কলকাতা, 1 অগস্ট : আর্থিক তছরূপ মামলায় ধৃত শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut Arrested) পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Congress MP Adhir Chowdhry) । তাঁর অভিযোগ, ‘‘বিরোধীদের দমন করতেই রাউতের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে । কারণ, তিনি বিজেপির ভয় দেখানো রাজনীতির কাছে মাথা নত করেননি ।"
রবিবার শিবসেনা (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি । প্রায় 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রথমে তাঁকে আটক করা হয় । পরে গ্রেফতার করা হয় । এই ঘটনার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে মহারাষ্ট্রের রাজনীতি । সঞ্জয় রাউতের পাশে দাঁড়িয়েছেন উদ্ধব ঠাকরের (Maharashtra Former CM Uddhav Thackeray) ছেলে আদিত্য ঠাকরে । তাঁর অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতেই রাউতের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে । একই কায়দায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিযোগ করেছেন কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরী । তিনি সোমবার সকালে টুইট করে সঞ্জয়ের পাশে থাকার আশ্বাস দেন । টুইটে লেখেন, "বিরোধীদের দমন করতেই রাউতের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে । কারণ, তিনি বিজেপির ভয় দেখানো রাজনীতির কাছে মাথা নত করেননি । তিনি একজন দৃঢ় প্রত্যয়ী ও সাহসী একজন মানুষ । আমরা সঞ্জয় রাউতের সঙ্গে আছি ।"
-
The only crime #SanjayRaut has committed that he has not been cowered down by the politics of intimidation of the BJP party. He is a man of conviction and courage. We are with Sanjay Raut.
— Adhir Chowdhury (@adhirrcinc) August 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The only crime #SanjayRaut has committed that he has not been cowered down by the politics of intimidation of the BJP party. He is a man of conviction and courage. We are with Sanjay Raut.
— Adhir Chowdhury (@adhirrcinc) August 1, 2022The only crime #SanjayRaut has committed that he has not been cowered down by the politics of intimidation of the BJP party. He is a man of conviction and courage. We are with Sanjay Raut.
— Adhir Chowdhury (@adhirrcinc) August 1, 2022
সঞ্জয় রাউতকে মুম্বইয়ের বস্তির জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডি (ED) আধিকারিকরা । কিন্তু, সহযোগিতা না করার অভিযোগে সঞ্জয়কে আটক করা হয় । পরে গ্রেফতার করা হয় । আদালত 4 অগস্ট পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে পাঠিয়েছে ৷
মুম্বইয়ের পাত্রা বস্তি সংস্কারে জমি দুর্নীতির অভিযোগ ওঠে । তাতে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ । সেই মামলায় নাম জড়ায় সঞ্জয় রাউতের । 27 জুন ইডি সঞ্জয়কে নোটিশ পাঠায় । 1 জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় । ফের 20 ও 27 জুলাই ফের নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয় । সোমবার তাঁকে গ্রেফতার করল ইডি ৷
আরও পড়ুন : Sanjay Raut Arrested : 4 অগস্ট পর্যন্ত সঞ্জয় রাউতের ইডি হেফাজতের নির্দেশ