ETV Bharat / city

Calcutta HC: নির্ভয়ে বিচার করুন, নতুন বিচারপতিদের শপথ গ্রহণে বিতর্কিত মন্তব্য অরুণাভ ঘোষের

author img

By

Published : Aug 31, 2022, 5:48 PM IST

বিচারপতিদের নির্ভয়ে বিচার করতে বললেন কলকাতা হাইকোর্টের (Oath Ceremony of Calcutta HC New Judges) বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী অরুণাভ ঘোষ (Arunava Ghosh) ৷ মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এ দিন নতুন বিচারপতিদের শপথ গ্রহণে এ কথা বলেন তিনি ।

controversy-over-oath-ceremony-of-calcutta-hc-new-judges
controversy-over-oath-ceremony-of-calcutta-hc-new-judges

কলকাতা, 31 অগস্ট: নতুন 9 বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক (Oath Ceremony of Calcutta HC New Judges) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) গতকালের বক্তব্যকে স্মরণ করে, বাকি বিচারপতিদের ভয় না পেতে অনুরোধ করলেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ (Arunava Ghosh) ৷ বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অরুণাভ বলেন, ‘‘আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই এজলাসে যাব ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷’’

তিনি আরও জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আইনজীবীরা পেপার ওয়েট নিয়ে গিয়েছিলেন ৷ যা নিয়ে তিনি নাকি ভয় পেয়েছিলেন ৷ সেই খবরের প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতির উপস্থিতিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘‘সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছে, আমরা নাকি সেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেপার ওয়েট নিয়ে গিয়েছিলাম ৷ আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই আইনজীবীরা এজলাসে যাবেন ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷ ভয় পাবেন না ৷ বিচারপতিদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ৷ আমরা আপনার সঙ্গে সহযোগিতা করার জন্যই আছি ৷’’ প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এ দিন শপথগ্রহণে উপস্থিত ছিলেন ৷

আর এরপরেই নতুন বিতর্ক শুরু হয়েছে ৷ আইনজীবী মহল মনে করছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল যে মন্তব্য করেছিলেন, তার জবাব দিতেই শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চকে ব্যবহার করেছেন অরুণাভম ৷ যাতে প্রধান বিচারপতি এবং বাকি বিচারপতিদের সামনে বার অ্যাসোসিয়েশনের অবস্থান এবং আইনজীবীদের বক্তব্য তুলে ধরা যায় ৷

বিচারপতিদের নির্ভয়ে বিচার করতে বললেন অরুণাভ ঘোষ

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে 9 অতিরিক্ত বিচারপতি নিয়োগ করল কেন্দ্র

গত 28 অগস্ট কলকাতা হাইকোর্টে 9 জন অতিরিক্ত বিচারপতিকে নিযুক্ত করে কেন্দ্রীয় আইনমন্ত্রক ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সেই নিয়োগপত্রে সই করেন ৷ তার পর আজ ওই বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ তাঁদের 2 বছরের জন্য নিয়োগ করা হয়েছে ৷

কলকাতা, 31 অগস্ট: নতুন 9 বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক (Oath Ceremony of Calcutta HC New Judges) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) গতকালের বক্তব্যকে স্মরণ করে, বাকি বিচারপতিদের ভয় না পেতে অনুরোধ করলেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ (Arunava Ghosh) ৷ বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অরুণাভ বলেন, ‘‘আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই এজলাসে যাব ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷’’

তিনি আরও জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আইনজীবীরা পেপার ওয়েট নিয়ে গিয়েছিলেন ৷ যা নিয়ে তিনি নাকি ভয় পেয়েছিলেন ৷ সেই খবরের প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতির উপস্থিতিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘‘সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছে, আমরা নাকি সেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেপার ওয়েট নিয়ে গিয়েছিলাম ৷ আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই আইনজীবীরা এজলাসে যাবেন ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷ ভয় পাবেন না ৷ বিচারপতিদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ৷ আমরা আপনার সঙ্গে সহযোগিতা করার জন্যই আছি ৷’’ প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এ দিন শপথগ্রহণে উপস্থিত ছিলেন ৷

আর এরপরেই নতুন বিতর্ক শুরু হয়েছে ৷ আইনজীবী মহল মনে করছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল যে মন্তব্য করেছিলেন, তার জবাব দিতেই শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চকে ব্যবহার করেছেন অরুণাভম ৷ যাতে প্রধান বিচারপতি এবং বাকি বিচারপতিদের সামনে বার অ্যাসোসিয়েশনের অবস্থান এবং আইনজীবীদের বক্তব্য তুলে ধরা যায় ৷

বিচারপতিদের নির্ভয়ে বিচার করতে বললেন অরুণাভ ঘোষ

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে 9 অতিরিক্ত বিচারপতি নিয়োগ করল কেন্দ্র

গত 28 অগস্ট কলকাতা হাইকোর্টে 9 জন অতিরিক্ত বিচারপতিকে নিযুক্ত করে কেন্দ্রীয় আইনমন্ত্রক ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সেই নিয়োগপত্রে সই করেন ৷ তার পর আজ ওই বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ তাঁদের 2 বছরের জন্য নিয়োগ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.