ETV Bharat / city

SPG তুলে দিলেও কংগ্রেসকে তোলা যায় না : সোমেন - সোমেন মিত্রের প্রতিক্রিয়া এসপিজি তুলে নেওয়ায়

নোট বাতিলের তিন বছর পূর্তিতে আজ রিজার্ভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ কংগ্রেস ৷ সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "SPG তুলে দিলেও কংগ্রেসকে তোলা যায় না" ৷

প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ
author img

By

Published : Nov 8, 2019, 9:41 PM IST

Updated : Nov 8, 2019, 10:33 PM IST

কলকাতা, 8 নভেম্বর : নোট বাতিলের তিন বছর পূর্তিতে রিজার্ভ ব্যাংকের সামনে আজ বিক্ষোভ অবস্থান করে প্রদেশ কংগ্রেস । ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ রাজ্য কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা ৷

নোট বাতিলের ফলে রাজ্যের বহু মানুষ আত্মহত্যা করেছেন । বিশেষ করে কৃষক এবং শ্রমজীবী মানুষ সব থেকে বেশি সমস্যায় পড়েছেন ৷ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের । তাঁর বক্তব্য, নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে । সাধারণ মানুষের পকেটে টান ধরেছে ৷ স্বাধীনতার পরে রেকর্ড বেকারত্ব বেড়েছে গোটা দেশে । ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতির জন্য কেন্দ্রের BJP সরকারকেই দায়ি করেছেন তিনি ।

উল্লেখ্য, তিন বছর আগে আজকের দিনে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদির সরকার । আজ তাই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেছে প্রদেশ কংগ্রেস । মোদি সরকারকে আক্রমণ করে সোমেন মিত্র বলেন, "সারা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী, কৃষিজীবী মানুষ আজকে আত্মহত্যা করছেন ৷ আর এই সরকার বলছে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ তৈরি করবে ৷ ওরা কংগ্রেসের ইতিহাস জানে না ৷ 134 বছরের কংগ্রেস, 8 বছরের সরকার নয় ৷ 64 বছর স্বাধীনতার জন্য লড়াই করেছে ৷ " তিনি আরও বলেন, "কংগ্রেসের যখন দুর্দিন আসে, ভারতবর্ষের দুর্দিন আসে ৷ " সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নেওয়া হয় কেন্দ্রের তরফে ৷ এ প্রসঙ্গে সোমেনবাবু বলেন, "SPG তুলে দিলেও কংগ্রেসকে তোলা যায় না ৷ "

দেখুন ভিডিয়ো...

উল্লেখ্য, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র ৷ SPG-পরিবর্তে তাঁরা এখন থেকে Z প্লাস নিরাপত্তা পাবেন ৷ এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের SPG নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল ৷

কলকাতা, 8 নভেম্বর : নোট বাতিলের তিন বছর পূর্তিতে রিজার্ভ ব্যাংকের সামনে আজ বিক্ষোভ অবস্থান করে প্রদেশ কংগ্রেস । ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ রাজ্য কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা ৷

নোট বাতিলের ফলে রাজ্যের বহু মানুষ আত্মহত্যা করেছেন । বিশেষ করে কৃষক এবং শ্রমজীবী মানুষ সব থেকে বেশি সমস্যায় পড়েছেন ৷ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের । তাঁর বক্তব্য, নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে । সাধারণ মানুষের পকেটে টান ধরেছে ৷ স্বাধীনতার পরে রেকর্ড বেকারত্ব বেড়েছে গোটা দেশে । ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতির জন্য কেন্দ্রের BJP সরকারকেই দায়ি করেছেন তিনি ।

উল্লেখ্য, তিন বছর আগে আজকের দিনে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদির সরকার । আজ তাই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেছে প্রদেশ কংগ্রেস । মোদি সরকারকে আক্রমণ করে সোমেন মিত্র বলেন, "সারা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী, কৃষিজীবী মানুষ আজকে আত্মহত্যা করছেন ৷ আর এই সরকার বলছে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ তৈরি করবে ৷ ওরা কংগ্রেসের ইতিহাস জানে না ৷ 134 বছরের কংগ্রেস, 8 বছরের সরকার নয় ৷ 64 বছর স্বাধীনতার জন্য লড়াই করেছে ৷ " তিনি আরও বলেন, "কংগ্রেসের যখন দুর্দিন আসে, ভারতবর্ষের দুর্দিন আসে ৷ " সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নেওয়া হয় কেন্দ্রের তরফে ৷ এ প্রসঙ্গে সোমেনবাবু বলেন, "SPG তুলে দিলেও কংগ্রেসকে তোলা যায় না ৷ "

দেখুন ভিডিয়ো...

উল্লেখ্য, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বঢরার SPG নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র ৷ SPG-পরিবর্তে তাঁরা এখন থেকে Z প্লাস নিরাপত্তা পাবেন ৷ এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের SPG নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল ৷

Intro:নোট বাতিলের তৃতীয় বছর পূর্তিতে রিজার্ভ ব্যাংকের সামনে বিক্ষোভ অবস্থান করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ রাজ্য কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ আজ উপস্থিত ছিল রিজার্ভ ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভ।


Body: নোট বাতিলের ফলে রাজ্যের বহু মানুষ আত্মহত্যা করেছেন। বিশেষ করে কৃষক এবং শ্রমজীবী মানুষ সবথেকে সমস্যায় পড়েছেন বলে আজ বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আজ থেকে তিন বছর আগে এই দিনে ভারতীয় কিছু টাকা বাতিল করে দেয় নরেন্দ্র মোদির সরকার। তাই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে প্রদেশ কংগ্রেস।
কুখ্যাত নোট বন্দির জন্য দেশের অর্থনীতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের পকেটে টান ধরেছে বলেও মন্তব্য করেন সোমেন মিত্র। দেশের ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতির উল্লেখ করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। দেশে এবং রাজ্যে টাকা বাতিলের ফলে কর্মসংস্থান হীনতা বেড়েছে। স্বাধীনতার পরে রেকর্ড বেকারত্ব বেড়েছে গোটা ভারতে। বিজেপিকে উৎখাত করতে আজ রিজার্ভ ব্যাংকের সামনে থেকে দেশের সরকারকে হুঁশিয়ারি দেয় প্রদেশ কংগ্রেস।


Conclusion:
Last Updated : Nov 8, 2019, 10:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.