কলকাতা, 24 জুন : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। সেই নির্বাচনের তিনটি স্তরেই তৃণমূলের প্রার্থী হতে গেলে গুণতে হবে কড়ি । শুক্রবার এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Bengal Congress Chief Adhir Chowdhury)। এদিন তিনি বলেন, "আমার কাছে খবর আছে তৃণমূলের প্রার্থী হতে গেলে লাখ লাখ টাকা দিতে হবে । সাধারণ গ্রাম সংসদ সদস্য, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমস্ত ক্ষেত্রেই রেট বেঁধে দেওয়া হয়েছে ।"
কোন স্তরের প্রার্থী হতে গেলে কত টাকা দিতে হবে, সেই হিসেবও দেন অধীর । তাঁর দাবি, সাধারণ গ্রাম সংসদ সদস্য হলে 3-5 লাখ । পঞ্চায়েতে প্রধান হতে গেলে পঞ্চায়েতে কত টাকা আসবে, তার ওপরই নির্ভর করছে সবকিছু । সেক্ষেত্রে 10 থেকে 50 লাখ দর উঠতে পারে । জেলা পরিষদে যেতে গেলে আরও বেশি টাকা গুণতে হবে ।
ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিপূরণের টাকা নয়ছয় মামলায় এদিন ক্যাগের রিপোর্ট প্রকাশের দাবি করেন অধীর । তারপরেই একের পর ইস্যুতে তৃণমূল-বিজেপিকে কড়া আক্রমণ করেন । রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) নাম না-করেই অধীরের বক্তব্য, "দিদি সারা বাংলার যত পঞ্চায়েত আছে, সবকটার মাথা তিনি । যত পৌরসভা আছে, সবার মাথা । যত জেলা সভাপতি, সবার মাথা । সব বিশ্ববিদ্যালয়র আচার্য । উনি দালালি চাইছেন । সিভিক গার্ড থেকে পুলিশ সবাইকে ওঁর হাতে থাকতে হবে । কারণ, সামনে পঞ্চায়েত ভোট ।" এরপরেই পঞ্চায়েত ভোটের ‘তৃণমূল প্রার্থী রেট’ নির্ধারণ নিয়ে মন্তব্য করেন তিনি ৷
এছাড়াও নানা ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন । অধীরের দাবি, দিদি-মোদি রাজনীতির একই । শুধুমাত্র মুখ্যমন্ত্রী মহিলা আর প্রধানমন্ত্রী পুরুষ । এটাই দুজনের মধ্যে তফাৎ ৷ রাজ্যে রাজ্যে বিজেপির (BJP) বি টিম হয়ে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে তৃণমূল (Trinamool Congress) লড়াই করছে বলেও দাবি করেন অধীর ।
তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । অধীরের নাম নিয়েই কুণালের পালটা দাবি, "তৃণমূল দরজা খুলে দিলে বিরোধী বলে কিছু থাকবে না । আমরা দল ভাঙিয়ে সরকারে যাব এমন করি না । কেউ বিকল্প জায়গায় আসতে চেয়ে টিভি চ্যানেলে স্বাগত ।" কটাক্ষ করে কুণাল আরও বলেন, "অধীরবাবু আমরা তো সংখ্যাগরিষ্ঠ । আপনারা তো শূন্য । যারা রিজেক্টেড, তারা ব্যাকডোর দিয়ে দল ভাঙাচ্ছে । আমরা তো সেটা করছি না ।"
আরও পড়ুন : Adhir slams Abhishek: আম আর আমড়া এক করবেন না, নাম না করে অভিষেককে খোঁচা অধীরের