ETV Bharat / city

Adhir on Panchayat Poll: পঞ্চায়েত নির্বাচন রক্তক্ষয়ী হবে, কেন্দ্রীয় বাহিনী চাই, দাবি অধীরের - কেন্দ্রীয় বাহিনী

2023 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ ওই ভোটে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhry) । তাঁর দাবি, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷

congress-mp-adhir-chowdhry-demands-central-force-deploymen-on-panchayat-elections-2023
Adhir on Panchayat Poll: পঞ্চায়েত নির্বাচন রক্তক্ষয়ী হবে, কেন্দ্রীয় বাহিনী চাই, দাবি অধীরের
author img

By

Published : Oct 10, 2022, 7:06 PM IST

কলকাতা, 10 অক্টোবর : 2023 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhry) । সোমবার দুপুরে বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সওয়াল করলেও শাসক দল চায় না বাংলায় ভোট হোক । কাজেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভোটদানের জন্য তৈরি হলে সংঘাতের প্রেক্ষাপট তৈরি হবে । আর তাই রক্তাক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে । তাই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানো হোক । আদালতের কাছে এ বিষয়ে আবেদন জানানো হবে ।"

অধীরের আরও অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে উদ্বেগজনক হয়ে পড়ছে । 356 ধারা লাগু হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে । যদিও কেন্দ্রের বিবেচনাধীন পুরো বিষয়টা । তবে প্রদেশ কংগ্রেসের দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অবিলম্বে 356 ধারা জারি করার আবেদন জানানো হবে ।

মোমিনপুরের ঘটনা প্রসঙ্গে অধীরের বক্তব্য, মোদি-মমতা যখন নিজেদের ষড়যন্ত্র কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে পেরে ওঠে না, তখনই মানুষের মধ্যে এ ধরনের বিভেদমূলক ষড়যন্ত্র করিয়ে নিজেদের স্বার্থ কায়েম করার চেষ্টা করে । এ ধরনের ঘটনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি ।

সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অধীর চৌধুরী আরও বলেন, "এ রাজ্যে পুলিশ এবং গুন্ডারা মিলেমিশে লুট করছে । রাজ্যটাকে প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে । গত পঞ্চায়েত নির্বাচনে লুঠ, সন্ত্রাস হয়েছে । এ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে নেই ৷ আমরা এর আগেও সরব হয়েছি ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘বিজেপি 356 ধারার কথা বলছে । পারলে করে দেখা । বিজেপি (BJP) সে সাহস দেখাবে না, মোদি-মমতা এই ভাবেই চলবে । সে বিষয়ে তারা বুঝবে । তবে আমি চাইব, আবারও এ বাংলায় পঞ্চায়েত নির্বাচন হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে । কারণ, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীতে হওয়ার উদাহরণ এ রাজ্যে আছে ।’’

আরও পড়ুন : কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের প্রচারে কলকাতায় মল্লিকার্জুন খাড়গে

কলকাতা, 10 অক্টোবর : 2023 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhry) । সোমবার দুপুরে বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সওয়াল করলেও শাসক দল চায় না বাংলায় ভোট হোক । কাজেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভোটদানের জন্য তৈরি হলে সংঘাতের প্রেক্ষাপট তৈরি হবে । আর তাই রক্তাক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে । তাই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানো হোক । আদালতের কাছে এ বিষয়ে আবেদন জানানো হবে ।"

অধীরের আরও অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে উদ্বেগজনক হয়ে পড়ছে । 356 ধারা লাগু হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে । যদিও কেন্দ্রের বিবেচনাধীন পুরো বিষয়টা । তবে প্রদেশ কংগ্রেসের দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অবিলম্বে 356 ধারা জারি করার আবেদন জানানো হবে ।

মোমিনপুরের ঘটনা প্রসঙ্গে অধীরের বক্তব্য, মোদি-মমতা যখন নিজেদের ষড়যন্ত্র কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে পেরে ওঠে না, তখনই মানুষের মধ্যে এ ধরনের বিভেদমূলক ষড়যন্ত্র করিয়ে নিজেদের স্বার্থ কায়েম করার চেষ্টা করে । এ ধরনের ঘটনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি ।

সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অধীর চৌধুরী আরও বলেন, "এ রাজ্যে পুলিশ এবং গুন্ডারা মিলেমিশে লুট করছে । রাজ্যটাকে প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে । গত পঞ্চায়েত নির্বাচনে লুঠ, সন্ত্রাস হয়েছে । এ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে নেই ৷ আমরা এর আগেও সরব হয়েছি ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘বিজেপি 356 ধারার কথা বলছে । পারলে করে দেখা । বিজেপি (BJP) সে সাহস দেখাবে না, মোদি-মমতা এই ভাবেই চলবে । সে বিষয়ে তারা বুঝবে । তবে আমি চাইব, আবারও এ বাংলায় পঞ্চায়েত নির্বাচন হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে । কারণ, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীতে হওয়ার উদাহরণ এ রাজ্যে আছে ।’’

আরও পড়ুন : কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের প্রচারে কলকাতায় মল্লিকার্জুন খাড়গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.