ETV Bharat / city

খাতায় কলমে 'দিদিকে বলো'! কাজে কই ? - Mamata Banerjee

চালু হয়েছে টোল ফ্রি নম্বর ৷ অভিযোগ, সমস্যা জানাতে চেয়ে বারবার ফোন করেও মিলছে না কোনও উত্তর ।

খাতায় কলমে 'দিদিকে বলো'! কাজে কই ?
author img

By

Published : Jul 30, 2019, 9:15 PM IST

কলকাতা, 30 জুলাই : 'দিদিকে বলো' ৷ চালু হয়েছে টোল ফ্রি নম্বর ৷ সেই নম্বরে মুখ্যমন্ত্রীকে ফোন করে জানাতে পারেন কোনও অভিযোগ বা সমস্যা ৷ কিন্তু এই নম্বরে ফোন করে বহু সাধারণ মানুষ নাকাল হচ্ছেন বলে অভিযোগ । এদিকে দলের তরফে ফোন কল নিয়ে দু' রকম বক্তব্য আসায় তৈরি হল বিতর্ক ৷ মেয়র পারিষদ দেবাশিস কুমার বলছেন, এটি শুরু হয়নি এখনও ৷ অপরদিকে গণমাধ্যম সেলের দাবি, একদিনেই এক লাখেরও বেশি ফোন কল এসেছে ।


একাংশের অভিযোগ, সমস্যা জানাতে চেয়ে বারবার ফোন করেও মিলছে না কোনও উত্তর । এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে দু'রকমের দাবি করা হয়েছে । তৃণমূল নেতা দেবাশিস কুমার বলেন, ''এখনও শুরু হয়নি এটা । অভিযোগ এল কোথা থেকে? গতকাল নম্বর দেওয়া হয়েছে । '' এদিকে 'দিদিকে বলো' মিডিয়া সেলের দাবি, 24 ঘণ্টায় এক লাখেরও বেশি মানুষ ফোন করেছেন ।

অভিযোগ, সমস্যা জানাতে চেয়ে বারবার ফোন করেও মিলছে না কোনও উত্তর ।


গতকাল নজরুল মঞ্চে তৃণমূলের বিধায়ক, জেলা ও ব্লক সভাপতিদের বৈঠকে নতুন টোল ফ্রি নম্বর ' দিদিকে বলো' প্রকাশিত হয়েছে । বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই নতুন টোল ফ্রি নম্বরে ফোন করে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন । জানাতে পারবেন সমস্যার কথা এবং অভিযোগ । কিন্তু রাত পোহাতেই অভিযোগ এসেছে উত্তর না মেলার । 'দিদিকে বলো' ফোন নম্বর 9137091370-তে ফোন করে সংযোগ হচ্ছে না ৷

যদিও মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা দেবাশিষ কুমার দাবি করেছেন, ''আগে গ্রামে শুরু হোক । তারপর না পেলে বলবে । '' অন্যদিকে, 'দিদিকে বলো' মিডিয়া সেলের দাবি, '' 250 জনের বেশি মানুষ 24 ঘণ্টা এই বিষয়ে কাজ করছেন ৷ 50 হাজারের বেশি মানুষ didikebolo.com এর মাধ্যমে নিজেদের মতামত এবং সমস্যার কথা জানিয়েছেন । ''

কলকাতা, 30 জুলাই : 'দিদিকে বলো' ৷ চালু হয়েছে টোল ফ্রি নম্বর ৷ সেই নম্বরে মুখ্যমন্ত্রীকে ফোন করে জানাতে পারেন কোনও অভিযোগ বা সমস্যা ৷ কিন্তু এই নম্বরে ফোন করে বহু সাধারণ মানুষ নাকাল হচ্ছেন বলে অভিযোগ । এদিকে দলের তরফে ফোন কল নিয়ে দু' রকম বক্তব্য আসায় তৈরি হল বিতর্ক ৷ মেয়র পারিষদ দেবাশিস কুমার বলছেন, এটি শুরু হয়নি এখনও ৷ অপরদিকে গণমাধ্যম সেলের দাবি, একদিনেই এক লাখেরও বেশি ফোন কল এসেছে ।


