কলকাতা, 8 নভেম্বর : নোট বাতিলের তিন বছর পূর্তিতে রিজার্ভ ব্যাংকের সামনে আজ বিক্ষোভ অবস্থান করে প্রদেশ কংগ্রেস । ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ রাজ্য কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা ৷
নোট বাতিলের ফলে রাজ্যের বহু মানুষ আত্মহত্যা করেছেন । বিশেষ করে কৃষক এবং শ্রমজীবী মানুষ সব থেকে বেশি সমস্যায় পড়েছেন ৷ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের । তাঁর বক্তব্য, নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে । সাধারণ মানুষের পকেটে টান ধরেছে ৷ স্বাধীনতার পরে রেকর্ড বেকারত্ব বেড়েছে গোটা দেশে । ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতির জন্য কেন্দ্রের BJP সরকারকেই দায়ি করেছেন তিনি ।
উল্লেখ্য, তিন বছর আগে আজকের দিনে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদির সরকার । আজ তাই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেছে প্রদেশ কংগ্রেস । মোদি সরকারকে আক্রমণ করে সোমেন মিত্র বলেন, "সারা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী, কৃষিজীবী মানুষ আজকে আত্মহত্যা করছেন ৷ আর এই সরকার বলছে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ তৈরি করবে ৷ ওরা কংগ্রেসের ইতিহাস জানে না ৷ 134 বছরের কংগ্রেস, 8 বছরের সরকার নয় ৷ 64 বছর স্বাধীনতার জন্য লড়াই করেছে ৷ " তিনি আরও বলেন, "কংগ্রেসের যখন দুর্দিন আসে, ভারতবর্ষের দুর্দিন আসে ৷ " সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নেওয়া হয় কেন্দ্রের তরফে ৷ এ প্রসঙ্গে সোমেনবাবু বলেন, "SPG তুলে দিলেও কংগ্রেসকে তোলা যায় না ৷ "
উল্লেখ্য, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র ৷ SPG-পরিবর্তে তাঁরা এখন থেকে Z প্লাস নিরাপত্তা পাবেন ৷ এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের SPG নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল ৷