কলকাতা, 28 জুলাই: শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই রয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁকে অপসারণের দাবিতে বিক্ষোভে নেমেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী (Congress Leaders Protest against TMC) ৷
এদিন তাঁকে সমস্ত পদ থেকে অপসারণের দাবিতে পথে নামে কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ । আশুতোষ কলেজ থেকে মিছিল করে হাজরা মোড়ে এসে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি পথচলতি সমস্ত বাস-ট্যাক্সিতে 'তৃণমূল হইতে সাবধান' স্টিকার সেঁটে দেওয়া হয় । পুলিশ তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয় । ধৃতদের লালবাজারে নিয়ে যাওয়া হয়।
প্রদেশ কংগ্রেস রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "তৃণমূলের নেতা-মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িত । তাঁরা গ্রেফতার হয়েছেন । টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়েছেন । আর যোগ্যরা রাস্তায় বসে আছেন । মুখ্যমন্ত্রী দেখেও দেখছেন না । তাঁর মদত ছাড়া এসব সম্ভব নয় । এই দুর্নীতির বিরূদ্ধে আমরা প্রতিবাদ করতেই তৃণমূলের দলদাস পুলিশ আমাদের গ্রেফতার করল । তারপরও আমাদের আন্দোলন চলবে ।"
আরও পড়ুন : 'আমাদের দল খুব কঠোর', পার্থর অপসারণ নিয়ে প্রতিক্রিয়া মমতার
উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের দেবজ্যোতি দাস, রেজাউল হক, বিমান মণ্ডল, সংগ্রাম ভট্টাচার্য, মহম্মদ নিজাম, অরিন্দম গোস্বামীরা গ্রেফতার হন ।