ETV Bharat / city

Calcutta HC: নির্ভয়ে বিচার করুন, নতুন বিচারপতিদের শপথ গ্রহণে বিতর্কিত মন্তব্য অরুণাভ ঘোষের

বিচারপতিদের নির্ভয়ে বিচার করতে বললেন কলকাতা হাইকোর্টের (Oath Ceremony of Calcutta HC New Judges) বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী অরুণাভ ঘোষ (Arunava Ghosh) ৷ মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এ দিন নতুন বিচারপতিদের শপথ গ্রহণে এ কথা বলেন তিনি ।

controversy-over-oath-ceremony-of-calcutta-hc-new-judges
controversy-over-oath-ceremony-of-calcutta-hc-new-judges
author img

By

Published : Aug 31, 2022, 5:48 PM IST

কলকাতা, 31 অগস্ট: নতুন 9 বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক (Oath Ceremony of Calcutta HC New Judges) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) গতকালের বক্তব্যকে স্মরণ করে, বাকি বিচারপতিদের ভয় না পেতে অনুরোধ করলেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ (Arunava Ghosh) ৷ বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অরুণাভ বলেন, ‘‘আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই এজলাসে যাব ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷’’

তিনি আরও জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আইনজীবীরা পেপার ওয়েট নিয়ে গিয়েছিলেন ৷ যা নিয়ে তিনি নাকি ভয় পেয়েছিলেন ৷ সেই খবরের প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতির উপস্থিতিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘‘সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছে, আমরা নাকি সেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেপার ওয়েট নিয়ে গিয়েছিলাম ৷ আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই আইনজীবীরা এজলাসে যাবেন ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷ ভয় পাবেন না ৷ বিচারপতিদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ৷ আমরা আপনার সঙ্গে সহযোগিতা করার জন্যই আছি ৷’’ প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এ দিন শপথগ্রহণে উপস্থিত ছিলেন ৷

আর এরপরেই নতুন বিতর্ক শুরু হয়েছে ৷ আইনজীবী মহল মনে করছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল যে মন্তব্য করেছিলেন, তার জবাব দিতেই শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চকে ব্যবহার করেছেন অরুণাভম ৷ যাতে প্রধান বিচারপতি এবং বাকি বিচারপতিদের সামনে বার অ্যাসোসিয়েশনের অবস্থান এবং আইনজীবীদের বক্তব্য তুলে ধরা যায় ৷

বিচারপতিদের নির্ভয়ে বিচার করতে বললেন অরুণাভ ঘোষ

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে 9 অতিরিক্ত বিচারপতি নিয়োগ করল কেন্দ্র

গত 28 অগস্ট কলকাতা হাইকোর্টে 9 জন অতিরিক্ত বিচারপতিকে নিযুক্ত করে কেন্দ্রীয় আইনমন্ত্রক ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সেই নিয়োগপত্রে সই করেন ৷ তার পর আজ ওই বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ তাঁদের 2 বছরের জন্য নিয়োগ করা হয়েছে ৷

কলকাতা, 31 অগস্ট: নতুন 9 বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক (Oath Ceremony of Calcutta HC New Judges) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) গতকালের বক্তব্যকে স্মরণ করে, বাকি বিচারপতিদের ভয় না পেতে অনুরোধ করলেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ (Arunava Ghosh) ৷ বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অরুণাভ বলেন, ‘‘আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই এজলাসে যাব ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷’’

তিনি আরও জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আইনজীবীরা পেপার ওয়েট নিয়ে গিয়েছিলেন ৷ যা নিয়ে তিনি নাকি ভয় পেয়েছিলেন ৷ সেই খবরের প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতির উপস্থিতিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘‘সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছে, আমরা নাকি সেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেপার ওয়েট নিয়ে গিয়েছিলাম ৷ আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই আইনজীবীরা এজলাসে যাবেন ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷ ভয় পাবেন না ৷ বিচারপতিদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ৷ আমরা আপনার সঙ্গে সহযোগিতা করার জন্যই আছি ৷’’ প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এ দিন শপথগ্রহণে উপস্থিত ছিলেন ৷

আর এরপরেই নতুন বিতর্ক শুরু হয়েছে ৷ আইনজীবী মহল মনে করছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল যে মন্তব্য করেছিলেন, তার জবাব দিতেই শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চকে ব্যবহার করেছেন অরুণাভম ৷ যাতে প্রধান বিচারপতি এবং বাকি বিচারপতিদের সামনে বার অ্যাসোসিয়েশনের অবস্থান এবং আইনজীবীদের বক্তব্য তুলে ধরা যায় ৷

বিচারপতিদের নির্ভয়ে বিচার করতে বললেন অরুণাভ ঘোষ

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে 9 অতিরিক্ত বিচারপতি নিয়োগ করল কেন্দ্র

গত 28 অগস্ট কলকাতা হাইকোর্টে 9 জন অতিরিক্ত বিচারপতিকে নিযুক্ত করে কেন্দ্রীয় আইনমন্ত্রক ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সেই নিয়োগপত্রে সই করেন ৷ তার পর আজ ওই বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ তাঁদের 2 বছরের জন্য নিয়োগ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.