একাংশের অভিযোগ, সমস্যা জানাতে চেয়ে বারবার ফোন করেও মিলছে না কোনও উত্তর । এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে দু'রকমের দাবি করা হয়েছে । তৃণমূল নেতা দেবাশিস কুমার বলেন, ''এখনও শুরু হয়নি এটা । অভিযোগ এল কোথা থেকে? গতকাল নম্বর দেওয়া হয়েছে । '' এদিকে 'দিদিকে বলো' মিডিয়া সেলের দাবি, 24 ঘণ্টায় এক লাখেরও বেশি মানুষ ফোন করেছেন ।

অভিযোগ, সমস্যা জানাতে চেয়ে বারবার ফোন করেও মিলছে না কোনও উত্তর ।


গতকাল নজরুল মঞ্চে তৃণমূলের বিধায়ক, জেলা ও ব্লক সভাপতিদের বৈঠকে নতুন টোল ফ্রি নম্বর ' দিদিকে বলো' প্রকাশিত হয়েছে । বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই নতুন টোল ফ্রি নম্বরে ফোন করে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন । জানাতে পারবেন সমস্যার কথা এবং অভিযোগ । কিন্তু রাত পোহাতেই অভিযোগ এসেছে উত্তর না মেলার । 'দিদিকে বলো' ফোন নম্বর 9137091370-তে ফোন করে সংযোগ হচ্ছে না ৷

যদিও মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা দেবাশিষ কুমার দাবি করেছেন, ''আগে গ্রামে শুরু হোক । তারপর না পেলে বলবে । '' অন্যদিকে, 'দিদিকে বলো' মিডিয়া সেলের দাবি, '' 250 জনের বেশি মানুষ 24 ঘণ্টা এই বিষয়ে কাজ করছেন ৷ 50 হাজারের বেশি মানুষ didikebolo.com এর মাধ্যমে নিজেদের মতামত এবং সমস্যার কথা জানিয়েছেন । ''

Intro:কলকাতা, ২৯ জুলাই : 'দিদিকে বলো' টোল ফ্রি নম্বরে ফোন করে বহু সাধারণ মানুষ নাকাল হলেন বলে অভিযোগ । বার বার ফোন করেও মিলছে না কোনও উত্তর । যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে দু'রকমের দাবি করা হয়েছে। তৃণমূল নেতা দেবাশীষ কুমার বলেন, এখনও শুরু হয়নি। অভিযোগ এলো কোথা থেকে । গতকাল নম্বর দেওয়া হয়েছে । দেবাশীষ কুমারের দাবির সঙ্গে মিল নেই 'দিদিকে বলো' মিডিয়া সেলের দাবি। 'দিদিকে বলো' মিডিয়া সেলের তরফ থেকে আজ বিকেলে দাবি করা হয়েছে ২৪ ঘণ্টায় ১ লক্ষের বেশি মানুষ ফোন করেছেন।


Body:গতকাল নজরুল মঞ্চে তৃণমূলের বিধায়ক, জেলা এবং ব্লক সভাপতিদের বৈঠকে ঘটা করে লঞ্চ হয় নতুন টোল ফ্রি নম্বর ' দিদিকে বলো' । বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে জানিয়েছিলেন এই নতুন টোল ফ্রি নম্বরে ফোন করে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জানাতে পারবেন সমস্যার কথা এবং অভিযোগ । কিন্তু রাত পোহাতেই অন‍্য ছবি। গলোযোগ বাধল দিদিকে বলো ফোন নম্বরে। অভিযোগ, সাধারণ মানুষ 9137091370 টোল ফ্রি নম্বরে ফোন করে নাকাল হলেন। এমনকি ফোনের চেষ্টা চালিয়ে ব‍্যর্থ হয় ইটিভি ভারতও । যদিও মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা দেবাশীষ কুমার দাবি করেছেন, এটাতো শুরু হয়নি। অভিযোগ এল কোথা থেকে । আগে গ্রামে গিয়ে শুরু হোক। তার পর না পেলে বলবে। 'দিদিকে বলো' মিডিয়া সেলের দাবি, '১ লক্ষের বেশি মানুষ ফোন করেছেন। ২৫০ জনের বেশি মানুষ ২৪ ঘণ্টা এই বিষয়ে কাজ করছেন। ৫০ হাজারের বেশি মানুষ didikebolo.com এর মাধ্যমে নিজেদের মতামত এবং সমস্যার কথা জানিয়েছেন।' যদিও এই দাবি গুলোর সঙ্গে বাস্তবের বেশ ফারাক হওয়া নিয়ে উঠতে শুরু করছে প্রশ্ন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.