নিত করে শুরু হয় নাকা চেকিং। কিন্তু তার পরেও যে তাদের দৌরাত্ম কমেনি তা পরিষ্কার। রবিবার রাতে এক সিরিয়াল অভিনেত্রী কে শ্রীলতাহানি করে পালায় বাইক আরোহী। ঘটনা যাদবপুরের। বিষয়টি নিয়ে তদন্তের মাঝেই গতকালও শহরের বিভিন্ন অংশে চালানো হচ্ছিল নাকা চেকিং। চেকিং চলছিল মল্লিক বাজার মোড়েও। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মল্লিক বাজারে বেপরোয়া বাইক আরোহীদের দেখা যায় প্রতি রাতেই। সেই সূত্রে ট্রাফিক পুলিশের কাছে সেটি রেড জোন। Conclusion:পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত ১২টা নাগাদ মৌলালির দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক আসছিল। সিওয়ারির মাথায় ছিল নি হেলমেট। কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে থামতে বলে। অভিযোগ, চালক বছর তিরিশের শেখ আদিল বাইক না থামিয়ে গতি বাড়িয়ে দেয়। সম্প্রতি এমনই এক ঘটনায় বাইক আরোহীকে ধরতে গিয়ে গুরুতর জখম হন এক ট্রাফিক কনস্টেবল। অনেক কাঠ-খড় পুড়িয়ে পরে ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করে পুলিশ। গত রাতের ঘটনায় অবশ্য পুলিশ তেমনটা করতে যায়নি। আদিল গতি বাড়িয়ে প্রথম গার্ড রেলটি টপকে যায়। দ্বিতীয়টি টপকানোর সময় বাইক থেকে পড়ে যান তিনি। এতে গুরুতর আঘাত লাগে তাঁর। এই মুহূর্তে তিনি খিদিরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.