কলকাতা, 5 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি ও তাঁর ছেলে । গতকালই হাসপাতাল থেকে ছুটি পান দু'জনেই । তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় যেভাবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তাতে স্বাস্থ্যবিধি ভাঙা হয়েছে বলেও অভিযোগ ।
নির্মল মাজি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান । তৃণমূল কংগ্রেস প্রভাবিত চিকিৎসকদের সংগঠনের সভাপতিও তিনি । গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় চিকিৎসক, নার্স সহ তাঁর অনুগামীরা ফুল দিয়ে, গান গেয়ে তাঁকে সংবর্ধনা জানান । সেই সময় হাসপাতালের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন । এদিকে সংবর্ধনা জানানোর সময় শারীরিক দূরত্বের বিষয়টি উপেক্ষা করা হয়েছে । একজন চিকিৎসক কীভাবে এমন জমায়েতকে সমর্থন করলেন তা নিয়েই প্রশ্ন উঠছে চিকিৎসকমহলে ।
এই বিষয়ে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা কোনও মন্তব্য করতে চাননি । তবে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "এই সংবর্ধনাকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ফিজ়িক্যাল ডিসটেন্সিংয়ের বিষয়টি প্রশ্নের মুখে ফেলে দিল ।" যদিও নির্মল মাজি বলেন, "ফিজ়িক্যাল ডিসটেন্সিং মেনে চলার কথা বলছি । তবে সবাই এদিন ভালোবেসে এসেছিলেন ।"
এদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ফের অসুস্থবোধ করেন নির্মল মাজি । তাঁর ব্লাড প্রেসার কমে যায় । অক্সিজেনও দিতে হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।